ETV Bharat / state

ভাগের মা ! সম্পত্তি হাতিয়ে বাড়িতে ঢুকতে বাধা ছেলের, দাওয়ায় বসে ধরনায় বৃদ্ধা - Elderly woman cheated by son - ELDERLY WOMAN CHEATED BY SON

Elderly woman cheated by son: মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে মাকেই বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ নিজের বাড়িতে ঢুকতে না-পেরে দাওয়ায় বসে ধরনা দিচ্ছেন রায়গঞ্জের অশীতিপর বৃদ্ধা ৷

ETV BHARAT
বাড়িতে ঢুকতে না-পেরে দাওয়ায় বসে ধরনায় বৃদ্ধা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 6:12 PM IST

Updated : May 23, 2024, 7:55 PM IST

রায়গঞ্জ, 23 মে: নিজের বাড়িতে ঢোকার অধিকার নেই বৃদ্ধা মায়ের ! অশীতিপর মানুষটিকে বাড়িতে ঢুকতে দেননি ছোট ছেলে ! এমনই অভিযোগে নিজের বাড়ির সামনেই ধরনায় বসেছেন বৃদ্ধা ৷ আরও অভিযোগ, ওই বাড়ি বেআইনি ভাবে নিজের নামে লিখিয়ে নিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ৷

সম্পত্তি হাতিয়ে বাড়িতে ঢুকতে বাধা ছেলের, দাওয়ায় বসে ধরনায় বৃদ্ধা (ইটিভি ভারত)

রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কোতগ্রাম এলাকার ঘটনা ৷ মঙ্গলা সরকারের অভিযোগ তাঁর ছোট ছেলে স্বপন সরকারের বিরুদ্ধে ৷ তবে স্বপনের দাবি, তিনি 30 বছর ধরে মায়ের সেবা করেছেন । মায়ের জায়গা পর্যাপ্ত অর্থ দিয়ে কিনে নিয়েছেন তিনি । তাই মাকে রাখার বিষয়টি সব ভাইবোন মিলে আলোচনা করে ঠিক করতে হবে ৷ এই অজুহাতে তিনি মাকে ঘরে ঢুকতে দেননি বলে অভিযোগ ৷

এ দিকে, ঘরে ঢুকতে না-পেরে বাড়ির দাওয়ায় বসে রয়েছেন বৃদ্ধা । এমন দিনও দেখতে হবে তিনি কখনও ভাবেননি । স্থানীয় সূত্রের খবর, কোতগ্রামের বাসিন্দা মঙ্গলা দেবীর পাঁচটি ছেলে ও চারটি মেয়ে । কয়েকদিন আগেই গত হয়েছেন বড় ছেলে । বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন অনেক আগেই । এতদিন ছোট ছেলে স্বপন সরকারের সঙ্গে নিজের বাড়িতেই বসবাস করতেন ওই বৃদ্ধা ।

তাঁর মেয়ে রীণা কীর্তনীয়ার অভিযোগ, মাকে কখনও মেয়েদের বাড়িতে নিয়ে যেতে দিতেন না তাঁদের ছোট ভাই অর্থাৎ বৃদ্ধার ছোট ছেলে স্বপন । কয়েকমাস আগে মেয়েরা জোর করে মাকে নিয়ে যেতেই ঘটে বিপত্তি ৷ নিজের বাড়ির দরজা চিরতরে তাঁর জন্য বন্ধ হয়ে যায় । মাকে আর ঘরে তুলতে চান না তাঁর ছোট ছেলে ।

বৃহস্পতিবার মেয়েরা মাকে তাঁর বাড়িতে ঢোকাতে এলে শুরু হয় বচসা । ছোট ছেলের বাধা পেয়ে বাড়ির দরজায় এসে বসে পড়েন মঙ্গলা দেবী । তিনি চান, বাকী জীবনটা স্বামীর ঘরে কাটাতে । জানা যায়, বৃদ্ধার নামে থাকা বাড়িটি তাঁর ছোট ছেলে নিজের নামে করে নিয়েছে । তা কখন, কীভাবে হল তাও বলতে পারছেন না বৃদ্ধা ।

বৃদ্ধার আরেক ছেলে গণেশ সরকার বলেন, তাঁর আর্থিক অবস্থা শোচনীয় । মা আগে থেকেই ছোট ভাইয়ের বাড়িতে থাকতেন । শোনা যাচ্ছে, জায়গাটি ভাইয়ের নামে করা হয়েছে । তাঁর অভিযোগ, ভাই ওই জায়গা হাতিয়ে নিয়েছে । এই ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরাও । তাঁরা সকলেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন । তাঁরা চান বৃদ্ধাকে যেন নিজের বাড়িতে থাকতে দেওয়া হয় ।

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য । তিনি জানান, সহজ ভাবে বৃদ্ধাকে ঢুকতে না-দিলে প্রশাসনকে জানাবেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধার ছোট ছেলে স্বপন সরকার । তাঁর যুক্তি, বাড়ির জায়গা মায়ের থেকে কিনে নিয়েছেন তিনি । মাকে 30 বছর ধরে সেবা করেছেন । এখন সব ভাইরা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে মা কোথায় থাকবে । যেন ভাগের মা...৷

আরও পড়ুন:

  1. নাবালক ছেলেকে 'খুন' করে গ্রেফতার মা, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য
  2. মা না হয়েও মাতৃত্বে 'ফুল' ছড়াচ্ছেন ফুলমিনারা
  3. সম্পত্তি লিখিয়ে বাড়ি থেকে মা'কে বের করে দিয়েছে ছেলে, হাইকোর্টের দ্বারস্থ বৃদ্ধা

রায়গঞ্জ, 23 মে: নিজের বাড়িতে ঢোকার অধিকার নেই বৃদ্ধা মায়ের ! অশীতিপর মানুষটিকে বাড়িতে ঢুকতে দেননি ছোট ছেলে ! এমনই অভিযোগে নিজের বাড়ির সামনেই ধরনায় বসেছেন বৃদ্ধা ৷ আরও অভিযোগ, ওই বাড়ি বেআইনি ভাবে নিজের নামে লিখিয়ে নিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ৷

সম্পত্তি হাতিয়ে বাড়িতে ঢুকতে বাধা ছেলের, দাওয়ায় বসে ধরনায় বৃদ্ধা (ইটিভি ভারত)

রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কোতগ্রাম এলাকার ঘটনা ৷ মঙ্গলা সরকারের অভিযোগ তাঁর ছোট ছেলে স্বপন সরকারের বিরুদ্ধে ৷ তবে স্বপনের দাবি, তিনি 30 বছর ধরে মায়ের সেবা করেছেন । মায়ের জায়গা পর্যাপ্ত অর্থ দিয়ে কিনে নিয়েছেন তিনি । তাই মাকে রাখার বিষয়টি সব ভাইবোন মিলে আলোচনা করে ঠিক করতে হবে ৷ এই অজুহাতে তিনি মাকে ঘরে ঢুকতে দেননি বলে অভিযোগ ৷

এ দিকে, ঘরে ঢুকতে না-পেরে বাড়ির দাওয়ায় বসে রয়েছেন বৃদ্ধা । এমন দিনও দেখতে হবে তিনি কখনও ভাবেননি । স্থানীয় সূত্রের খবর, কোতগ্রামের বাসিন্দা মঙ্গলা দেবীর পাঁচটি ছেলে ও চারটি মেয়ে । কয়েকদিন আগেই গত হয়েছেন বড় ছেলে । বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন অনেক আগেই । এতদিন ছোট ছেলে স্বপন সরকারের সঙ্গে নিজের বাড়িতেই বসবাস করতেন ওই বৃদ্ধা ।

তাঁর মেয়ে রীণা কীর্তনীয়ার অভিযোগ, মাকে কখনও মেয়েদের বাড়িতে নিয়ে যেতে দিতেন না তাঁদের ছোট ভাই অর্থাৎ বৃদ্ধার ছোট ছেলে স্বপন । কয়েকমাস আগে মেয়েরা জোর করে মাকে নিয়ে যেতেই ঘটে বিপত্তি ৷ নিজের বাড়ির দরজা চিরতরে তাঁর জন্য বন্ধ হয়ে যায় । মাকে আর ঘরে তুলতে চান না তাঁর ছোট ছেলে ।

বৃহস্পতিবার মেয়েরা মাকে তাঁর বাড়িতে ঢোকাতে এলে শুরু হয় বচসা । ছোট ছেলের বাধা পেয়ে বাড়ির দরজায় এসে বসে পড়েন মঙ্গলা দেবী । তিনি চান, বাকী জীবনটা স্বামীর ঘরে কাটাতে । জানা যায়, বৃদ্ধার নামে থাকা বাড়িটি তাঁর ছোট ছেলে নিজের নামে করে নিয়েছে । তা কখন, কীভাবে হল তাও বলতে পারছেন না বৃদ্ধা ।

বৃদ্ধার আরেক ছেলে গণেশ সরকার বলেন, তাঁর আর্থিক অবস্থা শোচনীয় । মা আগে থেকেই ছোট ভাইয়ের বাড়িতে থাকতেন । শোনা যাচ্ছে, জায়গাটি ভাইয়ের নামে করা হয়েছে । তাঁর অভিযোগ, ভাই ওই জায়গা হাতিয়ে নিয়েছে । এই ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরাও । তাঁরা সকলেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন । তাঁরা চান বৃদ্ধাকে যেন নিজের বাড়িতে থাকতে দেওয়া হয় ।

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য । তিনি জানান, সহজ ভাবে বৃদ্ধাকে ঢুকতে না-দিলে প্রশাসনকে জানাবেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধার ছোট ছেলে স্বপন সরকার । তাঁর যুক্তি, বাড়ির জায়গা মায়ের থেকে কিনে নিয়েছেন তিনি । মাকে 30 বছর ধরে সেবা করেছেন । এখন সব ভাইরা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে মা কোথায় থাকবে । যেন ভাগের মা...৷

আরও পড়ুন:

  1. নাবালক ছেলেকে 'খুন' করে গ্রেফতার মা, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য
  2. মা না হয়েও মাতৃত্বে 'ফুল' ছড়াচ্ছেন ফুলমিনারা
  3. সম্পত্তি লিখিয়ে বাড়ি থেকে মা'কে বের করে দিয়েছে ছেলে, হাইকোর্টের দ্বারস্থ বৃদ্ধা
Last Updated : May 23, 2024, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.