ETV Bharat / state

শিয়ালদা শাখায় স্বাভাবিক পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্বরেল - Train Service Resumes at Sealdah - TRAIN SERVICE RESUMES AT SEALDAH

Train Service at Sealdah Division: কর্মীদের অক্লান্ত পরিশ্রমে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে কাজ ৷ তাই বেলা 12টা থেকেই ট্রেন চলাচল শুরু হয় শিয়ালদা মেন সেকশনে ৷ তবে সোমবার থেকে পরিষেবা আরও ভালো হবে বলে জানিয়েছে পূর্বরেল ৷

Eastern Railway
শিয়ালদা শাখায় চালু ট্রেন পরিষেবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 5:30 PM IST

শিয়ালদা, 9 জুন: নির্ধারিত সময়ের ঘণ্টাদু'য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা 12টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে 5 নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

শিয়ালদা মেইন সেকশনে 12 কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু'টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও নির্দিষ্ট সময়ে দু'ঘণ্টা পূর্বেই সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণায় জানাল পূর্ব রেল ৷

এই বিশাল কর্মযজ্ঞে পূর্ব রেলের স্টাফ ও অফিসার মিলিয়ে প্রায় 400 জন কর্মীর দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, যার দরুণ এই কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে বলেই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে রবিবার 1 থেকে 5 নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোনও কোনও ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সোমবার থেকে ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলেই পূর্ব রেলের দাবি ।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই কাজের দরুণ আমরা 449 রুটকে জুড়ে দেওয়া হয়েছে ও নতুন দ্বৈত ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে । এর দরুণ যাত্রী পরিষেবা আরও উন্নত হবে । এখন থেকে ট্রেন পরিষেবা যা বন্ধ ছিল, তা তুলে দেওয়া হল । যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন । রবিবার থেকে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ।"

যদিও শিয়ালদা বিভাগে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও ওই কাজের দরুণ হাওড়ায় প্রভাব পড়ে, যার দরুণ ঘোর সমস্যায় পড়েন যাত্রীরা । রবিবার এমনিতেই কম ট্রেন চলে । তার মধ্যে বাতিল বেশ কিছু ট্রেন । যাত্রীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় । এর জেরে যাত্রীরা বিক্ষোভ দেখান । শিয়ালদা বিভাগে কাজের জন্য দিঘা যাতায়াতকারী ট্রেনের সময়ের পরিবর্তন করা হয় ।

হাওড়া শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয় । রবিবার সকাল 6টা 45 মিনিটের পরিবর্তে 10টায় ছাড়ে । দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের দিঘা থেকে ছাড়ার কথা ছিল সকাল 10টা 35 মিনিটের পরিবর্তে দুপুর 2টো 20 মিনিটে ছাড়ে। হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস হাওড়া ছাড়ার কথা রবিবার 2টো 25 মিনিটের পরিবর্তে সন্ধ্যা 6টা 10 মিনিটে ছাড়বে । দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসের রবিবার দিঘা থেকে ছাড়ার কথা সন্ধ্যা 6টা 25 মিনিটে । যদিও তা ছাড়বে রাত 10টা 10 মিনিটে ।

হাওড়া শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয়েছে । আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল রবিবার বিকেল 4টে 40 মিনিটে । সেটি ছাড়বে বিকেল 5টা 20 মিনিটে । হাওড়া-তারকেশ্বর লোকালের রবিবার সকালে হাওড়া থেকে 9টা 5 মিনিটে ছাড়ার কথা ছিল । সেটি ছেড়েছে 9টা 30 মিনিটে । হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসও প্রায় 20 মিনিট দেরিতে চলছে ।

হাওড়া ডিভিশনে রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হয় । রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে তিনটি (37749, 37240, 37242), কাটোয়া থেকে একটি (37748), হাওড়া থেকে তিনটি (37227, 37229, 37315), তারকেশ্বর থেকে একটি (37326) ট্রেন বাতিল করা হয়েছে ।

পূর্বরেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখায় সকাল 9টা 5 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল । হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে এই কাজ । সেখানে বিঘ্নিত ট্রেন পরিষেবা ।

পূর্বরেল সূত্রে খবর, 7 জুন রাত থেকে কাজ শুরু হয় । নির্ধারিত সময়ের 2 ঘণ্টা আগে কাজ শেষ হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের । 12টার মধ্যে কাজ পুরোপুরি মিটে যাবে । শিয়ালদা ট্রেন চলাচল এখন স্বাভাবিক চলছে । সিগন্যাল, ওভারহেড, ইন্টারলকিং সব কাজ শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে ।

হাওড়া শাখাতেও বাতিল করা হল ট্রেন । বর্ধমান থেকে পর পর দু'টো ট্রেন বাতিল করা হয়েছে । কাটোয়াগামী লোকালও বাতিল করা হয়েছে । রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা । সেখানেও ট্রেন পরিষেবা নিয়ে অভিযোগ উঠল । ব্যান্ডেল থেকে শেষ লোকাল ছেড়েছে 10টা 30 মিনিটে । পরের ট্রেন এসেছে 11টা 40 মিনিটে । ফলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের ।

শনিবার রাতে শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল হয়েছে । শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদা স্টেশনেই রাত কাটাতে হয়েছে । রবিবার সকালেও পরিস্থিতি বদলায়নি । ফলে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন শিয়ালদা স্টেশনে । যদিও শিয়ালদা স্টেশন থেকে মেন, উত্তর এবং দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চলে । এর মধ্যে মেন এবং উত্তর শাখার ট্রেন 1 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে । 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দক্ষিণ শাখার ট্রেন । প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের প্রভাব দক্ষিণ শাখায় পড়েনি । সেখানে ট্রেন পরিষেবা স্বাভাবিক আছে । কিন্তু মেন ও উত্তর শাখায় পরিষেবায় বদল আনা হয়েছে ।

শিয়ালদা, 9 জুন: নির্ধারিত সময়ের ঘণ্টাদু'য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা 12টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে 5 নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

শিয়ালদা মেইন সেকশনে 12 কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু'টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও নির্দিষ্ট সময়ে দু'ঘণ্টা পূর্বেই সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণায় জানাল পূর্ব রেল ৷

এই বিশাল কর্মযজ্ঞে পূর্ব রেলের স্টাফ ও অফিসার মিলিয়ে প্রায় 400 জন কর্মীর দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, যার দরুণ এই কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে বলেই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে রবিবার 1 থেকে 5 নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোনও কোনও ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সোমবার থেকে ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলেই পূর্ব রেলের দাবি ।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই কাজের দরুণ আমরা 449 রুটকে জুড়ে দেওয়া হয়েছে ও নতুন দ্বৈত ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে । এর দরুণ যাত্রী পরিষেবা আরও উন্নত হবে । এখন থেকে ট্রেন পরিষেবা যা বন্ধ ছিল, তা তুলে দেওয়া হল । যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন । রবিবার থেকে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ।"

যদিও শিয়ালদা বিভাগে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও ওই কাজের দরুণ হাওড়ায় প্রভাব পড়ে, যার দরুণ ঘোর সমস্যায় পড়েন যাত্রীরা । রবিবার এমনিতেই কম ট্রেন চলে । তার মধ্যে বাতিল বেশ কিছু ট্রেন । যাত্রীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় । এর জেরে যাত্রীরা বিক্ষোভ দেখান । শিয়ালদা বিভাগে কাজের জন্য দিঘা যাতায়াতকারী ট্রেনের সময়ের পরিবর্তন করা হয় ।

হাওড়া শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয় । রবিবার সকাল 6টা 45 মিনিটের পরিবর্তে 10টায় ছাড়ে । দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের দিঘা থেকে ছাড়ার কথা ছিল সকাল 10টা 35 মিনিটের পরিবর্তে দুপুর 2টো 20 মিনিটে ছাড়ে। হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস হাওড়া ছাড়ার কথা রবিবার 2টো 25 মিনিটের পরিবর্তে সন্ধ্যা 6টা 10 মিনিটে ছাড়বে । দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসের রবিবার দিঘা থেকে ছাড়ার কথা সন্ধ্যা 6টা 25 মিনিটে । যদিও তা ছাড়বে রাত 10টা 10 মিনিটে ।

হাওড়া শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয়েছে । আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল রবিবার বিকেল 4টে 40 মিনিটে । সেটি ছাড়বে বিকেল 5টা 20 মিনিটে । হাওড়া-তারকেশ্বর লোকালের রবিবার সকালে হাওড়া থেকে 9টা 5 মিনিটে ছাড়ার কথা ছিল । সেটি ছেড়েছে 9টা 30 মিনিটে । হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসও প্রায় 20 মিনিট দেরিতে চলছে ।

হাওড়া ডিভিশনে রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হয় । রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে তিনটি (37749, 37240, 37242), কাটোয়া থেকে একটি (37748), হাওড়া থেকে তিনটি (37227, 37229, 37315), তারকেশ্বর থেকে একটি (37326) ট্রেন বাতিল করা হয়েছে ।

পূর্বরেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখায় সকাল 9টা 5 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল । হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে এই কাজ । সেখানে বিঘ্নিত ট্রেন পরিষেবা ।

পূর্বরেল সূত্রে খবর, 7 জুন রাত থেকে কাজ শুরু হয় । নির্ধারিত সময়ের 2 ঘণ্টা আগে কাজ শেষ হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের । 12টার মধ্যে কাজ পুরোপুরি মিটে যাবে । শিয়ালদা ট্রেন চলাচল এখন স্বাভাবিক চলছে । সিগন্যাল, ওভারহেড, ইন্টারলকিং সব কাজ শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে ।

হাওড়া শাখাতেও বাতিল করা হল ট্রেন । বর্ধমান থেকে পর পর দু'টো ট্রেন বাতিল করা হয়েছে । কাটোয়াগামী লোকালও বাতিল করা হয়েছে । রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা । সেখানেও ট্রেন পরিষেবা নিয়ে অভিযোগ উঠল । ব্যান্ডেল থেকে শেষ লোকাল ছেড়েছে 10টা 30 মিনিটে । পরের ট্রেন এসেছে 11টা 40 মিনিটে । ফলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের ।

শনিবার রাতে শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল হয়েছে । শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদা স্টেশনেই রাত কাটাতে হয়েছে । রবিবার সকালেও পরিস্থিতি বদলায়নি । ফলে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন শিয়ালদা স্টেশনে । যদিও শিয়ালদা স্টেশন থেকে মেন, উত্তর এবং দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চলে । এর মধ্যে মেন এবং উত্তর শাখার ট্রেন 1 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে । 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দক্ষিণ শাখার ট্রেন । প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের প্রভাব দক্ষিণ শাখায় পড়েনি । সেখানে ট্রেন পরিষেবা স্বাভাবিক আছে । কিন্তু মেন ও উত্তর শাখায় পরিষেবায় বদল আনা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.