কলকাতা, 2 এপ্রিল: লোকসভা নির্বাচনে এই প্রথমবার 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন ৷ এই প্রথমবার 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷ 2021 সালের বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনের জন্য অনেক আগে থেকেই সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো অনেক আগে থেকেই বিভিন্ন নির্দেশিকার মাধ্যমে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এছাড়াও একাধিক পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে রাশও টেনেছে কমিশন।
তবে ভোটের সময় বেআইনিভাবে বুথে ঢুকে পড়া এবং ভোটারদের ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে প্রভাবিত করার ঘটনা সামনে এসেছে ৷ তাই ভোট গ্রহণের দিন বুথে-বুথে কী হচ্ছে, তার প্রতি মুহূর্তের আপডেট খবর রাখতে এবং প্রমাণ-সহ ঘটনাগুলি নিজেদের রেকর্ডে রাখতে এবার 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার চেষ্টা করছে নির্বাচন কমিশন ৷ আর যে সব বুথে ইন্টারনেট দূর্বল থাকবে, সেই সব বুথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রাখা হবে, যাতে প্রয়োজনে সেগুলি প্রকাশ করা যেতে পারে বলেও জানিয়েছে কমিশন।
অন্যদিকে, উপনির্বাচনের ক্ষেত্রে সমস্ত বুথে ভিভিপ্যাট দেওয়ার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 19 এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে 1 জুন পর্যন্ত সকাল সাড়ে ছ'টা পর্যন্ত এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা যাবে না। পাশাপাশি, আগামিকাল অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক অলক সিনহা। তিনি ওইদিন সকল 10টা নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন বলেই জানা গিয়েছে ৷ তিনি বালিগঞ্জের বিএসএফ গেস্ট হাউসে থাকবেন বলেও জানা গিয়েছে ৷
এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে যে দু'জন আধিকারিককে সরানো হয়েছে- অমিত রায়চৌধুরী এবং রাহুল নাথ তাঁদের পরিবর্তে যে নামের প্যানেল পাঠানোর কথা ছিল সেই প্যানেল জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, অমিত রায়চৌধুরীর জায়গায় নাম পাঠানো হয়েছে ট্রান্সপোর্ট ডিরেক্টর দিব্যেন্দু দাস, স্বাস্থ্য ও পরিবার ওয়েলফেয়ার-এর সিনিয়র স্পেশাল সেক্রেটারি দেবল কুমার ঘোষ, ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগের সিনিয়র স্পেশাল সেক্রেটারি একলাখ ইসলাম। অন্যদিকে, রাহুল নাথের জায়গায় নাম পাঠানো হয়েছে জয়েন্ট সেক্রটারী ট্যুরিজম দেবাশীষ চট্টোপাধ্যায়, জয়েন্ট সেক্রেটারি পাওয়ার ডিপার্টমেন্ট রঞ্জন চক্রবর্তী, অ্যাডিশনাল সেক্রেটারি এনভায়রনমেন্ট প্রদীপ আচার্যের নাম।
আরও পড়ুন
ভোটের আগে ফের অপসারণ, ডিসি পদ থেকে সরলেন বিধায়ক লাভলীর স্বামী সৌম্য রায়
প্রচণ্ড গরমে ভোট কর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল ব্যবস্থা; সঙ্গে ছুটিও