ETV Bharat / state

রাম উৎসবের মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন, নিদান দিলীপের - বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

Controversial Comment of Dilip Ghosh: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসব করতে বললেন দিলীপ ঘোষ ৷ এমনকী যদি পুলিশ বাধা দিতে আসে তাহলে তাদের প্যান্ট খুলে নেওয়ারও নিদান দিলেন বিজেপি নেতা ৷

ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 2:47 PM IST

দিলীপ ঘোষের আপত্তিকর বক্তব্য

খড়গপুর, 21 জানুয়ারি: চা চক্রে এসে পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ রাম মন্দির উদ্বোধনের দিন সতর্কতা নিয়ে এবং মাইক খোলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আপনারা একজোট হোন এবং পুলিশ যদি কোথাও মাইক খুলতে আসে তাহলে তাদের প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷" রবিবার সকালে খড়গপুরের একটি চা-চক্রে যোগ দিয়ে এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে এখন গোটা দেশ উত্তাল। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এই দিনটিকে বিশেষভাবে পালন করার প্রস্তুতি শুরু করেছে বিজেপি । পালটা সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল । অন্যদিকে, লালবাজার-সহ সমস্ত জেলার পুলিশদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই বিষয়টি নিয়েই কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ।

তাঁর বক্তব্য, "সংহতি নষ্ট করতেই সংহতি দিবসের ডাক দেওয়া হয়েছে । কোনও হিন্দু এই মিছিলে হাঁটবে না । যারা রোহিঙ্গা, অনুপ্রবেশকারী আর এই শাসকদলে থেকে চুরি ডাকাতি করছে একমাত্র সেই লোকেরাই এই মিছিলে হাঁটবে ।"

পুলিশের সতর্কতা ও তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "হিন্দুরা আজ পর্যন্ত কোনওরকম সংঘর্ষের ঘটনা ঘটায়নি ৷ কিন্তু এই পুলিশ ইচ্ছা করেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে । তাই গোটা জেলাবাসীকে বলব আপনারা মাইক লাগান । সাড়ম্বরে উৎসব পালন করুন ৷ এটি ভগবান শ্রী রামচন্দ্রের আগমন দিবস ৷ আর যদি কোথাও দেখেন পুলিশ এসে আপনাদের মাইক খুলে নিচ্ছে তাহলে পালটা তার প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷"

আরও পড়ুন :

  1. ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’, উপাচার্য বিরোধী মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার
  2. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
  3. মন্দির উদ্বোধনের আগে হাতে 'রাম' নামে মেহেন্দি বৈশাখীর

দিলীপ ঘোষের আপত্তিকর বক্তব্য

খড়গপুর, 21 জানুয়ারি: চা চক্রে এসে পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ রাম মন্দির উদ্বোধনের দিন সতর্কতা নিয়ে এবং মাইক খোলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আপনারা একজোট হোন এবং পুলিশ যদি কোথাও মাইক খুলতে আসে তাহলে তাদের প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷" রবিবার সকালে খড়গপুরের একটি চা-চক্রে যোগ দিয়ে এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে এখন গোটা দেশ উত্তাল। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এই দিনটিকে বিশেষভাবে পালন করার প্রস্তুতি শুরু করেছে বিজেপি । পালটা সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল । অন্যদিকে, লালবাজার-সহ সমস্ত জেলার পুলিশদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই বিষয়টি নিয়েই কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ।

তাঁর বক্তব্য, "সংহতি নষ্ট করতেই সংহতি দিবসের ডাক দেওয়া হয়েছে । কোনও হিন্দু এই মিছিলে হাঁটবে না । যারা রোহিঙ্গা, অনুপ্রবেশকারী আর এই শাসকদলে থেকে চুরি ডাকাতি করছে একমাত্র সেই লোকেরাই এই মিছিলে হাঁটবে ।"

পুলিশের সতর্কতা ও তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "হিন্দুরা আজ পর্যন্ত কোনওরকম সংঘর্ষের ঘটনা ঘটায়নি ৷ কিন্তু এই পুলিশ ইচ্ছা করেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে । তাই গোটা জেলাবাসীকে বলব আপনারা মাইক লাগান । সাড়ম্বরে উৎসব পালন করুন ৷ এটি ভগবান শ্রী রামচন্দ্রের আগমন দিবস ৷ আর যদি কোথাও দেখেন পুলিশ এসে আপনাদের মাইক খুলে নিচ্ছে তাহলে পালটা তার প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷"

আরও পড়ুন :

  1. ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’, উপাচার্য বিরোধী মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার
  2. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
  3. মন্দির উদ্বোধনের আগে হাতে 'রাম' নামে মেহেন্দি বৈশাখীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.