ETV Bharat / state

প্রতারণার টাকায় প্রেমিকাকে দামি মোবাইল উপহার ! তারপর... - Purulia Fraud - PURULIA FRAUD

Purulia Fraud: প্রতারণার টাকায় প্রেমিকাকে দামি মোবাইল উপহার দিয়েছিলেন প্রেমিক ৷ অবশেষে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে এল সেই মোবাইল ৷ পলাতক অভিযুক্ত যুবক ৷

Purulia Fraud Case
প্রতারণার টাকায় প্রেমিকাকে উপহার (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 2:21 PM IST

পুরুলিয়া, 18 সেপ্টেম্বর: ভালোবাসা বড় দায় ! দামি মোবাইল ফোন চান প্রেমিকা ৷ কিন্তু পকেট গড়ের মাঠ ৷ তাতে কি ? প্রেমিকাকে খুশি করতে প্রতারণার টাকায় দামি মোবাইল কিনে উপহার দেয় প্রেমিক ৷ তবে শেষরক্ষা হল না । কয়েক দিনের মধ্যেই 45 হাজার দামের সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্য়োপাধ্যায় জানান, বেশ কিছুদিন ধরে জামতারা গ্যাং-এর ধাঁচে শহরে প্রতারণা চক্র চালায় এক দল ৷ ঘটনায় ইতিমধ্যেই 18 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অন্য়ের নামে সিম কার্ড ব্য়বহার করে ও অন্যের ব্যাঙ্কের পাসবুক ব্যবহার করে প্রায় কেটি টাকার প্রতারণা করে তারা ৷ সেই ঘটনায় নয়া তথ্য সামনে এনেছে পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানা ৷ তাদের দাবি, প্রতারণার টাকা দিয়ে শহরের একটি নামি দোকান থেকে কিস্তিতে মোবাইল ফোন কেনে এক যুবক ৷ সে পুরুলিয়া মফসল থানা এলাকার বাসিন্দা ৷ মোবাইল কিনে সেটি প্রেমিকাকে উপহার দেয় অভিযুক্ত যুবক ৷

শুধু মোবাইল ফোন নয় ৷ জানা গিয়েছে, প্রতারণার টাকা দিয়েই শহরের একটি শো-রুম থেকে কিস্তিতে বাইকও কেনে ওই যুবক ৷ বাইকটিও পুরুলিয়া শহরের এক দোকানদারের কাছ থেকে উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে জানা যায়, ওই দোকানদারের কাছে বাইকটি রাখতে দেয় অভিযুক্ত যুবক ৷ ঘটনা প্রসঙ্গে পুরুলিয়া জেলার ডিএসপি (ডিইবি) জীবনেশ রায় বলেন, "তদন্ত চলছে ৷ এই ঘটনায় যা যোগসূত্র পাওয়া যাচ্ছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পুরুলিয়া মফস্বল থানা এলাকায় ৷ তবে পুরুলিয়া শহরে ভাড়া বাড়িতে থাকত । রীতিমতো রঙিন জীবনযাপন করত ওই যুবক ৷ যদিও এখনও পর্যন্ত সে পুলিশের নাগালের বাইরে । অনেকেই লোভে পড়ে প্রতারণার ফাঁদে জড়িয়ে গিয়েছেন বলেও জানতে পেরেছে পুলিশ ।

পুরুলিয়া, 18 সেপ্টেম্বর: ভালোবাসা বড় দায় ! দামি মোবাইল ফোন চান প্রেমিকা ৷ কিন্তু পকেট গড়ের মাঠ ৷ তাতে কি ? প্রেমিকাকে খুশি করতে প্রতারণার টাকায় দামি মোবাইল কিনে উপহার দেয় প্রেমিক ৷ তবে শেষরক্ষা হল না । কয়েক দিনের মধ্যেই 45 হাজার দামের সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্য়োপাধ্যায় জানান, বেশ কিছুদিন ধরে জামতারা গ্যাং-এর ধাঁচে শহরে প্রতারণা চক্র চালায় এক দল ৷ ঘটনায় ইতিমধ্যেই 18 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অন্য়ের নামে সিম কার্ড ব্য়বহার করে ও অন্যের ব্যাঙ্কের পাসবুক ব্যবহার করে প্রায় কেটি টাকার প্রতারণা করে তারা ৷ সেই ঘটনায় নয়া তথ্য সামনে এনেছে পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানা ৷ তাদের দাবি, প্রতারণার টাকা দিয়ে শহরের একটি নামি দোকান থেকে কিস্তিতে মোবাইল ফোন কেনে এক যুবক ৷ সে পুরুলিয়া মফসল থানা এলাকার বাসিন্দা ৷ মোবাইল কিনে সেটি প্রেমিকাকে উপহার দেয় অভিযুক্ত যুবক ৷

শুধু মোবাইল ফোন নয় ৷ জানা গিয়েছে, প্রতারণার টাকা দিয়েই শহরের একটি শো-রুম থেকে কিস্তিতে বাইকও কেনে ওই যুবক ৷ বাইকটিও পুরুলিয়া শহরের এক দোকানদারের কাছ থেকে উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে জানা যায়, ওই দোকানদারের কাছে বাইকটি রাখতে দেয় অভিযুক্ত যুবক ৷ ঘটনা প্রসঙ্গে পুরুলিয়া জেলার ডিএসপি (ডিইবি) জীবনেশ রায় বলেন, "তদন্ত চলছে ৷ এই ঘটনায় যা যোগসূত্র পাওয়া যাচ্ছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পুরুলিয়া মফস্বল থানা এলাকায় ৷ তবে পুরুলিয়া শহরে ভাড়া বাড়িতে থাকত । রীতিমতো রঙিন জীবনযাপন করত ওই যুবক ৷ যদিও এখনও পর্যন্ত সে পুলিশের নাগালের বাইরে । অনেকেই লোভে পড়ে প্রতারণার ফাঁদে জড়িয়ে গিয়েছেন বলেও জানতে পেরেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.