ETV Bharat / state

শ্রাবণী মেলা উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেন পূর্ব রেলের, জেনে নিন সময়সূচি - Shravani Mela 2024 - SHRAVANI MELA 2024

Tarakeswar Shravani Mela: তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে উদ্যোগ পূর্ব রেলের ৷ মেলায় আগত ভক্তবৃন্দদের জন্য একগুচ্ছ বিশেষ স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ ৷

Shravani Mela 2024
শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 9:14 AM IST

তারকেশ্বর, 17 জুলাই: শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে ৷ শিব ভক্তদের জন্য এই মাস বড়ই পবিত্র এবং গুরুত্বপূর্ণ ৷ প্রতিবারের মতো এবারও মহাদেবের আরাধনার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন তারকেশ্বরের মন্দিরে ৷ ভক্তদের সমাগমের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে মন্দিরে ৷ প্রস্তুতি শুরু হয়েছে শ্রাবণী মেলারও ৷ বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয় এই মেলা ৷ শিবের 'জলাভিষেক'-এর জন্য তারকেশ্বরে এই মেলা অনুষ্ঠিত হয় । তাই মেলা উপলক্ষ্যে তারকেশ্বর এবং শেওড়াফুলিতে অসংখ্য ভক্তদের সমাবেশ হয়ে থাকে ।

বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তদের সুবিধার জন্য এবার পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ 6 জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । এই বিশেষ ট্রেনগুলি হাওড়া-তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে । হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর 4টে 05 মিনিটে এবং দুপুর 12টা 50 মিনিটে ছাড়বে এবং যথাক্রমে ভোর 5টা 35 মিনিটে এবং দুপুর 2টো 20 মিনিটে তারকেশ্বরে পৌঁছবে । একই ভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল 10টা 55 মিনিটে এবং রাত 9টা 17 মিনিটে ছাড়বে এবং যথাক্রমে দুপুর 12টা 30 মিনিটে এবং রাত 10.45 মিনিটে হাওড়া পৌঁছবে ।

একইভাবে, শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 6টা 55 মিনিটে, সকাল 9টা 20 মিনিটে, বিকেল 4টা 20 মিনিটে এবং সন্ধ্যা 7টা 40 মিনিটে ছাড়বে এবং সেগুলি তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল 7টা 45 মিনিটে, সকাল 10টা 15 মিনিটে, বিকেল 5টা 10 মিনিটে এবং রাত 8টা 30 মিনিটে । তারকেশ্বর থেকে ট্রেনগুলি ফের ভোর 5টা 55 মিনিটে, সকাল 8টা 10 মিনিটে, দুপুর 2টো 50 মিনিটে এবং সন্ধ্যা 6টা 40 মিনিটে ছাড়বে এবং সেগুলি যথাক্রমে সকাল 6টা 45 মিনিটে, সকাল 9টা 03 মিনিটে, বিকেল 3টা 40 মিনিটে এবং সন্ধ্যা 7টা 30 মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে ।

একনজরে দেখে নিন স্পেশাল ট্রেনগুলির সময়সূচি:-

  • 03146 ​​জাসিডি–দুমকা মেমু স্পেশাল জসিডি জংশন স্টেশন থেকে ছাড়বে সকাল 11টায় ৷ দুমকায় পৌঁছবে বেলা 12টা 15 মিনিটে
  • 03145 দুমকা –জসিডি মেমু স্পেশাল দুমকা থেকে ছাড়বে 12টা 55 মিনিটে ছাড়বে এবং বেলা 2টো 05 মিনিটে জসিডি পৌঁছবে
  • 03148 জসিডি–দুমকা মেমু স্পেশাল জসিডি থেকে ছাড়বে সকাল 6টা 05 মিনিটে । দুমকা পৌঁছবে 7টা 50 মিনিটে
  • 03147 দুমকা–জসিডি মেমু স্পেশাল দুমকা থেকে রাত 8 টায় ছাড়বে এবং রাত 9টা 10 মিনিটে জসিডি পৌঁছবে
  • 03150 জসিডি-গোড্ডা মেমু স্পেশাল জসিডি থেকে বেলা 2টো 15 মিনিটে ছাড়বে এবং বিকেল 3টে 50 মিনিটে গোড্ডা পৌঁছবে
  • 03149 গোড্ডা–জসিডি মেমু স্পেশাল বিকেল 4টে 20 মিনিটে গোড্ডা থেকে ছেড়ে বিকেল 5টা 55 মিনিটে জসিডি পৌঁছবে

এছাড়াও, জাসিডি এবং বৈদ্যনাথ ধামের মধ্যে তিন জোড়া অতিরিক্ত মেমু স্পেশাল চালানো হবে। আপ ও ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

তারকেশ্বর, 17 জুলাই: শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে ৷ শিব ভক্তদের জন্য এই মাস বড়ই পবিত্র এবং গুরুত্বপূর্ণ ৷ প্রতিবারের মতো এবারও মহাদেবের আরাধনার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন তারকেশ্বরের মন্দিরে ৷ ভক্তদের সমাগমের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে মন্দিরে ৷ প্রস্তুতি শুরু হয়েছে শ্রাবণী মেলারও ৷ বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয় এই মেলা ৷ শিবের 'জলাভিষেক'-এর জন্য তারকেশ্বরে এই মেলা অনুষ্ঠিত হয় । তাই মেলা উপলক্ষ্যে তারকেশ্বর এবং শেওড়াফুলিতে অসংখ্য ভক্তদের সমাবেশ হয়ে থাকে ।

বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তদের সুবিধার জন্য এবার পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ 6 জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । এই বিশেষ ট্রেনগুলি হাওড়া-তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে । হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর 4টে 05 মিনিটে এবং দুপুর 12টা 50 মিনিটে ছাড়বে এবং যথাক্রমে ভোর 5টা 35 মিনিটে এবং দুপুর 2টো 20 মিনিটে তারকেশ্বরে পৌঁছবে । একই ভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল 10টা 55 মিনিটে এবং রাত 9টা 17 মিনিটে ছাড়বে এবং যথাক্রমে দুপুর 12টা 30 মিনিটে এবং রাত 10.45 মিনিটে হাওড়া পৌঁছবে ।

একইভাবে, শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 6টা 55 মিনিটে, সকাল 9টা 20 মিনিটে, বিকেল 4টা 20 মিনিটে এবং সন্ধ্যা 7টা 40 মিনিটে ছাড়বে এবং সেগুলি তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল 7টা 45 মিনিটে, সকাল 10টা 15 মিনিটে, বিকেল 5টা 10 মিনিটে এবং রাত 8টা 30 মিনিটে । তারকেশ্বর থেকে ট্রেনগুলি ফের ভোর 5টা 55 মিনিটে, সকাল 8টা 10 মিনিটে, দুপুর 2টো 50 মিনিটে এবং সন্ধ্যা 6টা 40 মিনিটে ছাড়বে এবং সেগুলি যথাক্রমে সকাল 6টা 45 মিনিটে, সকাল 9টা 03 মিনিটে, বিকেল 3টা 40 মিনিটে এবং সন্ধ্যা 7টা 30 মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে ।

একনজরে দেখে নিন স্পেশাল ট্রেনগুলির সময়সূচি:-

  • 03146 ​​জাসিডি–দুমকা মেমু স্পেশাল জসিডি জংশন স্টেশন থেকে ছাড়বে সকাল 11টায় ৷ দুমকায় পৌঁছবে বেলা 12টা 15 মিনিটে
  • 03145 দুমকা –জসিডি মেমু স্পেশাল দুমকা থেকে ছাড়বে 12টা 55 মিনিটে ছাড়বে এবং বেলা 2টো 05 মিনিটে জসিডি পৌঁছবে
  • 03148 জসিডি–দুমকা মেমু স্পেশাল জসিডি থেকে ছাড়বে সকাল 6টা 05 মিনিটে । দুমকা পৌঁছবে 7টা 50 মিনিটে
  • 03147 দুমকা–জসিডি মেমু স্পেশাল দুমকা থেকে রাত 8 টায় ছাড়বে এবং রাত 9টা 10 মিনিটে জসিডি পৌঁছবে
  • 03150 জসিডি-গোড্ডা মেমু স্পেশাল জসিডি থেকে বেলা 2টো 15 মিনিটে ছাড়বে এবং বিকেল 3টে 50 মিনিটে গোড্ডা পৌঁছবে
  • 03149 গোড্ডা–জসিডি মেমু স্পেশাল বিকেল 4টে 20 মিনিটে গোড্ডা থেকে ছেড়ে বিকেল 5টা 55 মিনিটে জসিডি পৌঁছবে

এছাড়াও, জাসিডি এবং বৈদ্যনাথ ধামের মধ্যে তিন জোড়া অতিরিক্ত মেমু স্পেশাল চালানো হবে। আপ ও ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.