জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর: জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ৷ শনিবার রাতের ঘটনায় দর্শকদের মারে মাথা ফাটল ক্লাবকর্তার ৷ রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয় ৷ যে ঝামেলা ক্রমশ হিংসাত্মক রূপ নেয় এবং খেলার মাঠকে রক্তাক্ত করে ৷ ঘটনার নিন্দায় সরব জেলার ক্রীড়ামহলে ৷
রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণ কুমার কল্যাণী চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নক-আউট ফুটবল টুর্নামেন্টে টাউন ক্লাবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ছিল ৷ রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন বনাম চাচা ব্যাটেলিয়ানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ শেষ হয় 2-0 স্কোরে ৷ যে ম্যাচে হেরে যায় চাচা ব্যাটেলিয়ান ৷ অভিযোগ, এরপরেই চাচা ব্যাটেলিয়ানের সমর্থকরা মাঠে ঢুকে ঝামেলা শুরু করেন ৷ দর্শকরা আচমকাই মাঠের মধ্যে জলের বোতল ছুড়ে মারতে শুরু করে ৷
আয়োজক ক্লাবের কর্মকর্তার তাঁদের শান্ত হতে বললে, ঝামেলা চরমে ওঠে ৷ মাঠে ঢুকে চাচা ব্যাটেলিয়নের সমর্থকরা টেবিল চেয়ার ভাঙতে শুরু করেন ৷ পালটা ক্লাবের কর্মকর্তারাও দর্শকদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে ৷ ক্লাব কর্মকর্তাদের দর্শককে মারধরের ভিডিয়ো ভাইরাল হয় ৷ অন্যদিকে, দর্শকরাও ক্লাব কর্মকর্তাদের একজনের মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে ৷ ঝামেলার খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ বাহিনী টাউন ক্লাবে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
রবিবার জলপাইগুড়ি বামনপাড়ার যুবক সংঘ বনাম জলপাইগুড়ির রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ শনিবারের অশান্তির পর আজ কড়া পুলিশি পাহারায় ফাইনাল ম্যাচ হবে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক সমীর চক্রবর্তী ৷ তিনি বলেন, "হেরে গিয়ে রেফারিদের উপর ক্ষোভ দেখায় চাচা ব্যাটেলিয়ানের সমর্থকরা ৷ এরপর ক্লাবের মাঠে ঢুকে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দিয়েছেন তাঁরা ৷"
অন্যদিকে, দর্শক অজয় দাস এবং স্বরূপ দাসরা পালটা অভিযোগ করেছেন, "রেফারিদের ভুল হয়েছে, সেটার প্রতিবাদ করায় আমাদের গায়ে হাত দেয় ৷ সব দিনই খেলায় রেফারি উদ্যোক্তা ক্লাবকে টেনে খেলা পরিচালনা করেছে ৷ আমরা প্রতিবাদ করলে, আমাদের উপর চড়াও হয়েছে ৷"