খড়গপুর, 21 জানুয়ারি: চা চক্রে এসে পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ রাম মন্দির উদ্বোধনের দিন সতর্কতা নিয়ে এবং মাইক খোলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আপনারা একজোট হোন এবং পুলিশ যদি কোথাও মাইক খুলতে আসে তাহলে তাদের প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷" রবিবার সকালে খড়গপুরের একটি চা-চক্রে যোগ দিয়ে এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ।
অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে এখন গোটা দেশ উত্তাল। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এই দিনটিকে বিশেষভাবে পালন করার প্রস্তুতি শুরু করেছে বিজেপি । পালটা সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল । অন্যদিকে, লালবাজার-সহ সমস্ত জেলার পুলিশদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই বিষয়টি নিয়েই কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ।
তাঁর বক্তব্য, "সংহতি নষ্ট করতেই সংহতি দিবসের ডাক দেওয়া হয়েছে । কোনও হিন্দু এই মিছিলে হাঁটবে না । যারা রোহিঙ্গা, অনুপ্রবেশকারী আর এই শাসকদলে থেকে চুরি ডাকাতি করছে একমাত্র সেই লোকেরাই এই মিছিলে হাঁটবে ।"
পুলিশের সতর্কতা ও তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "হিন্দুরা আজ পর্যন্ত কোনওরকম সংঘর্ষের ঘটনা ঘটায়নি ৷ কিন্তু এই পুলিশ ইচ্ছা করেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে । তাই গোটা জেলাবাসীকে বলব আপনারা মাইক লাগান । সাড়ম্বরে উৎসব পালন করুন ৷ এটি ভগবান শ্রী রামচন্দ্রের আগমন দিবস ৷ আর যদি কোথাও দেখেন পুলিশ এসে আপনাদের মাইক খুলে নিচ্ছে তাহলে পালটা তার প্যান্ট খুলে নিন । তারপর আমি দেখব ৷ বিজেপি দেখবে ৷"
আরও পড়ুন :