কলকাতা, 6 নভেম্বর: বিজেপির দলীয় বৈঠক থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ আর তার প্রেক্ষিতেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷ তবে, এই অভিযোগ পাওয়ার পর কবে অভিনেতা তথা রাজনীতিক মিঠুনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হবে, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়নি ৷
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে আইসিসিআরে হওয়া বিজেপির দলীয় বৈঠকে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী ৷ সেখানে তাঁর কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ৷ দাবি করা হয়েছে, এর ফলে আইনশৃঙ্খলার অবনতিও হতে পারে ৷ সেই অভিযোগে, মঙ্গলবার রাতে বউবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে ৷
এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ জানিয়ে গিয়েছেন ৷ অভিযোগটি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে করেছেন বলে জানতে পেরেছি ৷ যদিও, তদন্তের স্বার্থে অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে ৷"
বউবাজার থানা সূত্রে জানা গিয়েছে, দায়ের হওয়া মামলার নম্বর হল 255 ৷ গত 27 অক্টোবর সরকারি ও দলীয় কর্মসূচি নিয়ে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আইসিসিআরে বিজেপির দলীয় সভা করেন তিনি ৷ সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় সেই মঞ্চে মিঠুন চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে ৷
সেখানেই মিঠুন তাঁর ফিল্মের একটি সংলাপ উল্লেখ করেন ৷ যা উস্কানিমূলক এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে অভিযোগ করা হয়েছে ৷ যদিও, মামলা দায়ের হওয়া নিয়ে অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷