ETV Bharat / state

20টি দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন শিয়ালদা শাখায় - DURGA PUJA SPECIAL LOCAL TRAINS

রাতের ঠাকুর দেখার সুবিধা করে দিচ্ছে পূর্ব রেল ৷ ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় ৷ দেখে নিন তালিকা ৷

Durga Puja Special Local Trains
পুজো স্পেশাল লোকাল ট্রেন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 7:56 PM IST

হাওড়া, 8 অক্টোবর: ভিড় সামলাতে দিতে দুর্গাপুজোর দিনগুলোতে অতিরিক্ত লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় ৷ এই কয়েকদিন 10 জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । লক্ষ্মীপুজো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানা গিয়েছে । এই সিদ্ধান্তের কারণে অতিরিক্ত মোট 20টি লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় । শহরতলি স্পেশাল এই 20টি ট্রেন 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে 12 তারিখ পর্যন্ত চালু থাকবে ।

ট্রেনগুলি হল:

  • দু’টি শিয়ালদা-রানাঘাট লোকাল

শিয়ালদা থেকে রাত 12টা 40 মিনিটে ছেড়ে রাত 2টো 30 মিনিটে রানাঘাট পৌঁছবে । অপরদিকে আরেকটি লোকাল রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 1টা 40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • চারটি শিয়ালদা-নৈহাটি লোকাল

শিয়ালদা থেকে রাত 1টা 30 মিনিট ও রাত 2টো 30 মিনিটে দু’টি ট্রেন ছাড়়বে ৷ সেগুলি যথাক্রমে রাত 2টো 40 মিনিট ও ভোর 3টে 30 মিনিটে নৈহাটি পৌঁছবে । পাশাপাশি অপর দু’টি লোকাল নৈহাটি থেকে রাত 12টা 11 মিনিটে ও ভোর 3টে নাগাদ ছাড়বে ৷ সেই ট্রেনগুলি যথাক্রমে রাত 1টা 20 মিনিট ও ভোর 4টে 10 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি রানাঘাট-কৃষ্ণনগর লোকাল

রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 12টা 17 মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । কৃষ্ণনগর থেকে একটি লোকাল রাত 12টা 30 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে রানাঘাট পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা-বনগাঁ লোকাল

শিয়ালদা থেকে রাত 1টা 20 মিনিটে ছেড়ে ভোর 3টে 10 মিনিটে বনগাঁ পৌঁছবে । বনগাঁ থেকে রাত 11টা 55 মিনিটে আরেকটি লোকাল ছেড়ে রাত 1টা 45 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা–ডানকুনি লোকাল

শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে রাত 12টা 15মিনিটে ডানকুনি পৌঁছবে । ডানকুনি থেকে আরেকটি লোকাল রাত 12টা 25 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • ছ'টি শিয়ালদা-বারুইপুর লোকাল

শিয়ালদা থেকে দুপুর 3টে 25 মিনিট, রাত 12টা 30 মিনিট ও রাত 2টো 20 মিনিটে ট্রেনগুলি ছাড়বে । ট্রেনগুলি যথাক্রমে বারুইপুর পৌঁছবে বিকেল 4টে 12 মিনিট, রাত 1টা 15 মিনিট ও ভোর 3টে 10 মিনিটে । একইভাবে বারুইপুর থেকে বিকেল 4টে 35 মিনিট, রাত 1টা 25 মিনিট ও ভোর 3টে 10 মিনিটে ট্রেনগুলি ছাড়বে ৷ যথাক্রমে বিকেল 5টা 21 মিনিট, রাত 2 টো 10 মিনিট ও ভোর 3টে 52 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা–বজবজ লোকাল

শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে রাত 12টা 18 মিনিটে বজবজ পৌঁছবে ট্রেনটি । বজবজ থেকে রাত 12টা 30 মিনিটে ছেড়ে রাত 1টা 30 মিনিটে শিয়ালদা পৌঁছবে আরেকটি ট্রেন ।

এছাড়াও সমস্ত শহরতলির ট্রেন পরিষেবা 9 তারিখ থেকে 22 তারিখ ও 16 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা অনুযায়ী চলবে । এই কয়েকদিন প্রতিটি লোকাল ট্রেন সবকটি স্টেশনে দাঁড়াবে ।

  • শিয়ালদা-বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন

শিয়ালদা (সাউথ) থেকে বিকেল 5টে 35 মিনিটে ছাড়বে ।

  • 33863 শিয়ালদা-বনগাঁ লোকাল

শিয়ালদা থেকে 8 থেকে 12 তারিখ পর্যন্ত রাত 11টা 50 মিনিটের পরিবর্তে রাত 12টা 10 মিনিটে ছাড়বে । এছাড়া 33437, 33438, 33401, 33366, 33801, 31636, 31712, 31711, 31801, 31634, 34502, 31601, 31634, 34355, 34602 - 15টি লোকাল ট্রেন 9 তারিখ বুধবার ষষ্ঠী থেকে 12 তারিখ শনিবার নবমী এবং 16 তারিখ বুধবার বাতিল করা হয়েছে ।

হাওড়া, 8 অক্টোবর: ভিড় সামলাতে দিতে দুর্গাপুজোর দিনগুলোতে অতিরিক্ত লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় ৷ এই কয়েকদিন 10 জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । লক্ষ্মীপুজো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানা গিয়েছে । এই সিদ্ধান্তের কারণে অতিরিক্ত মোট 20টি লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় । শহরতলি স্পেশাল এই 20টি ট্রেন 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে 12 তারিখ পর্যন্ত চালু থাকবে ।

ট্রেনগুলি হল:

  • দু’টি শিয়ালদা-রানাঘাট লোকাল

শিয়ালদা থেকে রাত 12টা 40 মিনিটে ছেড়ে রাত 2টো 30 মিনিটে রানাঘাট পৌঁছবে । অপরদিকে আরেকটি লোকাল রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 1টা 40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • চারটি শিয়ালদা-নৈহাটি লোকাল

শিয়ালদা থেকে রাত 1টা 30 মিনিট ও রাত 2টো 30 মিনিটে দু’টি ট্রেন ছাড়়বে ৷ সেগুলি যথাক্রমে রাত 2টো 40 মিনিট ও ভোর 3টে 30 মিনিটে নৈহাটি পৌঁছবে । পাশাপাশি অপর দু’টি লোকাল নৈহাটি থেকে রাত 12টা 11 মিনিটে ও ভোর 3টে নাগাদ ছাড়বে ৷ সেই ট্রেনগুলি যথাক্রমে রাত 1টা 20 মিনিট ও ভোর 4টে 10 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি রানাঘাট-কৃষ্ণনগর লোকাল

রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 12টা 17 মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । কৃষ্ণনগর থেকে একটি লোকাল রাত 12টা 30 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে রানাঘাট পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা-বনগাঁ লোকাল

শিয়ালদা থেকে রাত 1টা 20 মিনিটে ছেড়ে ভোর 3টে 10 মিনিটে বনগাঁ পৌঁছবে । বনগাঁ থেকে রাত 11টা 55 মিনিটে আরেকটি লোকাল ছেড়ে রাত 1টা 45 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা–ডানকুনি লোকাল

শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে রাত 12টা 15মিনিটে ডানকুনি পৌঁছবে । ডানকুনি থেকে আরেকটি লোকাল রাত 12টা 25 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • ছ'টি শিয়ালদা-বারুইপুর লোকাল

শিয়ালদা থেকে দুপুর 3টে 25 মিনিট, রাত 12টা 30 মিনিট ও রাত 2টো 20 মিনিটে ট্রেনগুলি ছাড়বে । ট্রেনগুলি যথাক্রমে বারুইপুর পৌঁছবে বিকেল 4টে 12 মিনিট, রাত 1টা 15 মিনিট ও ভোর 3টে 10 মিনিটে । একইভাবে বারুইপুর থেকে বিকেল 4টে 35 মিনিট, রাত 1টা 25 মিনিট ও ভোর 3টে 10 মিনিটে ট্রেনগুলি ছাড়বে ৷ যথাক্রমে বিকেল 5টা 21 মিনিট, রাত 2 টো 10 মিনিট ও ভোর 3টে 52 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

  • দু’টি শিয়ালদা–বজবজ লোকাল

শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে রাত 12টা 18 মিনিটে বজবজ পৌঁছবে ট্রেনটি । বজবজ থেকে রাত 12টা 30 মিনিটে ছেড়ে রাত 1টা 30 মিনিটে শিয়ালদা পৌঁছবে আরেকটি ট্রেন ।

এছাড়াও সমস্ত শহরতলির ট্রেন পরিষেবা 9 তারিখ থেকে 22 তারিখ ও 16 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা অনুযায়ী চলবে । এই কয়েকদিন প্রতিটি লোকাল ট্রেন সবকটি স্টেশনে দাঁড়াবে ।

  • শিয়ালদা-বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন

শিয়ালদা (সাউথ) থেকে বিকেল 5টে 35 মিনিটে ছাড়বে ।

  • 33863 শিয়ালদা-বনগাঁ লোকাল

শিয়ালদা থেকে 8 থেকে 12 তারিখ পর্যন্ত রাত 11টা 50 মিনিটের পরিবর্তে রাত 12টা 10 মিনিটে ছাড়বে । এছাড়া 33437, 33438, 33401, 33366, 33801, 31636, 31712, 31711, 31801, 31634, 34502, 31601, 31634, 34355, 34602 - 15টি লোকাল ট্রেন 9 তারিখ বুধবার ষষ্ঠী থেকে 12 তারিখ শনিবার নবমী এবং 16 তারিখ বুধবার বাতিল করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.