কলকাতা, 16 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ইডি তল্লাশি ৷ শুক্রবার সাতসকালে নাকতলায় প্রোমোটার ও ব্যবসায়ী রাজীব দের বাড়িতে ইডির অধিকারিকরা হানা দেন ৷ এই ব্যবসায়ী প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে ৷ নাকতলায় একসঙ্গে ব্যবসায়ীর তিনটি ফ্ল্যাটে অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷
ইডি সূত্রের খবর, এর আগে বহুবার প্রোমোটার তথা ব্যবসায়ী রাজীব দে-কে ডেকে পাঠানো হয়েছিল ৷ তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিনিয়োগ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতির কালো টাকা দিয়ে একাধিক বেনামী ফ্ল্যাটও তৈরি হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর সেই বিষয়ে আরও জানতেই এই তল্লাশি ৷
নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 24 জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি ৷ তাঁর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা ৷ এছাড়া কয়েক কোটি টাকার সোনার গয়নাও পাওয়া যায় ৷ নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা এখনও কারাবাসেই রয়েছেন ৷ দু'জনেই জামিনের আবেদন জানালেও কলকাতা হাইকোর্টে তার শুনানি পিছিয়ে যায় ৷
পার্থ ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: