কলকাতা, 7 জুলাই: আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ৷ রবিবার বিকেলে দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার চিনা মন্দির এলাকার একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, প্রাণ বাঁচাতে বাড়িটির উপর থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন আয়ত্তে আসেনি ৷ দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন ৷ কীভাবে আগুন লাগল ওই প্লাস্টিক কারখানায়, তা এখনও স্পষ্ট নয় ৷ স্থানীয় সূত্রে খবর, রবিবার কারখানাটি বন্ধই ছিল ৷ শ্রমিকেরা কাজে আসেননি ৷ তাই হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷ তবে ওই কারখানায় অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷
দমকল সূত্রে খবর, পশ্চিম চৌবাগার চিনা মন্দির এলাকায় একটি চারতলা বিল্ডিংয়ে প্লাস্টিক কারখানাটি অবস্থিত। ওই বিল্ডিংয়ের উপরের দু'টি তলা জুড়ে কারখানার কাজকর্ম হত ৷ রবিবার বিকেলে সেখানেই আচমকা আগুন লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রাই প্রথমে তা নেভানোর কাজে হাত লাগান। বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন।
যে বাড়িটিতে আগুন লেগেছে, তার লাগোয়া অনেক বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত সেগুলি খালি করে দেওয়া হয়। দমকা বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।