ETV Bharat / state

সারদা-কাণ্ডে চার্জশিটে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী’র নাম - Saradha Chit Fund Scam - SARADHA CHIT FUND SCAM

Saradha Chit Fund Case: সারদা-কাণ্ডে ইডির চার্জশিটে নলিনী চিদম্বরমের নাম ৷ সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার কথা সেই চার্জশিটে উল্লেখ রয়েছে ৷ ইডি সূত্রে খবর, নলিনী চিদম্বরম প্রোটেকশন মানি হিসেবে সেই টাকা নিয়েছিলেন ৷

Saradha Chit Fund Scam
সারদা-কাণ্ডে এবার নলিনী চিদম্বরমের নাম (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 4:33 PM IST

Updated : Jul 5, 2024, 6:03 PM IST

কলকাতা, 5 জুলাই: সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রোটেকশনের বিনিময়ে 1.5 কোটি টাকা নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম ৷ সারদা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে এই তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, মোট 65 পাতার চার্জশিট তৈরি করেছে ইডি ৷ আর তার সঙ্গে এক হাজার পাতার নথিপত্র রয়েছে চার্জশিটে উল্লেখ থাকা অভিযোগের প্রেক্ষিতে ৷

ইডি সূত্রের খবর, পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম প্রায় দেড় কোটি টাকা সারদা চিটফান্ড প্রতারণা-কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন ৷ এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে জিজ্ঞাসাবাদে নলিনী জানিয়েছিলেন, তিনি একজন আইনজীবী হিসাবে সুদীপ্তকে পরামর্শ দিয়েছিলেন ৷ আর দেড় কোটি টাকা তিনি নিয়েছিলেন কনসালটেন্সি ফি হিসাবে ৷ তবে, সংশ্লিষ্ট চার্জশিটে ইডির তরফে উল্লেখ করা হয়েছে যে, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ওই টাকা 'প্রোটেকশন মানি' হিসাবে নিয়েছিলেন ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকদের দাবি যে, সারদা কর্তার থেকে নলিনী চিদম্বরম টাকা নিয়েছিলেন 2011-2012 সালের মধ্যে ৷ আর এই সময়ের মধ্যে নলিনীর চিদাম্বরমের স্বামী পি চিদম্বরম দ্বিতীয় ইউপিএ সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন ৷ উল্লেখ্য, সারদা চিটফান্ড মামলায় কাশ্মীর থেকে 2013 সালের 23 এপ্রিল বিধাননগর কমিশনারেটের একটি বিশেষ দল সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছিল ৷ পরবর্তী সময়ে এই মামলায় দেবযানী মুখোপাধ্যায়, যিনি চিটফান্ড সংস্থা সারদার অংশীদার ছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয় ৷

পরবর্তী সময়ে তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে পুলিশ গ্রেফতার করে ৷ এরপর আদালতের নির্দেশে মামলাটি সিবিআই ও পরে ইডি তদন্ত শুরু করে ৷ উল্লেখ্য, সেই সময় সারদা কর্তা সুদীপ্ত সেন একাধিক মিডিয়া ব্যবসা শুরু করেছিলেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই সময়ে নলিনী চিদম্বরমের সঙ্গে একাধিক ব্যবসায়িক বৈঠক করেছিলেন তিনি ৷

কলকাতা, 5 জুলাই: সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রোটেকশনের বিনিময়ে 1.5 কোটি টাকা নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম ৷ সারদা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে এই তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, মোট 65 পাতার চার্জশিট তৈরি করেছে ইডি ৷ আর তার সঙ্গে এক হাজার পাতার নথিপত্র রয়েছে চার্জশিটে উল্লেখ থাকা অভিযোগের প্রেক্ষিতে ৷

ইডি সূত্রের খবর, পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম প্রায় দেড় কোটি টাকা সারদা চিটফান্ড প্রতারণা-কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন ৷ এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে জিজ্ঞাসাবাদে নলিনী জানিয়েছিলেন, তিনি একজন আইনজীবী হিসাবে সুদীপ্তকে পরামর্শ দিয়েছিলেন ৷ আর দেড় কোটি টাকা তিনি নিয়েছিলেন কনসালটেন্সি ফি হিসাবে ৷ তবে, সংশ্লিষ্ট চার্জশিটে ইডির তরফে উল্লেখ করা হয়েছে যে, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ওই টাকা 'প্রোটেকশন মানি' হিসাবে নিয়েছিলেন ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকদের দাবি যে, সারদা কর্তার থেকে নলিনী চিদম্বরম টাকা নিয়েছিলেন 2011-2012 সালের মধ্যে ৷ আর এই সময়ের মধ্যে নলিনীর চিদাম্বরমের স্বামী পি চিদম্বরম দ্বিতীয় ইউপিএ সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন ৷ উল্লেখ্য, সারদা চিটফান্ড মামলায় কাশ্মীর থেকে 2013 সালের 23 এপ্রিল বিধাননগর কমিশনারেটের একটি বিশেষ দল সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছিল ৷ পরবর্তী সময়ে এই মামলায় দেবযানী মুখোপাধ্যায়, যিনি চিটফান্ড সংস্থা সারদার অংশীদার ছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয় ৷

পরবর্তী সময়ে তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে পুলিশ গ্রেফতার করে ৷ এরপর আদালতের নির্দেশে মামলাটি সিবিআই ও পরে ইডি তদন্ত শুরু করে ৷ উল্লেখ্য, সেই সময় সারদা কর্তা সুদীপ্ত সেন একাধিক মিডিয়া ব্যবসা শুরু করেছিলেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই সময়ে নলিনী চিদম্বরমের সঙ্গে একাধিক ব্যবসায়িক বৈঠক করেছিলেন তিনি ৷

Last Updated : Jul 5, 2024, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.