শিলিগুড়ি, 5 ফেব্রুয়ারি: নবজাতককে বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা ৷ অভিযুক্ত 80 হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিহারের এক দম্পতির কাছে বিক্রি করে বলে অভিযোগ। নবজাতকের বাবার পাশাপাশি ঘটনায় এক মহিলাকেও গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনজেপি থানার পুলিশ। ইতিমধ্যে বিক্রি হয়ে যাওয়া নবজাতককে বিহারে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা টাকার বিনিময়ে শিশু কেনাবেচার একটি চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এই প্রসঙ্গেই শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "সব খতিয়ে দেখা হচ্ছে ।" সম্প্রতি দার্জিলিং জেলা চাইল্ড ওয়েলফেয়ারের তরফে বিষয়টি জানতে পেরেই তদন্ত শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে এনজেপি থানা এলাকায় এক মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁর আরও দুই সন্তান রয়েছে । আর্থিক দিক থেকেও ওই পরিবার অত্যন্ত দরিদ্র ৷ তাই অভাব অনটনের কারণে তৃতীয় সন্তানকে 80 হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে শিশুটির বাবার বিরুদ্ধে । ঘটনা জানাজানি শোরগোল পরে যায় গোটা এলাকায়। ধৃতের স্ত্রী-ই পুলিশের দ্বারস্থ হন বলে জানিয়েছেন ৷
এদিকে রবিবারই মেদিনীপুরে এক শিশু বিক্রির ঘটনা সামনে আসে ৷ সদ্যজাত অষ্টম সন্তানকে মা এক আত্মীয়ের কাছে বিক্রি বলে জানা যায় ৷ স্থানীয় বাসিন্দা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সকলেরই অভিযোগ, নিজের অষ্টম কন্যাসন্তানকে বেআইনিভাবে এক ব্যক্তিকে বিক্রি করেছে অভিযুক্ত মহিলা । যদিও অভিযুক্তের দাবি, সে কোলের সন্তানকে বিক্রি করেনি ৷ শুধু বাচ্চার ভবিষ্য়তের কথা ভেবে পরিচিত একজনের হাতে সন্তানকে তুলে দিয়েছে ৷
আরও পড়ুন:
- সদ্যোজাত অষ্টম কন্যাকে বিক্রি মায়ের ! 'ক্রিমিনাল অফেন্স', তদন্তের আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিচ কিউরেটরের, আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ মানকুণ্ডুতে
- মাধ্যমিক পরীক্ষার্থীর ফোন নম্বর না-পেয়ে খেলনা বন্দুক দেখিয়ে ভয়, আটক তিন 'রোমিও'!