কলকাতা, 3 ফেব্রুয়ারি: ফের নোটিশ পাঠানো হল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে । এবার ইমেইল মারফত তাঁকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই নোটিশে আগামী সপ্তাহের মধ্যে যেকোনও একদিন শেখ শাহজাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসার কথা জানিয়েছে ইডি ।
এর আগেও তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল ৷ যদিও সেই নোটিশে সাড়া দিয়ে ইডির হফতরে হাজিরা দিতে আসেননি শেখ শাহজাহান ৷ বরং ইডির বিশেষ আদালতে গিয়ে নিজের আগাম জামিনের আর্জি করেন তিনি। এই নিয়ে শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিশ দিল ইডি । জানা গিয়েছে, এবারের ইমেল মারফত নোটিশে তাঁকে ইডির আধিকারিকরা জানান, আগামী সপ্তাহের যে কোন সময় যেন শেখ শাহজাহান ইডি দফতরে এসে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন ।
প্রসঙ্গত,গত 5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে উত্তর 24 পরগনা জেলার ন্যাজাট থানার অন্তর্গত সন্দশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার শিকার হন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । শহাজাহানের বাড়িতে গিয়ে ডাকাডাকি করা হলেও কোনও উত্তর মেলে না ৷ শেষে তাঁর বাড়ির গেটের তালা ভাঙার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা । আর সেই সময় একাধিক বহিরাগতরা চড়াও হয় ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর । প্রাণে বাঁচতে সেখান থেকে পালাতে বাধ্য হন তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।
ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের কোন কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে ইতিমধ্যেই মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন ইডির আধিকারিকরা । এই তৃণমূল নেতার ব্যাংক অ্যাকাউন্টের গত 10 বছরের তথ্যও চেয়ে পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । জানা গিয়েছে, শেখ শাহজাহান আয়কর রিটার্ন জমা দিতেন কি না, সেই তথ্য সংগ্রহেরও চেষ্টা চলছে ।
আরও পড়ুন: