ETV Bharat / state

আরপিএফ জওয়ানের অঙ্গহানি রুখল হাওড়ার হাসপাতাল, সফল হাঁটুর জটিল অস্ত্রোপচার - COMPLEX KNEE SURGERY - COMPLEX KNEE SURGERY

Complex Knee Surgery in Howrah Orthopedic Hospital: সফল হল আরপিএফ জওয়ানের হাঁটুর জটিল অস্ত্রোপচার ৷ সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাওয়া অ্যাভুলসড প্যাটেলার টেন্ডন ও টিবিয়াকে জোড়া হল হাওড়া অর্থোপেডিক হাসপাতালে ৷ যার জেরে জম্মু ও কাশ্মীরের ওই আরপিএফ জওয়ান অঙ্গহানির হাত থেকে বাঁচলেন ৷

Complex Knee Surgery in Howrah Orthopedic Hospital
সফল হাঁটুর জটিল অস্ত্রোপচার হাওড়া অর্থোপেডিক হাসপাতালে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 9:00 PM IST

হাওড়া, 25 অগস্ট: শনিবার রাতে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে এক আরপিএফ জওয়ানের হাঁটুর সফল অস্ত্রোপচার হল ৷ দুর্ঘটনার শিকার ওই জওয়ানের বাঁ-পায়ের হাঁটু জয়েন্ট থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল ৷ শুধু তাই নয়, সেই সঙ্গে ওই অংশের একাধিক লিগামেন্টও ছিঁড়ে গিয়েছিল ৷ জটিল এই অস্ত্রোপচার সফল না হলে, অঙ্গহানি হতে পারত আরপিএফ জওয়ানের ৷

জানা গিয়েছে, একটি গুরুতর সড়ক দুর্ঘটনার পর আসানসোল থেকে পূর্ব রেলের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছিল ওই জওয়ানকে ৷ তাঁর বাঁ-পায়ের এসিএল, পিসিএল, এলসিএল ও এমসিএল-সহ একাধিক লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ৷ সেই সঙ্গে একটি প্যাটেলার টেন্ডন অ্যাভালশন-সহ পোস্টেরিয়র ডিসলোকেশন দেখা দেয় ৷ তার উপর, কম্পার্টমেন্ট সিন্ড্রোমের সমূহ ঝুঁকি ছিল ৷

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা গুরুতর ছিল ৷ অ্যানেস্থেসিয়ার সাহায্যে নির্দিষ্ট পদ্ধতি মেনে রেলের এই অর্থোপেডিক হাসপাতালের অতিরিক্ত চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট চিকিৎসক চন্দন পাঠক এবং তাঁর দক্ষ দল এই জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে শেষ করেছেন ৷ সঙ্গে ছিলেন ওই হাসপাতালের অন্য অর্থোপেডিক বিশেষজ্ঞরা ৷

এনিয়ে চিকিৎসক চন্দন পাঠক জানান, টাইটানিয়াম সিউচার অ্যাঙ্কর ব্যবহার করে অ্যাভুলসড প্যাটেলার টেন্ডন সফলভাবে টিবিয়ার সঙ্গে পুনরায় জোড়া হয়েছে ৷ হাঁটুকে আরও স্থিতিশীল করার জন্য, একটি বাহ্যিক ফিক্সেটর বসানো হয়েছে ৷ হাটুকে সম্ভাব্য ইন্ট্রা-অপারেটিভ আঘাত থেকে রক্ষা করবে এটি ৷ ওই আরপিএফ জওয়ান এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন ৷ এই অস্ত্রোপচারের সাফল্য ব্যতিক্রমী বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

হাওড়া, 25 অগস্ট: শনিবার রাতে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে এক আরপিএফ জওয়ানের হাঁটুর সফল অস্ত্রোপচার হল ৷ দুর্ঘটনার শিকার ওই জওয়ানের বাঁ-পায়ের হাঁটু জয়েন্ট থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল ৷ শুধু তাই নয়, সেই সঙ্গে ওই অংশের একাধিক লিগামেন্টও ছিঁড়ে গিয়েছিল ৷ জটিল এই অস্ত্রোপচার সফল না হলে, অঙ্গহানি হতে পারত আরপিএফ জওয়ানের ৷

জানা গিয়েছে, একটি গুরুতর সড়ক দুর্ঘটনার পর আসানসোল থেকে পূর্ব রেলের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছিল ওই জওয়ানকে ৷ তাঁর বাঁ-পায়ের এসিএল, পিসিএল, এলসিএল ও এমসিএল-সহ একাধিক লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ৷ সেই সঙ্গে একটি প্যাটেলার টেন্ডন অ্যাভালশন-সহ পোস্টেরিয়র ডিসলোকেশন দেখা দেয় ৷ তার উপর, কম্পার্টমেন্ট সিন্ড্রোমের সমূহ ঝুঁকি ছিল ৷

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা গুরুতর ছিল ৷ অ্যানেস্থেসিয়ার সাহায্যে নির্দিষ্ট পদ্ধতি মেনে রেলের এই অর্থোপেডিক হাসপাতালের অতিরিক্ত চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট চিকিৎসক চন্দন পাঠক এবং তাঁর দক্ষ দল এই জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে শেষ করেছেন ৷ সঙ্গে ছিলেন ওই হাসপাতালের অন্য অর্থোপেডিক বিশেষজ্ঞরা ৷

এনিয়ে চিকিৎসক চন্দন পাঠক জানান, টাইটানিয়াম সিউচার অ্যাঙ্কর ব্যবহার করে অ্যাভুলসড প্যাটেলার টেন্ডন সফলভাবে টিবিয়ার সঙ্গে পুনরায় জোড়া হয়েছে ৷ হাঁটুকে আরও স্থিতিশীল করার জন্য, একটি বাহ্যিক ফিক্সেটর বসানো হয়েছে ৷ হাটুকে সম্ভাব্য ইন্ট্রা-অপারেটিভ আঘাত থেকে রক্ষা করবে এটি ৷ ওই আরপিএফ জওয়ান এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন ৷ এই অস্ত্রোপচারের সাফল্য ব্যতিক্রমী বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.