ব্যারাকপুর, 3 জুলাই: কোচবিহারের অনুরূপ ঘটনা এবার জগদ্দলে ! বিজেপি করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মারধরের পাশাপাশি ওই বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগও উঠেছে । ঘটনাটি সামনে আসতেই বুধবার শোরগোল পড়ে গিয়েছে ব্যারাকপুরের জগদ্দল থানার শ্যামনগরে। মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।
কোনওমতে মহিলাকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার নেপথ্যে মহিলার পরিবার রাজনৈতিক কারণ উল্লেখ করলেও তা মানতে নারাজ শাসকশিবির। উলটে এর পিছনে জল নিয়ে পাড়ার মহিলাদের বিবাদকেই দায়ী করেছে তৃণমূল । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
বিজেপির মহিলা কর্মীকে নগ্ন করে নিগ্রহের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত 3
জানা গিয়েছে, আক্রান্ত মহিলা বিজেপির সক্রিয় কর্মী । অভিযোগ, 4 জুন ভোটের ফলপ্রকাশের পর থেকেই ওই মহিলা ও তাঁর পরিবারকে লাগাতার হুমকি দিয়ে আসছিল তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকী তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয় ৷ আর এবার বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনার সূত্রপাত, মঙ্গলবার দুপুরে পানীয় জল ভরাকে কেন্দ্র করে। অভিযোগ, এদিন তিনি যখন রাস্তার কলে জল ভরতে গেলে তৃণমূলের লোকজন বিজেপি করার জেরে তাঁকে জল নিতে বাধা দেয় ৷
এই নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ওই মহিলা বাড়ি ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় মহিলার বাড়িতে । ঘরে ঢুকে তাঁকে বিবস্ত্র করে প্রথমে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার মাথায় কোপ করে হামলাকারীরা। মহিলাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর পরিবারের লোকজনও । এভাবে বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালিয়ে ফিরে যায় দুষ্কৃতীরা । ঘটনার পর থেকে সন্ত্রস্ত পরিবারের সদস্যরা ।
বিজেপির মহিলা কর্মীকে হেনস্থার ঘটনায় কোচবিহারে তদন্তকারী দল পাঠাচ্ছে বিজেপি
এই বিষয়ে ওই মহিলার মায়ের বক্তব্য,"পাশের বাড়ির একজনের সঙ্গে জল নেওয়া নিয়ে প্রথমে বচসা বাঁধে মেয়ের । সেটাকে কেন্দ্র করে তৃণমূলের লোকজন চড়াও হয় বাড়িতে । ঘরে ঢুকে বিবস্ত্র করে মারে মেয়েকে । বাঁচাতে গিয়ে ওর দাদা ও আমি আক্রান্ত হই । আমার শাড়িও ছিঁড়ে দেওয়া হয়েছে । অনেকদিন ধরেই আমাদের পরিবারের উপর অত্যাচার চলছে । একবার তো হামলাও হয়েছে বাড়িতে ।" এদিকে এই ঘটনার পিছনে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। ঘটনাটি সম্পূর্ণ পাড়ার বিবাদ বলেই মনে করছে স্থানীয় নেতৃত্ব ।