কলকাতা, 24 অগস্ট: আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ প্রতিবাদে উত্তাল রাজ্যে রোজই সুবিচারের দাবিতে বেরচ্ছে মিছিল ৷ এই পরিস্থিতিতে দেশ জুড়ে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে, সেই নিরিখে কলকাতা শহরকে নিরাপদ বলে দাবি করলেন ফিরহাদ ৷ তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে অনন্তপক্ষে 90 জন ধর্ষণের শিকার হয়েছেন ৷
পাশাপাশি তিনি উদ্বেগের স্বরে বলেন, ‘‘আমার ছোট্ট নাতনি কী ভাবছে, সে ভাবছে বড় হলে দাদু আমারও কি এই অবস্থা হবে ! এই ঘৃণা ও অসহিষ্ণুতার সমাজ পালটাতে হবে । আগে তো ছিল না, এমন সমাজ তৈরি হচ্ছে কেন ?’’
আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্ত চলছে ৷ যদিও এ-পর্যন্ত আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের সংখ্যা মোটে এক ৷ বিরোধীদল থেকে সাধারণ মানুষ প্রতিবাদে লাগাতার রাস্তায় নামছে ৷ তবে, সুপ্রিম কোর্টে আরজি করের মৃত নির্যাতিতা চিকিৎসক ন্যায্যবিচার পাবেন বলেই বিশ্বাস কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৷
এ-প্রসঙ্গে কেন্দ্রের দিকে পালটা নিশানা করেছেন ফিরহাদ ৷ তিনি আরজি কর-কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বলেন, "খুব কম সময়ে 90টা ধর্ষণের ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে ৷ এখন একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়ের দরকার ৷ এটা শ্রীচৈতন্যের ভারতবর্ষ, এটা ক্ষুদিরামের ভারতবর্ষ ৷ এই ভারতবর্ষে কত ঋষিমুণির জন্ম হয়েছে ৷ ধর্ষণ ভারতবর্ষের সংস্কৃতি নয় ৷ আজ অসম, পরশু উত্তরাখণ্ড তারপরে পঞ্জাব ৷ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে ৷" দ্রুত এসব বন্ধ করতে যথাযথ ব্য়বস্থা নেওয়ার দাবি জানান ফিরহাদ ৷
উল্লেখ্য, গত 9 অগস্ট কলকাতার বুকে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনা ঘটে ৷ তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের আইনশৃঙ্খলা ৷ প্রতিবাদে একের পর এক মিছিল বেরয় ৷ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগও ওঠে ৷ যা নিয়ে সুপ্রিম কোর্টেও সমালোচিত হয়েছে রাজ্য সরকার ও কলকাতা পুলিশ ৷ কলকাতার গণ্ডি পেরিয়ে প্রতিবাদের ঝড় গোটা দেশে ছড়িয়ে পড়েছে ৷
এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট বেগ পেতে খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ভর্ৎসনার শিকার হতে হয় পুলিশকে ৷ এমনকি তদন্তের বিষয়ে ও আরজি করের নিরাপত্তায় কলকাতা পুলিশের বদলে, শীর্ষ আদালত ভরসা রেখেছে কেন্দ্রীয় সংস্থা ও সিআইএসএফের উপর ৷