ভদ্রেশ্বর, 6 জুলাই: বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ৷ মৃতের নাম মিঠু মিত্র (30)। ঘটনাটি শনিবার হুগলির ভদ্রেশ্বরের পালপাড়ার ঘটনা। ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম হেমাংশু মিত্র, বয়স 80। তবে খুনের কারণ এখনও জানা যায়নি । প্রতিবেশীরা বলছেন, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমোচ্ছিল । স্বামী নীলাংশু মিত্র বাইরে বেরিয়ে ছিলেন ৷ অভিযোগ, তারপরই হঠাৎই একটি কাটারি দিয়ে হেমাংশু মিত্র এলোপাথারি আক্রমণ করে বৌমাকে ৷ ঘটনার সময় পাশেই ছিল 10 বছরের নাতনি ৷ দাদুর হাতে কাটারি দেখে চিৎকার করে ওঠে সে ৷ মাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে থাকে দাদুর কাছে । কিন্তু, তাতে কর্ণপাত না-করে বৌমার গলায় কাটারির কোপ বসায় শ্বশুর ৷ শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন ৷ বাড়ির দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এলাকারই এক বাসিন্দা অমিত মালিক বলেন, "আমি ঘটনার সময় ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম ৷ চিৎকার ও কান্নাকাটির আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়েছিলান ৷ তারপর বুঝতে পারি কিছু একটা ঘটেছে ৷ আরও কয়েকজন বাসিন্দাও উপস্থিত হন ৷ তারাই দরজা ভেঙে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করি ৷"
মৃতের স্বামী নীলাংশু মিত্র বলেন, "আমার বাবা একেবারেই স্ত্রীকে পছন্দ করতেন না ৷ কোনও না-কোন কারণে অশান্তি লেগেই থাকত ৷ এতে আমার দুই দিদি ইন্ধন জোগাত ৷ তাতেই বাবা এই কাজ করেছে ৷" চন্দননগর হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের আত্মীয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।