ETV Bharat / state

সিজিওতে ফের হাজিরা আরজি করের ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাসের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে দ্বিতীয় দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা ৷ আরজি করে নির্যাতিতার দেহের ময়নাতদন্তের দলে ছিলেন এই চিকিৎসক ৷

RG Kar Doctor Rape and Murder
সিজিও কমপ্লেক্সে হাজিরা ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাসের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 6:06 PM IST

বিধাননগর, 12 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস ৷ বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার দফতরে আসেন আরজি কর হাসপাতালের এই চিকিৎসক ৷ বুধবারও অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল ৷ গতকালের পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি সিবিআই দফতরে এলেন ৷

জানা গিয়েছে, আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার দেহের ময়নাতদন্তের দলের অন্যতম চিকিৎসক ছিলেন অপূর্ব বিশ্বাস । ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত ও তার পদ্ধতি, রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেই জন্যই এবার আরজি করের ফরেন্সিক বিভাগের চিকিৎসককে বুধবারের পর আজ ফের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।

অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 8 ও 9 অগস্ট কোন কোন চিকিৎসক ডিউটিতে ছিলেন ? তা জানতে লালবাজারে চিঠি পাঠিয়েছিল সিবিআই । এবার সেই চিঠির উত্তর দিল লালবাজার । এই একই বিষয় এর আগে আরজি কর হাসপাতালের এমএসভিপিকেও চিঠি দিয়েছিল সিবিআই ।

পাশাপাশি সিবিআইয়ের দাবি, গত 9 অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের কতক্ষণ পর আরজি কর হাসপাতালে টালা থানার আউটপোস্টের অফিসার ইনচার্জ তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ? এর কতক্ষণ পর কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে এসে পৌঁছেছিলেন ? সেই মুহূর্তে আরজি কর হাসপাতালের ভিতরে থাকা টালা থানার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের ভূমিকাটা কী ছিল ? তা জানতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

উল্লেখ্য, বুধবার অপূর্ব বিশ্বাসের পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তা এবং কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্পেশাল) প্রবীণ প্রকাশও জিজ্ঞাসাবাদ করে সিবিআই । রাত 9টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন তাঁরা ৷

বিধাননগর, 12 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস ৷ বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার দফতরে আসেন আরজি কর হাসপাতালের এই চিকিৎসক ৷ বুধবারও অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল ৷ গতকালের পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি সিবিআই দফতরে এলেন ৷

জানা গিয়েছে, আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার দেহের ময়নাতদন্তের দলের অন্যতম চিকিৎসক ছিলেন অপূর্ব বিশ্বাস । ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত ও তার পদ্ধতি, রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেই জন্যই এবার আরজি করের ফরেন্সিক বিভাগের চিকিৎসককে বুধবারের পর আজ ফের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।

অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 8 ও 9 অগস্ট কোন কোন চিকিৎসক ডিউটিতে ছিলেন ? তা জানতে লালবাজারে চিঠি পাঠিয়েছিল সিবিআই । এবার সেই চিঠির উত্তর দিল লালবাজার । এই একই বিষয় এর আগে আরজি কর হাসপাতালের এমএসভিপিকেও চিঠি দিয়েছিল সিবিআই ।

পাশাপাশি সিবিআইয়ের দাবি, গত 9 অগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের কতক্ষণ পর আরজি কর হাসপাতালে টালা থানার আউটপোস্টের অফিসার ইনচার্জ তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ? এর কতক্ষণ পর কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে এসে পৌঁছেছিলেন ? সেই মুহূর্তে আরজি কর হাসপাতালের ভিতরে থাকা টালা থানার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের ভূমিকাটা কী ছিল ? তা জানতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

উল্লেখ্য, বুধবার অপূর্ব বিশ্বাসের পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তা এবং কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্পেশাল) প্রবীণ প্রকাশও জিজ্ঞাসাবাদ করে সিবিআই । রাত 9টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.