ETV Bharat / state

'সংসদে বসে ওইসব ভিডিয়ো দেখবেন নাকি ?' কুণালের টুইটের কড়া জবাব দীপ্সিতার - Dipsita Dhar on Kunal Ghosh Tweet - DIPSITA DHAR ON KUNAL GHOSH TWEET

Dipsita Dhar slams Kunal Ghosh: অডিয়ো প্রকাশ নিয়ে দীপ্সিতা ধর গালাগালি দিয়েছেন ৷ টুইটে এমনটাই অভিযোগ করলেন কুণাল ঘোষ ৷ পালটা তাঁকে আক্রমণ শানালেন সিপিএম নেত্রী ৷ ঠিক কী বললেন তিনি ?

Dipsita Dhar slams Kunal Ghosh
টুইট নিয়ে কুণাল ঘোষকে পালটা আক্রমণ দীপ্সিতা ধরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 7:57 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও ভাইরাল অডিয়ো ঘিরে সম্মুখসমরে কুণাল ঘোষ এবং দীপ্সিতা ধর ৷ সিপিএম নেত্রী তাঁকে গালাগালি দিয়েছেন বলে টুইটে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ৷ সেই টুইটের পালটা জবাব দিলেন দীপ্সিতাও ।

কুণালের টুইটের কড়া জবাব দীপ্সিতার (ইটিভি ভারত)

কুণাল ঘোষ টুইটে লিখেছেন, "দীপ্সিতা । অডিয়ো নিয়ে আমাকে বিশেষণ-সহ গাল দিয়েছেন দেখলাম । অডিয়ো আপনাদের অনেকের কাছেই ছিল, সেখান থেকে লিক । আসল কথা, ওই হামলার ভয়ঙ্কর চক্রান্ত যদি ঠিক হয়, এক সংলাপকারী স্বীকারও করেছেন, তার পরেও কথা ? তা সুশান্ত ঘোষের ভিডিয়োটা দেখেছেন নাকি ? ওগুলো ভারি পছন্দ বলে ও নিয়ে নীরব ????"

পালটা এ দিন দীপ্সিতা ধর বলেন, "কোনও বিশেষণ ব্যবহারের ব্যাপার নেই । উনি প্রথম দিন থেকেই যেভাবে এবং যে ভাষায় বামপন্থীদের অপমান-আক্রমণ করেছেন, আমার মনে হয়েছে ওই বিশেষণটায় হয়তো ওঁকে বিশ্লেষণ করার জন্য সবথেকে সঠিক বিশেষণ । কুণাল ঘোষ যে টুইট করেছেন তার শেষ অংশে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে । এরকম একটা অদ্ভুত জিনিস বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সুশান্ত ঘোষের ভিডিয়ো নিয়ে তৃণমূলের লোকজন এতটাই মগ্ন হয়ে আছে, তাতে আমার ভয় লাগছে । কুণাল ঘোষ যদি কখনও জিতে সাংসদ হন, বিজেপির সাংসদরা যেমন সংসদে বসে একটি বিশেষ ভিডিয়ো দেখতে গিয়ে ধরা পড়েছিলেন, কুণাল ঘোষের এরকম অবস্থা না-হয় ।"

Kunal Ghosh Tweet
কুণাল ঘোষের টুইট (তৃণমূল নেতার প্রোফাইল থেকে)

তিনি আরও বলেন, "আমরা একটা খুব স্পর্শকাতর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । কর্তব্যরত মহিলা চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছেন । এই ঘটনার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি । সাধারণ মানুষ নেমেছেন । ডাক্তাররাও নেমেছেন । আমরা রাজনৈতিক কর্মীরা রাস্তায় নেমেছি । এই প্রতিবাদকে দমন করার জন্য নানা ধরনের কুচক্র কুণাল ঘোষেরা দিনভর করে যাচ্ছেন । কলতান দাশগুপ্ত আমাদের নেতা । তাঁকে ফাঁসিয়ে তাঁরা ভেবেছিলেন সাধারণ মানুষের কলতানকে তাঁরা রুখতে পারবে । কিন্তু উলটোটা হয়েছে । সাধারণ মানুষ আরও বেশি কল্লোলিত হয়েছে ।"

কলকাতা, 16 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও ভাইরাল অডিয়ো ঘিরে সম্মুখসমরে কুণাল ঘোষ এবং দীপ্সিতা ধর ৷ সিপিএম নেত্রী তাঁকে গালাগালি দিয়েছেন বলে টুইটে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ৷ সেই টুইটের পালটা জবাব দিলেন দীপ্সিতাও ।

কুণালের টুইটের কড়া জবাব দীপ্সিতার (ইটিভি ভারত)

কুণাল ঘোষ টুইটে লিখেছেন, "দীপ্সিতা । অডিয়ো নিয়ে আমাকে বিশেষণ-সহ গাল দিয়েছেন দেখলাম । অডিয়ো আপনাদের অনেকের কাছেই ছিল, সেখান থেকে লিক । আসল কথা, ওই হামলার ভয়ঙ্কর চক্রান্ত যদি ঠিক হয়, এক সংলাপকারী স্বীকারও করেছেন, তার পরেও কথা ? তা সুশান্ত ঘোষের ভিডিয়োটা দেখেছেন নাকি ? ওগুলো ভারি পছন্দ বলে ও নিয়ে নীরব ????"

পালটা এ দিন দীপ্সিতা ধর বলেন, "কোনও বিশেষণ ব্যবহারের ব্যাপার নেই । উনি প্রথম দিন থেকেই যেভাবে এবং যে ভাষায় বামপন্থীদের অপমান-আক্রমণ করেছেন, আমার মনে হয়েছে ওই বিশেষণটায় হয়তো ওঁকে বিশ্লেষণ করার জন্য সবথেকে সঠিক বিশেষণ । কুণাল ঘোষ যে টুইট করেছেন তার শেষ অংশে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে । এরকম একটা অদ্ভুত জিনিস বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সুশান্ত ঘোষের ভিডিয়ো নিয়ে তৃণমূলের লোকজন এতটাই মগ্ন হয়ে আছে, তাতে আমার ভয় লাগছে । কুণাল ঘোষ যদি কখনও জিতে সাংসদ হন, বিজেপির সাংসদরা যেমন সংসদে বসে একটি বিশেষ ভিডিয়ো দেখতে গিয়ে ধরা পড়েছিলেন, কুণাল ঘোষের এরকম অবস্থা না-হয় ।"

Kunal Ghosh Tweet
কুণাল ঘোষের টুইট (তৃণমূল নেতার প্রোফাইল থেকে)

তিনি আরও বলেন, "আমরা একটা খুব স্পর্শকাতর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । কর্তব্যরত মহিলা চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছেন । এই ঘটনার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি । সাধারণ মানুষ নেমেছেন । ডাক্তাররাও নেমেছেন । আমরা রাজনৈতিক কর্মীরা রাস্তায় নেমেছি । এই প্রতিবাদকে দমন করার জন্য নানা ধরনের কুচক্র কুণাল ঘোষেরা দিনভর করে যাচ্ছেন । কলতান দাশগুপ্ত আমাদের নেতা । তাঁকে ফাঁসিয়ে তাঁরা ভেবেছিলেন সাধারণ মানুষের কলতানকে তাঁরা রুখতে পারবে । কিন্তু উলটোটা হয়েছে । সাধারণ মানুষ আরও বেশি কল্লোলিত হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.