কলকাতা, 21 মার্চ: লোকসভা নির্বাচন আগে শহর কলকাতায় ঢুকেছে কোটি কোটি টাকা। ভিন রাজ্য থেকে হাত ঘুরে সেই টাকা শহরে এসেছে বলে ইডি সূত্রের খবর ৷ আর এই টাকা এসেছে খাস কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে । যাকে কেন্দ্র করেই তদন্তের কারণে দিল্লি থেকে কলকাতায় এসেছেন কয়েকজন ইডি আধিকারিক ৷ বৃহস্পতিবার শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷ তদন্তের স্বার্থে এই রাজ্যের ইডি আধিকারিকদেরকেও কাজে লাগানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে । ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে।
সূত্রের খবর, এর আগেও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সুসম্পর্ক থাকা বেশ কয়েকজন কলকাতার ব্যবসায়ের বাড়িতেও তদন্ত চালান কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা। যদিও সেই ঘটনার সঙ্গে এদিনের তল্লাশি ঘটনার কোনও যোগ রয়েছে কি না, স্পষ্ট ইঙ্গিত মেলেনি। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে শহরে যে কোটি কোটি টাকা ঢুকেছে, তার বেশিরভাগই দুর্নীতির টাকা। এখন সেই টাকা কেন ব্যবসায়ীর অ্যাকাউন্টে ঢুকেছে, দুর্নীতির সঙ্গে ব্যবসায়ীর কোন যোগ রয়েছে কি না, সব কিছু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ৷
উল্লেখ্য, বুধবারই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর ৷ এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা হাজির হন মন্ত্রীর ভাই তথা তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে । সূত্রের খবর, তাঁদের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখেন আয়করের আধিকারিকরা ৷
আরও পড়ুন
1. সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁর পুলিশ আধিকারিকের দফতরে সিবিআই, চাওয়া হল সিসিটিভি ফুটেজ
2. গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় আরটিআই করলেন শুভেন্দু
3. কেএমসি অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা করেনি গার্ডেনরিচ থানা, লালবাজারের নজরে ওসি