ETV Bharat / state

তীব্র গরম! খবর পড়াকালীন জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা - Anchor collapsed on air - ANCHOR COLLAPSED ON AIR

Doordarshan News Anchor faints during live Broadcast: লাইভ খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে যান দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা ৷ মারাত্মক তাপপ্রবাহের মতো অবস্থায় এই ঘটনা বাড়িয়েছে উদ্বেগ ৷

Etv Bharat
জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 3:05 PM IST

Updated : Apr 21, 2024, 3:30 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: লাইভ খবর পড়তে পড়তে স্টুডিয়োতে জ্ঞান হারালেন সঞ্চালিকা ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার দূরদর্শন কেন্দ্রে ৷ সঞ্চালিকার নাম লোপামুদ্রা সিনহা ৷ পরবর্তী সময়ে তিনি নিজেই ফেসবুক পুরো ঘটনাটি তুলে ধরেন ৷ মূলত, সঞ্চালিকা লোপামুদ্রা 19 তারিখ একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দূরদর্শন কেন্দ্রে খবর পড়ার সময় ঠিক কী হয়েছিল, সেই ভিডিয়ো শেয়ার করেন ৷

ভিডিয়োতে দেখা যায়, তিনি বাংলায় তাপপ্রবাহের খবর সঞ্চালনা করছিলেন ৷ এরপর খবর পড়তে পড়তে ক্রমশ তাঁর গলা ধরা আসতে থাকে ৷ ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছিল টেলিপ্রম্পটার পড়তে অসুবিধা হচ্ছিল সঞ্চালিকার ৷ এরপরেই দেখা যায়, তিনি চেয়ারে বসেই অজ্ঞান হয়ে গিয়েছেন ৷ স্টুডিয়োতে সঙ্গে সঙ্গে আসেন তাঁর সহকর্মীরা ৷ চোখে-মুখে জল দিতে থাকেন ৷ কেউ কেউ হাওয়া করতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে সঞ্চালিকার ৷

এই ঘটনাটি ঘটেছে 18 এপ্রিল সকাল সাড়ে 8টা নাগাদ৷ শুক্রবার সঞ্চালিকা লোপামুদ্রা 14 মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে অজ্ঞান হওয়ার ভিডিয়ো তুলে ধরে তিনি বলেন, "মারাত্মক গরমে ব্লাড প্রেশার কমে গিয়েছিল ৷ লাইভ খবর পড়ার সময় আমি জ্ঞান হারাই ৷ তার আগে থেকেই শরীরটা খারাপ হচ্ছে বুঝতে পারছিলাম ৷ মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে ঠিক হবে ৷ বুলেটিন তখনও 15 মিনিট বাকি ৷ এরপর যখন স্ক্রিনে ছবি চলছিল আমি ইশারায় ফ্লোর ম্যানেজারের কাছ থেকে জলের বোতল চাই ৷ একটু জল খেয়ে বাকি খবর পড়তে থাকি ৷ তার মধ্যেই ছিল তাপপ্রবাহের খবর ৷ সেটা পড়তে পড়তে আমার কথাটা জড়িয়ে যাচ্ছিল ৷"

তিনি আরও বলেন, "তখনও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম ৷ এরপর চোখে অন্ধকার দেখতে শুরু করি ৷ এরপরে যে চেয়ারে বসে ছিলাম সেখানে উলটে পড়ে যাই ৷ প্যানেলে বুলেটিন প্রোডিউসার থেকে বাকিরা স্টুডিয়োয় আসেন ৷ চোখে-মুখে জল দেন ৷ ওআরএসের জল খাই ৷ চিকিৎসকের কাছে যাই ৷ সেখানে প্রেশার মেপে দেখা যায় 105/65 ৷ যখন আমি পড়ে গিয়েছিলাম তখন ব্লাড প্রেশার আরও কম ছিল ৷ এখন আমি সুস্থ আছি ৷" এরপর তিনি সকলের উদ্দেশ্যে সচেতনার বার্তা দেন ৷ গাছ লাগানোর কথা বলেন ৷ এখন অস্বাভাবিক গরম পড়েছে ৷ কলকাতার মানুষ এই গরমে অভ্যস্ত নয় ৷ গাছ লাগিয়ে পরিবেশ শীতল করার অনুরোধ জানান সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা৷

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও ৷ দুই দিনাজপুর এবং মালদায় সোমবার তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের পশ্চিমে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রখর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন

1. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা

2. বাড়ছে গরম! বইছে লু, হিটস্ট্রোক থেকে সুস্থ থাকার পরামর্শ চিকিৎসকের

3. 42 ডিগ্রি ছুঁয়েছে পারদ, শরীর সতেজ রাখতে ওআরএস মেশানো জল পশুপাখিদের

হায়দরাবাদ, 21 এপ্রিল: লাইভ খবর পড়তে পড়তে স্টুডিয়োতে জ্ঞান হারালেন সঞ্চালিকা ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার দূরদর্শন কেন্দ্রে ৷ সঞ্চালিকার নাম লোপামুদ্রা সিনহা ৷ পরবর্তী সময়ে তিনি নিজেই ফেসবুক পুরো ঘটনাটি তুলে ধরেন ৷ মূলত, সঞ্চালিকা লোপামুদ্রা 19 তারিখ একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দূরদর্শন কেন্দ্রে খবর পড়ার সময় ঠিক কী হয়েছিল, সেই ভিডিয়ো শেয়ার করেন ৷

ভিডিয়োতে দেখা যায়, তিনি বাংলায় তাপপ্রবাহের খবর সঞ্চালনা করছিলেন ৷ এরপর খবর পড়তে পড়তে ক্রমশ তাঁর গলা ধরা আসতে থাকে ৷ ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছিল টেলিপ্রম্পটার পড়তে অসুবিধা হচ্ছিল সঞ্চালিকার ৷ এরপরেই দেখা যায়, তিনি চেয়ারে বসেই অজ্ঞান হয়ে গিয়েছেন ৷ স্টুডিয়োতে সঙ্গে সঙ্গে আসেন তাঁর সহকর্মীরা ৷ চোখে-মুখে জল দিতে থাকেন ৷ কেউ কেউ হাওয়া করতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে সঞ্চালিকার ৷

এই ঘটনাটি ঘটেছে 18 এপ্রিল সকাল সাড়ে 8টা নাগাদ৷ শুক্রবার সঞ্চালিকা লোপামুদ্রা 14 মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে অজ্ঞান হওয়ার ভিডিয়ো তুলে ধরে তিনি বলেন, "মারাত্মক গরমে ব্লাড প্রেশার কমে গিয়েছিল ৷ লাইভ খবর পড়ার সময় আমি জ্ঞান হারাই ৷ তার আগে থেকেই শরীরটা খারাপ হচ্ছে বুঝতে পারছিলাম ৷ মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে ঠিক হবে ৷ বুলেটিন তখনও 15 মিনিট বাকি ৷ এরপর যখন স্ক্রিনে ছবি চলছিল আমি ইশারায় ফ্লোর ম্যানেজারের কাছ থেকে জলের বোতল চাই ৷ একটু জল খেয়ে বাকি খবর পড়তে থাকি ৷ তার মধ্যেই ছিল তাপপ্রবাহের খবর ৷ সেটা পড়তে পড়তে আমার কথাটা জড়িয়ে যাচ্ছিল ৷"

তিনি আরও বলেন, "তখনও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম ৷ এরপর চোখে অন্ধকার দেখতে শুরু করি ৷ এরপরে যে চেয়ারে বসে ছিলাম সেখানে উলটে পড়ে যাই ৷ প্যানেলে বুলেটিন প্রোডিউসার থেকে বাকিরা স্টুডিয়োয় আসেন ৷ চোখে-মুখে জল দেন ৷ ওআরএসের জল খাই ৷ চিকিৎসকের কাছে যাই ৷ সেখানে প্রেশার মেপে দেখা যায় 105/65 ৷ যখন আমি পড়ে গিয়েছিলাম তখন ব্লাড প্রেশার আরও কম ছিল ৷ এখন আমি সুস্থ আছি ৷" এরপর তিনি সকলের উদ্দেশ্যে সচেতনার বার্তা দেন ৷ গাছ লাগানোর কথা বলেন ৷ এখন অস্বাভাবিক গরম পড়েছে ৷ কলকাতার মানুষ এই গরমে অভ্যস্ত নয় ৷ গাছ লাগিয়ে পরিবেশ শীতল করার অনুরোধ জানান সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা৷

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও ৷ দুই দিনাজপুর এবং মালদায় সোমবার তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের পশ্চিমে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রখর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন

1. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা

2. বাড়ছে গরম! বইছে লু, হিটস্ট্রোক থেকে সুস্থ থাকার পরামর্শ চিকিৎসকের

3. 42 ডিগ্রি ছুঁয়েছে পারদ, শরীর সতেজ রাখতে ওআরএস মেশানো জল পশুপাখিদের

Last Updated : Apr 21, 2024, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.