দুর্গাপুর, 7 জুলাই: সারাদেশে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব । দুর্গাপুরে বিগত বেশ কয়েক বছর ধরেই মহা ধূমধামের সঙ্গে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব । এদিনও দুর্গাপুরের ইসকন মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের মতোই উৎসব পালিত হচ্ছে । এবারের দুর্গাপুরের রথযাত্রা বিশেষ মাহাত্ম্য রয়েছে ৷ সেই কারণে ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷
দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন নেতাজি সুভাষ রোডের ইসকন মন্দিরে এবারের রথযাত্রা আরও বেশি আকর্ষণীয় ৷ মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সময়কালে যেভাবে রথযাত্রা উৎসব পালিত হত, সেই একই ভাবে 14টি মাদল ও 32টি করতাল বাজিয়ে 7টি নগরকীর্তনের সম্প্রদায়ের সঙ্গে তামা ও পিতলের তৈরি রথে পরিক্রমা করছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ৷ স্টিল টাউনশিপের আকবর রোড ময়দান পর্যন্ত গিয়ে সেখানেই অস্থায়ী মাসির বাড়িতে আগামী কয়েক দিন থাকবেন তিন দেবতা ।
রথযাত্রা উপলক্ষে আকবর রোড ময়দানে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয় । জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুর্গাপুরে ইসকনের রথযাত্রায় কয়েকশো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় । এবারের রথযাত্রা উৎসবের সূচনা করেন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার-সহ অন্যান্য অতিথিরা । রথযাত্রা উৎসবে ওড়িশার পুরী এবং মায়াপুর থেকে দেশি-বিদেশি ভক্তবৃন্দও এখানে উপস্থিত হয়েছেন । এই বিশেষ দিনে অগণিত ভক্তবৃন্দকে ভোগ প্রসাদ বিতরণ করা ছাড়াও, কীর্তন, ভাগবত পাঠ, ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
রথযাত্রার জন্য যাবতীয় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল দুর্গাপুরের ইসকন মন্দির ৷ মন্দিরের প্রধান সেবাইত ঔদার্য দাস প্রভু রথযাত্রায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ৷