শাসকদলের সঙ্গে যোগসাজশ, কমিশনের নির্দেশে সালারে সরলেন প্রিসাইডিং অফিসার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Presiding Officer Removed: কংগ্রেসের অভিযোগে সালারের 168 নং বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন ৷ অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় দেদারে ছাপ্পা দিচ্ছিল তৃণমূল ৷ অভিযোগ যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৷
Published : May 13, 2024, 5:33 PM IST
বহরমপুর, 13 মে: শাসকদল তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে প্রিসাইডিং অফিসারের যোগসাজশ ভালোভাবে নেয়নি কংগ্রেস ৷ সরাসরি অভিযোগ জমা পড়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৷ অভিযোগ খতিয়ে দেখে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালারের 168 নং বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়েই দিল কমিশন ৷
ওই বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে তৃণমূলের যোগসাজশের একটি ভিডিয়ো সাংবাদিকদের থেকে জোগাড় করে কংগ্রেস ৷ পরবর্তীতে প্রামাণ্য সেই নথি সহযোগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাবের দ্বারস্থ হয় তারা। নির্বাচনী আধিকারিকের কাছে জমাও করা হয় সেই নথি ৷ এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সম্পাদক বিশ্বজিৎ দে জানান, বহরমপুরে তৃণমূল কংগ্রেসের এজেন্ট শেখ মাজিদ প্রিসাইডিং অফিসারের মদতে বুথের ভেতরে বাইরের লোকেদর ঢুকিয়ে লাগাতার ছাপ্পা ভোট করে চলেছে। প্রিসাইডিং অফিসার এদের পূর্ণ সহযোগিতা করেন বলেও অভিযোগ কংগ্রেস নেতার।
তৃণমূল নেতা শেখ মজিদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও কারচুপির অভিযোগ স্বীকার করে নেন। কংগ্রেসের পক্ষ থেকে ভিডিও ক্লিপিং-সহ সমস্ত প্রমাণ সিইও'র হাতে তুলে দেওয়া হলে তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি ফোনে জানান এবং বিষয়টি খতিয়ে দেখে নিয়ে সালারের 168 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন ৷
বহরমপুর কেন্দ্রে এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, বহরমপুর কেন্দ্রে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তৃণমূল ৷ ইউসুফ পাঠানকে 'বলির পাঁঠা' করা হয়েছে বলেও জানান তিনি ৷ বেলার দিকে দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীর কনভয় আটকান বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী ৷ পুলিশের দাবি, অধীর চৌধুরী ব্যক্তিগত গাড়ি এবং সিকিউরিটির গাড়ি নিয়ে যেতে পারবেন ৷ তবে অন্য কোনও গাড়ি বা প্রেসের গাড়ি নিয়ে নয় ৷ পালটা অধীর জানান, তৃণমূলের ভোট লুটে অসুবিধা হচ্ছে, তাই আটকানো হচ্ছে তাঁকে ৷
আরও পড়ুন: