কলকাতা, 20 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনের দিনেই শহরের রাস্তায় 'সম্প্রীতি মিছিলে' নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে মিছিলকে পাকিস্তান পন্থী মুসলমান ও জালি হিন্দুদের মিছিল বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যার এবার পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ বাংলার মানুষ সহাবস্থানে বিশ্বাস করে ৷ এখানে কেউ কারও উস্কানিতে পা দেবে না বলে মন্তব্য করেন তিনি ৷
ফিরহাদের কথায়, "আমি প্রকৃত রাম ভক্তদের সম্মান করি ৷ যাঁরা সত্যিই রামে ভক্তি রাখেন ৷ কিন্তু, যারা রামকে নিয়ে ভোটের রাজানীতি করেন, তাঁরা রামের অসম্মান করছেন ৷" মূলত, বিজেপির বিরুদ্ধে তাঁর এই 'রামকে নিয়ে রাজনীতির' তিরটা ছিল ৷ তবে, বাংলার মানুষ ঈশ্বরকে নিয়ে রাজনীতি বা উস্কানিমূলক মন্তব্যে বিশ্বাস করে না বলে জানান ফিরহাদ ৷ তাঁর মতে, "কেউ উস্কানি দিলে দিক ৷ কিন্তু, বাংলার মানুষ তাতে পা দেবে না ৷" বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রাহ্মণ হওয়ার প্রসঙ্গও টেনে আনেন ফিরহাদ ৷
উল্লেখ্য, আগামী সোমবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করবেন ৷ সেই দিন বিকেলেই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মমতা ৷ কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ এরপর সেখানে আরতি করবেন ৷ কালীঘাট থেকে বেরিয়ে হাজরা পার্ক থেকে মিছিল শুরু করবেন মুখ্যমন্ত্রী ৷ বাইকে করে গুরুদ্বারে যাবেন ৷ সেখান থেকে বেরিয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিল করে পার্স সার্কাস যাবেন ৷ সেখানে মসজিদ ও গির্জায় যাবেন প্রার্থনা করতে ৷
এরপর পার্ক সার্কাস ময়দান থেকে সভা রয়েছে মমতার ৷ জানা গিয়েছে, এর মাঝে রাস্তায় যত মন্দির রয়েছে সেগুলিতে ঢুকবেন তিনি ৷ উল্লেখ্য, তৃণমূলের এই সমগ্র কর্মসূচিকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই মমতার মিছিলে হাঁটা লোকজনদের পাকিস্তানপন্থী বলে নিশানা করেন তিনি ৷ এমনকি জালি হিন্দু বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা ৷ পাশাপাশি, এও জানান আগামী 22 জানুয়ারি মমতার মিছিলের আগে কলকাতার রাম মন্দিরে পুজো দেবেন শুভেন্দু ৷
আরও পড়ুন: