বারাসাত, 9 এপ্রিল: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের ধুম ৷ বাড়ছে প্রার্থীদের ফ্লেক্স ও ব্যানারের সংখ্যা ৷ এরইমধ্যে বারাসতের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ফেস্টুন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ ফ্লেক্সে দেখা গিয়েছে দশভূজা কাকলিকে ৷ তাঁর দশ হাতে অস্ত্রের পরিবর্তে উন্নয়নের জোয়ার ৷ এইরকমই প্রচার ফ্লেক্স এখন শোভা পাচ্ছে বারাসত শহরের অলিগলিতে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷
বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, "উন্নয়নের প্রচার করতে গিয়ে যেভাবে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে তা শাসকদলের অপসংস্কৃতি ছাড়া কিছুই নয় ৷ এটা মা দুর্গাকে একপ্রকার অপমান।" এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। যদিও বিষয়টির মধ্যে বিতর্কের কিছু দেখছেন না কাকলি ঘোষ দস্তিদার। বরং এর মধ্যে শিল্পসত্ত্বা খুঁজে পাচ্ছেন শাসকদলের প্রার্থী ।
সূত্রের খবর, যে ফ্লেক্স নিয়ে বিতর্কের সূত্রপাত সেটির উদ্যোক্তা তৃণমলূ ছাত্র পরিষদ ৷ কাকলির দশ হাতের কোনওটায় বারাসত মেডিক্যাল কলেজ, চলমান সিঁড়ি, এমপি স্কলারশিপ থেকে শুরু করে সিরাজ উদ্যান, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা, শহরজুড়ে উচ্চ আলোক বাতিস্তম্ভ-এই সবই তুলে ধরা হয়েছে । শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি'র উদ্যোগে অন্তত একশোটিরও বেশি এমন ফ্লেক্স জ্বলজ্বল করছে বারাসত শহরের বিভিন্ন প্রান্তে। শুধু ফ্লেক্স নয়, প্রচারে আভিজাত্য আনতে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নের জয়গান নিয়ে একটি থিম সং-ও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ হাইটেক প্রচারের মাধ্যমে বারাসতবাসীর মন পেতে চাইছেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
এই বিতর্কিত প্রচার ফ্লেক্স নিয়ে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। এই বিষয়ে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, "এটা নতুন কিছু নয়। এর আগে মমতা বন্দোপাধ্যায়কেও বিভিন্ন ঋষি, মনীষী এবং দেব-দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে। আমি মনে করি এটা দেবী দুর্গাকে অপমান করা । তৃণমূলের মধ্যে তো কোনও সংস্কৃতি বলে কিছু নেই । আমি ভেবে অবাক হচ্ছি যে দলের অর্ধেক মন্ত্রী জেলের ভিতরে। সেই চোরের দল কীভাবে দেবী দুর্গার দশমূর্তি আবির্ভাব করতে পারে ?" বিষয়টি নিয়ে শীঘ্রই নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"
অন্যদিকে, প্রচার ফ্লেক্সে কোথাও তাঁকে মা দুর্গা হিসেবে দেখানো হয়নি বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তাঁর কথায়, "এটা একটা শিল্পসত্ত্বা। শিল্পীর ভাবনা। আমি তো আর দশটা উন্নয়ন করিনি। তার থেকে অনেক বেশি উন্নয়ন হয়েছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তো ও'র দলের নেতারাই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়েছে । তাছাড়া উনি 'বহিরাগত'। এখানে ওনাকে পাওয়া যায়না। তাই ওনার মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। "
আরও পড়ুন: