ETV Bharat / state

রেপ-টেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয়: ডোনা গঙ্গোপাধ্যায় - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Dona Ganguly on RG Kar Incident: সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকরা ৷ তবে, তৃণমূল কংগ্রেস বিধায়কের আয়োজিত একটি নৃত্য উৎসবের মঞ্চ থেকে বাংলার মানুষের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় ৷

Dona Ganguly on RG Kar Incident
আরজি কর প্রসঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:28 AM IST

Updated : Sep 10, 2024, 8:48 AM IST

বর্ধমান, 10 সেপ্টেম্বর: "রেপ-টেপ সব জায়গাতেই হয় । কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় ?" আরজি করের ঘটনা প্রসঙ্গে এমনটাই মত বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ৷

কী বললেন শিল্পী ? (ইটিভি ভারত)

সোমবার থেকে সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়েছে 'বর্ধমান নৃত্য উৎসব' । বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসের উদ্যোগে আয়োজিত এই নৃত্য উৎসব চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত । সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নৃত্য শিল্পী তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা ৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বলেন, "অসুস্থ মানুষেরা চিকিৎসা পাচ্ছেন না । ফলে, চিকিৎসার অভাবে অনেকেই মারা যাচ্ছেন । তাই আমাদের কর্তব্য কাজে যোগ দেওয়া ।" এরপরই তিনি বলেন, "এই রেপ-টেপ সব জায়গাতেই হয় । কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় না । এটা আমাদের গর্ব যে, বাংলার মানুষেরা এর প্রতিবাদ করছে ।"

এখানে শেষ নয় ৷ এদিন নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন ডোনা ৷ তাঁর কথায়, "আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে । তবে এই নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে মনটা খুব খুশি । এত বড় নাচের অনুষ্ঠানে অনেক শিল্পী অংশ নিয়েছেন । ছোটদের জন্য একটা বড়ো প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে । এটা একটা বিশাল ব্যাপার । তাই মনটা এখন খুব আনন্দিত ।" ডোনার এই মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক ৷ সম্প্রতি, আরজি কর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । পরে যদিও জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে । সেই সঙ্গে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি ।

আরজি কর মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এরপরই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে 'উৎসবে ফেরার' নির্দেশ দেন চিকিৎসকদের ৷ তিনি বলেন, "এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।" এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা ৷ ক্ষোভ তৈরি হয়েছে চিকিৎসকদের মনে ৷ এই আবহে সৌরভ-পত্নীর মন্তব্য সাধারণ মানুষের মনে ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ৷

বর্ধমান, 10 সেপ্টেম্বর: "রেপ-টেপ সব জায়গাতেই হয় । কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় ?" আরজি করের ঘটনা প্রসঙ্গে এমনটাই মত বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ৷

কী বললেন শিল্পী ? (ইটিভি ভারত)

সোমবার থেকে সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়েছে 'বর্ধমান নৃত্য উৎসব' । বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসের উদ্যোগে আয়োজিত এই নৃত্য উৎসব চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত । সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নৃত্য শিল্পী তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা ৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বলেন, "অসুস্থ মানুষেরা চিকিৎসা পাচ্ছেন না । ফলে, চিকিৎসার অভাবে অনেকেই মারা যাচ্ছেন । তাই আমাদের কর্তব্য কাজে যোগ দেওয়া ।" এরপরই তিনি বলেন, "এই রেপ-টেপ সব জায়গাতেই হয় । কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় না । এটা আমাদের গর্ব যে, বাংলার মানুষেরা এর প্রতিবাদ করছে ।"

এখানে শেষ নয় ৷ এদিন নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন ডোনা ৷ তাঁর কথায়, "আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে । তবে এই নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে মনটা খুব খুশি । এত বড় নাচের অনুষ্ঠানে অনেক শিল্পী অংশ নিয়েছেন । ছোটদের জন্য একটা বড়ো প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে । এটা একটা বিশাল ব্যাপার । তাই মনটা এখন খুব আনন্দিত ।" ডোনার এই মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক ৷ সম্প্রতি, আরজি কর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । পরে যদিও জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে । সেই সঙ্গে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি ।

আরজি কর মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এরপরই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে 'উৎসবে ফেরার' নির্দেশ দেন চিকিৎসকদের ৷ তিনি বলেন, "এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।" এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা ৷ ক্ষোভ তৈরি হয়েছে চিকিৎসকদের মনে ৷ এই আবহে সৌরভ-পত্নীর মন্তব্য সাধারণ মানুষের মনে ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ৷

Last Updated : Sep 10, 2024, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.