ETV Bharat / state

'ভোট দিন গাছ নিন', তালডাংরা 'মডেল বুথে' স্থান পেল বাঁকুড়ার শিল্পও - WEST BENGAL ASSEMBLY BYPOLLS

পাঁচমুড়ার টেরাকোটা শিল্প দিয়ে ঘেরা বুথ দু'টি ৷ মহিলা ভোটাররা পাচ্ছেন চারাগাছ ৷ ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে সেলফি জোনও ৷ নজর কাড়ল তালডাংরার বুথ ৷

WEST BENGAL ASSEMBLY BYPOLLS
'মডেল বুথে' স্থান পেয়েছে বাঁকুড়ার শিল্প (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 5:42 PM IST

Updated : Nov 13, 2024, 5:59 PM IST

তালডাংরা, 13 নভেম্বর: রাজ্যের পাঁচটি জেলায় 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল বুধবার ৷ এর মধ্যে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের ছবিটা ছিল একটু আলাদা ৷ এই বিধানসভা কেন্দ্রের 96 এবং 97 নম্বর বুথ তালডাংরা ফুলমতি হাইস্কুলে বাঁকুড়ার লোকশিল্প স্থান পেয়েছে।

পাঁচমুড়ার টেরাকোটা শিল্প দিয়ে এই দু'টি বুথকে সাজানোর পাশাপাশি সেলফি জোন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ৷ এখানেই শেষ নয়, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেই মহিলা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি গাছ ৷

তালডাংরা হল মডেল বুথে (ইটিভি ভারত)

পাশাপাশি বয়স্ক ভোটারদের বাড়ি থেকে আনার জন্য ব্যবস্থা রয়েছে ই-রিক্সার। বুথের মহিলা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা ৷ সকাল সকাল ভোট দিতে আসা মহিলারা জানালেন, এভাবে সাজানো ভোটকেন্দ্র দেখে তাঁদের খুবই আনন্দ হচ্ছে ৷ সকালের দিকে ভোটদান করার একটাই কারণ, বাড়ির সমস্ত কাজ পড়ে রয়েছে ৷ তা গিয়ে করতে হবে।

উল্লেখ্য, ভোট মানেই যেন রাজনৈতিক হিংসার ছবি! ভোটের আগে হিংসা। ভোট মিটলে হিংসা। এমনকী ভোটের দিনও হিংসা। সেই জায়গায় দাঁড়িয়ে এই উপনির্বাচনে লোকশিল্পকে স্থান দিয়ে মডেল বুথ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করল নির্বাচন কমিশন।

বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৷ বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী ৷ মোট 264টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৷ 1268 জন ভোটকর্মী মোতায়েন রয়েছেন। 22 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিধানসভা কেন্দ্রে। প্রত্যেক বুথেই আধা সামরিক বাহিনী রয়েছে। প্রত্যেক বুথেই 100 শতাংশ ওয়েব কাস্টিং হয়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

তালডাংরা, 13 নভেম্বর: রাজ্যের পাঁচটি জেলায় 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল বুধবার ৷ এর মধ্যে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের ছবিটা ছিল একটু আলাদা ৷ এই বিধানসভা কেন্দ্রের 96 এবং 97 নম্বর বুথ তালডাংরা ফুলমতি হাইস্কুলে বাঁকুড়ার লোকশিল্প স্থান পেয়েছে।

পাঁচমুড়ার টেরাকোটা শিল্প দিয়ে এই দু'টি বুথকে সাজানোর পাশাপাশি সেলফি জোন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ৷ এখানেই শেষ নয়, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেই মহিলা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি গাছ ৷

তালডাংরা হল মডেল বুথে (ইটিভি ভারত)

পাশাপাশি বয়স্ক ভোটারদের বাড়ি থেকে আনার জন্য ব্যবস্থা রয়েছে ই-রিক্সার। বুথের মহিলা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা ৷ সকাল সকাল ভোট দিতে আসা মহিলারা জানালেন, এভাবে সাজানো ভোটকেন্দ্র দেখে তাঁদের খুবই আনন্দ হচ্ছে ৷ সকালের দিকে ভোটদান করার একটাই কারণ, বাড়ির সমস্ত কাজ পড়ে রয়েছে ৷ তা গিয়ে করতে হবে।

উল্লেখ্য, ভোট মানেই যেন রাজনৈতিক হিংসার ছবি! ভোটের আগে হিংসা। ভোট মিটলে হিংসা। এমনকী ভোটের দিনও হিংসা। সেই জায়গায় দাঁড়িয়ে এই উপনির্বাচনে লোকশিল্পকে স্থান দিয়ে মডেল বুথ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করল নির্বাচন কমিশন।

বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৷ বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী ৷ মোট 264টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৷ 1268 জন ভোটকর্মী মোতায়েন রয়েছেন। 22 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিধানসভা কেন্দ্রে। প্রত্যেক বুথেই আধা সামরিক বাহিনী রয়েছে। প্রত্যেক বুথেই 100 শতাংশ ওয়েব কাস্টিং হয়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

Last Updated : Nov 13, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.