ETV Bharat / state

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, তীব্রতা 4.5 - earthquake hits Sikkim - EARTHQUAKE HITS SIKKIM

Earthquake tremors in North Bengal: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.5। ভূমিকম্পের উৎসস্থল সিকিমে তাদংয়ের থেকে 29 কিলোমিটার দূরে ৷

Earthquake tremors
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 8:20 AM IST

Updated : Aug 9, 2024, 9:24 AM IST

দার্জিলিং, 9 অগস্ট: সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.5। ভূমিকম্পের কেন্দ্র সিকিমের তাদং থেকে 29 কিলোমিটার দূরে। শুক্রবার সকালে গোটা উত্তরবঙ্গে ওই ভূমিকম্প অনুভূত হয় ৷ সিকিম আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গভীরতা ছিল 10 কিলোমিটার ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা উত্তরবঙ্গ জুড়ে ৷

এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, সিকিমে তাদংয়ের থেকে 29 কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল। যার প্রভাব শিলিগুড়ি, গ্যাংটক, ভুটানের থিম্পু, নেপালের কিছুটা অংশ ও মেঘালয়ের তুরা জেলা পর্যন্ত পড়েছে। সকাল 6:57 নাগাদ ওই ভূমিকম্প অনূভুত হয় ৷ তবে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা মৃদু থাকায়, কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে ৷ শিলিগুড়ি ছাড়াও ভূ-কম্পন অনুভূত হয় জলবাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ৷ ভারতীয় সিসমিক জোনিং মানচিত্রে সিকিম অতি স্পর্শকাতর সিসমিক জোনে (জোন IV) অবস্থিত ৷ রাজ্যটি হিমালয় পর্বতমালায় বিস্তৃত দুটি প্রধান থ্রাস্ট ফল্ট-সহ, মেন বাউন্ডারি থ্রাস্ট (এমবিটি) এবং মেন সেন্ট্রাল থ্রাস্ট (এমসিটি) রাজ্য অতিক্রম করছে ৷

চারদিন আগে অর্থাৎ 10 জুলাইও সিকিমে মৃদু ভূ-কম্পন অনূভুত হয়েছিল ৷ এছাড়া 2023 সালের 3 ও 4 অক্টোবর সিকিমে ভূমিকম্প অনূভত হয়েছিল। এছাড়াও 12 অগস্টে অরুণাচল প্রদেশের ভূমিকম্পের প্রভাবও পড়েছিল সিকিমে। সম্প্রতি হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল সিকিম। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় জনজীবন। ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়ক ৷ প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে জাতীয় সড়ক ৷ সেভক থেকে গরুবাথান, লাভা হয়ে বিকল্প ঘুরপথে চলছে সিকিমে যাতায়াত ৷ যদিও পাহাড় কেটে সেভক রঙপো রেলপথ নির্মাণ ও তিস্তার ওপর একের পর হাইডেল প্রজেক্ট তৈরি করাই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দার্জিলিং, 9 অগস্ট: সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.5। ভূমিকম্পের কেন্দ্র সিকিমের তাদং থেকে 29 কিলোমিটার দূরে। শুক্রবার সকালে গোটা উত্তরবঙ্গে ওই ভূমিকম্প অনুভূত হয় ৷ সিকিম আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গভীরতা ছিল 10 কিলোমিটার ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা উত্তরবঙ্গ জুড়ে ৷

এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, সিকিমে তাদংয়ের থেকে 29 কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল। যার প্রভাব শিলিগুড়ি, গ্যাংটক, ভুটানের থিম্পু, নেপালের কিছুটা অংশ ও মেঘালয়ের তুরা জেলা পর্যন্ত পড়েছে। সকাল 6:57 নাগাদ ওই ভূমিকম্প অনূভুত হয় ৷ তবে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা মৃদু থাকায়, কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে ৷ শিলিগুড়ি ছাড়াও ভূ-কম্পন অনুভূত হয় জলবাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ৷ ভারতীয় সিসমিক জোনিং মানচিত্রে সিকিম অতি স্পর্শকাতর সিসমিক জোনে (জোন IV) অবস্থিত ৷ রাজ্যটি হিমালয় পর্বতমালায় বিস্তৃত দুটি প্রধান থ্রাস্ট ফল্ট-সহ, মেন বাউন্ডারি থ্রাস্ট (এমবিটি) এবং মেন সেন্ট্রাল থ্রাস্ট (এমসিটি) রাজ্য অতিক্রম করছে ৷

চারদিন আগে অর্থাৎ 10 জুলাইও সিকিমে মৃদু ভূ-কম্পন অনূভুত হয়েছিল ৷ এছাড়া 2023 সালের 3 ও 4 অক্টোবর সিকিমে ভূমিকম্প অনূভত হয়েছিল। এছাড়াও 12 অগস্টে অরুণাচল প্রদেশের ভূমিকম্পের প্রভাবও পড়েছিল সিকিমে। সম্প্রতি হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল সিকিম। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় জনজীবন। ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়ক ৷ প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে জাতীয় সড়ক ৷ সেভক থেকে গরুবাথান, লাভা হয়ে বিকল্প ঘুরপথে চলছে সিকিমে যাতায়াত ৷ যদিও পাহাড় কেটে সেভক রঙপো রেলপথ নির্মাণ ও তিস্তার ওপর একের পর হাইডেল প্রজেক্ট তৈরি করাই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Last Updated : Aug 9, 2024, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.