ETV Bharat / state

বিপাকে অভিজিৎ ! মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শো-কজ কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhijit Gangopadhyay Comments Row: নির্বাচনী আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁকে শো-কজ নোটিস পাঠালো নির্বাচন কমিশন ৷

Mamata Banerjee and Abhijit Gangopadhyay
মমতার সম্পর্কে কুমন্তব্যের জেরে অভিজিৎকে শোকজ নোটিশ পাঠাল কমিশন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 4:43 PM IST

Updated : May 17, 2024, 5:10 PM IST

কলকাতা, 17 মে: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ সোমবার বিকেল পাঁচটার মধ্যে তাঁকে এই চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্যের জেরে এই নোটিশ পাঠিয়েছে কমিশন ৷ একদিন আগেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে ।

আগে জানানো হয়েছিল যে, এই বিষয় রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি। আর সেই মতোই এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজ করল নির্বাচন কমিশন । এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে আগামী 20 মে অর্থাৎ পঞ্চম দফার নির্বাচনের দিন বিকেল 5টার মধ্যে তাঁকে শো-কজের উত্তর দিতে হবে ৷

প্রসঙ্গত, গত 15 মে তমলুকের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য করেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয় । আর সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শো-কজ চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল

কলকাতা, 17 মে: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ সোমবার বিকেল পাঁচটার মধ্যে তাঁকে এই চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্যের জেরে এই নোটিশ পাঠিয়েছে কমিশন ৷ একদিন আগেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে ।

আগে জানানো হয়েছিল যে, এই বিষয় রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি। আর সেই মতোই এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজ করল নির্বাচন কমিশন । এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে আগামী 20 মে অর্থাৎ পঞ্চম দফার নির্বাচনের দিন বিকেল 5টার মধ্যে তাঁকে শো-কজের উত্তর দিতে হবে ৷

প্রসঙ্গত, গত 15 মে তমলুকের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য করেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয় । আর সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শো-কজ চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল

Last Updated : May 17, 2024, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.