ETV Bharat / state

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতার একাধিক জায়গায় তল্লাশি - Ration Scam

ED raids in Kolkata: রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি ৷ এদিকে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশের সঙ্গে ইডির বচসা বাধে ৷ মঙ্গলবার সকাল 7টা থেকে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat
রেশন দুর্নীতি মামলায় ইডি তল্লাশি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 9:47 AM IST

Updated : Feb 13, 2024, 10:40 AM IST

রেশন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ইডি

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের একাধিক জায়গায় ইডির তল্লাশি ৷ মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক-সহ কলকাতার মোট ছ’টি জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সল্টলেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা ৷ পাশাপাশি কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনেও পৌঁছন তাঁরা ৷

ইডি দফতর সূত্রে খবর, এদিন সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ জানা যায়, অতিরিক্ত চারটি দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালী এলাকার নানা জায়গায় হানা দিয়েছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা ৷ শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে ৷ বিশ্বজিৎ দাসের আমদানি-রফতানির ব্যবসা রয়েছে ৷ সেখানেই এই রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে খবর ৷ তাঁর বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায় ইডি ৷

আইবি ব্লকে ইডির আধিকারিকরা এক মহিলার সঙ্গেও কথা বলেন ৷ এরপরেই তাঁরা বিশ্বজিৎ দাসের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশ ইডি কর্তাদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান ৷ রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর তাঁর সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি যোগ পায় ইডি ৷ এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি ৷

এরপর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যরও যোগ পান তদন্তকারীরা ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, উত্তর 24 পরগনায় একটি বড় চক্র রেশন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে ৷ পাশাপাশি কৈখালীতে বাকিবুর-ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলছে এই অভিযান ৷ ইডি আধিকারিকরা আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী তাঁর মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সংশোধনাগরে বসেই ব্যাংকের চেকে সই করতে চান বাকিবুর রহমান !
  2. শাহজাহানকে তৃতীয় নোটিশ দিল ইডি, আজ হাজিরা না দিলে আইনি পদক্ষেপ
  3. বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ

রেশন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ইডি

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের একাধিক জায়গায় ইডির তল্লাশি ৷ মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক-সহ কলকাতার মোট ছ’টি জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সল্টলেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা ৷ পাশাপাশি কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনেও পৌঁছন তাঁরা ৷

ইডি দফতর সূত্রে খবর, এদিন সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ জানা যায়, অতিরিক্ত চারটি দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালী এলাকার নানা জায়গায় হানা দিয়েছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা ৷ শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে ৷ বিশ্বজিৎ দাসের আমদানি-রফতানির ব্যবসা রয়েছে ৷ সেখানেই এই রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে খবর ৷ তাঁর বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায় ইডি ৷

আইবি ব্লকে ইডির আধিকারিকরা এক মহিলার সঙ্গেও কথা বলেন ৷ এরপরেই তাঁরা বিশ্বজিৎ দাসের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশ ইডি কর্তাদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান ৷ রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর তাঁর সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি যোগ পায় ইডি ৷ এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি ৷

এরপর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যরও যোগ পান তদন্তকারীরা ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, উত্তর 24 পরগনায় একটি বড় চক্র রেশন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে ৷ পাশাপাশি কৈখালীতে বাকিবুর-ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলছে এই অভিযান ৷ ইডি আধিকারিকরা আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী তাঁর মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সংশোধনাগরে বসেই ব্যাংকের চেকে সই করতে চান বাকিবুর রহমান !
  2. শাহজাহানকে তৃতীয় নোটিশ দিল ইডি, আজ হাজিরা না দিলে আইনি পদক্ষেপ
  3. বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ
Last Updated : Feb 13, 2024, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.