মালদা, 11 এপ্রিল: নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসতেই ভোটের ময়দানে প্রচার চলছে জোরকদমে ৷ এপ্রিলের কড়া রোদে মাথায় নিয়ে প্রচার করছেন প্রার্থীরা ৷ এই আবহেই বৃহস্পতিবার পালিত হচ্ছে খুশির ঈদ ৷ সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় উৎসবের রেশ পড়েছে নির্বাচনেও ৷ এদিন ভোট প্রচারে দেখা গেল না কোনও দলকেই ৷ একটা দিন ছুটি উপভোগ করতে ব্যস্ত শাসক-বিরোধী সকল দলের কর্মীরাই ৷
ঈদের কোতোয়ালিতে কংগ্রেস আর তৃণমূল মিলেমিশে একাকার ৷ খুশির ঈদে আনন্দ একইসঙ্গে ভাগ করে নিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নুর ৷ ইশা জানান, "পবিত্র ইদে সবাইকে আমি শুভেচ্ছা, ভালোবাসা জানাই ৷ সবাইকে ঈদ মোবারক ৷ যেহেতু উৎসবের দিন, তাই বাড়িতেই থাকব ৷ যাঁরা আসবেন, তাঁদের সঙ্গে দেখা করব, সিমাই-শরবত খাওয়াব ৷ দুপুরে বাড়ির সবাই একসঙ্গে মাছ-মাংস সহযোগে দুপুরের খাবার খাব ৷"
অন্যদিকে, ছেলে-মেয়েকে পাশে নিয়ে মৌসম বলেন, "আজ ঈদ ৷ এদিন কোনও রাজনীতি নয় ৷ আমরা সবাই একসঙ্গে ঈদ পালন করছি ৷ এটা আনন্দের উৎসব, শান্তির উৎসব ৷ সবাইকে ঈদের শুভেচ্ছা ৷ ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"এদিন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমও নির্বাচনি প্রচার থেকে দূরে ছিলেন ৷ মালদা শহরে নিজের ফ্ল্যাটে পরিবার ও আত্মীয়দের নিয়ে দিন কাটিয়েছেন তিনি ৷ একইভাবে প্রচার থেকে ছুটি নিয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর বক্তব্য, "আমিও সেই উৎসবের স্রোতে গা ভাসিয়েছি ৷ আগামিকাল থেকে ফের প্রচার শুরু হবে ৷"
গেরুয়া শিবিরও এদিন ভোটের প্রচার বন্ধ রেখেছে ৷ দক্ষিণ মালদা কেন্দ্রের পদ্ম প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, ধর্ম যার যার, উৎসব সবার ৷ আমরা মালদার মানুষ ৷ জন্ম থেকেই প্রতিটি উৎসবে সব ধর্মের মানুষ সামিল হয়েছি ৷ আজও তার ব্যতিক্রম নয় ৷ সবাই ঈদের আনন্দ উপভোগ করছি ৷ এমন দিনে রাজনীতি কখনই কাম্য নয় ৷ তাই নির্বাচনি প্রচার বন্ধ রয়েছে ৷ আগামীকাল থেকে ফের প্রচারে নামব ৷
উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদের নমাজ পাঠ হয় সুজাপুরের নয়মৌজা ময়দানে ৷ প্রতিবারের মতো এবারও সেখানে নমাজ পড়েছেন লক্ষাধিক মানুষ ৷ কিছুক্ষণের জন্য 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে ৷ নমাজপাঠে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য যথেষ্ট সংখ্যায় পুলিশ নিয়োগ করা হয়েছিল ৷ নমাজ পড়ার পর সবাই একে অন্যকে বুকে জড়িয়ে ধরেন ৷ কিন্তু রাজনীতির কথা! একজনের মুখেও শোনা যায়নি ৷
মালদা শহরের আটকোশী আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া ইদগাহেও এদিন নমাজপাঠ করেছেন হাজারো মানুষ ৷ প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ একাধিক কাউন্সিলর৷ কৃষ্ণেন্দুবাবু জানান, গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ একমাস রোজার পর ঈদ পালন করছেন ৷ মালদা শহরও ব্যতিক্রম নয় ৷ পাশাপাশি, প্রতিবারের মতো এদিনও শহরের হায়দারপুরে একত্রিতভাবে নমাজ পড়েন মহিলারা ৷
আরও পড়ুন
1. রীতি মেনে জামা মসজিদে নমাজ পাঠ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর
2. 'অভিনয়েও রাজনীতি আছে, লড়াই না-করলে চেয়ার থাকবে না', ভোটপ্রচারে মন্তব্য রচনার
3. শ্রী শ্রী হরিচাঁদ-গুরুচাঁদের নাম নেওয়ায় মমতাবালার শপথ গ্রহণ বাতিল, ঝাঁঝালো আক্রমণ অভিষেকের