ETV Bharat / state

করুণাময়ীতে পুড়ল ঢাকাই জামদানি, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কুণালের - PROTEST AGAINST BANGLADESH

কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাসে বিক্ষোভ দেখাল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷ বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষায় কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের ৷

PROTEST AGAINST BANGLADESH
বাংলাদেশ ইস্যুতে দিনভর রাজ্যের নানান প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 7:09 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাসে বিক্ষোভ ৷ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷

পাশাপাশি, পোড়ানো হল ঢাকাই জামদানি শাড়িও ৷ হাসনাবাদেও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল বের করা হয় ৷ অন্যদিকে, বাংলায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল বের করল উত্তর কলকাতার নগেন্দ্র মঠ ও মিশন ৷

করুণাময়ীতে পুড়ল ঢাকাই জামদানি (ইটিভি ভারত)

করুণাময়ী

রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিকে সামনে রেখে বিক্ষোভ থেকে শুরু করে মিছিলের আয়োজন করা হয় ৷ সল্টলেকের করুণাময়ীতে কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাসে বিক্ষোভ দেখালো বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷ সংগঠনের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না-হওয়া পর্যন্ত, করুণাময়ীর বাস টার্মিনাস থেকে কোনও বাস ঢাকার দিকে রওনা দিতে পারবে না ৷

হিন্দু-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ! সত্য জানতে বিভিন্ন ধর্মগুরুর দরবারে ইউনুস

এর পাশাপাশি, বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি বয়কটের ডাক দেয় এই সংগঠন ৷ প্রতীক প্রতিবাদ হিসেবে একটি ঢাকাই জামদানি শাড়ি পোড়ানো হয় ৷ সঙ্গে ইউনুস সরকারের বিরুদ্ধেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা ৷

Protest Against Bangladesh
বাংলাদেশে হিন্দু-সুরক্ষার দাবিতে নগেন্দ্র মঠ ও মিশনের মিছিল ৷ (ইটিভি ভারত)

প্রতিবাদ হাসনাবাদেও

এই একই ইস্যুতে প্রতিবাদ-মিছিল বের করা হয় উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তীতলা থেকে টাকি টেলিফোন এক্সচেঞ্জ মোড় পর্যন্ত ৷ সনাতনী ঐক্য মঞ্চের ডাকে এই মিছিলে পা-মেলালেন কয়েক হাজার মানুষ ৷ বাংলাদেশে ধৃত ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলা হয় মিছিল থেকে ৷ খোল, করতাল বাজিয়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ মিছিলে হাঁটলেন অসংখ্য মানুষ ৷

উত্তর কলকাতা

Protest Against Bangladesh
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মিছিল কুণাল ঘোষের ৷ (ইটিভি ভারত)

একই ভাবে রবিবার দুপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ও বাংলায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে মিছিল করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর সোশাল মিডিয়া পেজে এ নিয়ে একটি পোস্টও করেছেন কুণাল ৷ নগেন্দ্র মঠ ও মিশনের সহ-সভাপতি হিসেবে তিনি সেই মিছিলে ছিলেন বলে জানান ৷ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র ৷

কুণাল লেখেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে দিল্লির সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে ৷ কেন কেন্দ্র নিষ্ক্রিয় হয়ে বসে আছে ? এই বক্তব্যকে সামনে রেখে রবিবার উত্তর কলকাতায় নগেন্দ্র মঠ ও মিশনের মিছিল ৷ কুণাল জানান, সিটিজেন্স ফোরাম ও সব ধর্মের ধর্মগুরুরা এই মিছিলে উপস্থিত ছিলেন ৷ একই সঙ্গে কুণাল আবেদন করেছেন, পশ্চিমবঙ্গ সম্প্রীতির বার্তা বহন করে ৷ তাই বাংলাদেশ ইস্যুতে কোনও প্ররোচনায় পা না-দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷

কলকাতা, 8 ডিসেম্বর: কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাসে বিক্ষোভ ৷ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷

পাশাপাশি, পোড়ানো হল ঢাকাই জামদানি শাড়িও ৷ হাসনাবাদেও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল বের করা হয় ৷ অন্যদিকে, বাংলায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল বের করল উত্তর কলকাতার নগেন্দ্র মঠ ও মিশন ৷

করুণাময়ীতে পুড়ল ঢাকাই জামদানি (ইটিভি ভারত)

করুণাময়ী

রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিকে সামনে রেখে বিক্ষোভ থেকে শুরু করে মিছিলের আয়োজন করা হয় ৷ সল্টলেকের করুণাময়ীতে কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাসে বিক্ষোভ দেখালো বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ৷ সংগঠনের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না-হওয়া পর্যন্ত, করুণাময়ীর বাস টার্মিনাস থেকে কোনও বাস ঢাকার দিকে রওনা দিতে পারবে না ৷

হিন্দু-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ! সত্য জানতে বিভিন্ন ধর্মগুরুর দরবারে ইউনুস

এর পাশাপাশি, বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি বয়কটের ডাক দেয় এই সংগঠন ৷ প্রতীক প্রতিবাদ হিসেবে একটি ঢাকাই জামদানি শাড়ি পোড়ানো হয় ৷ সঙ্গে ইউনুস সরকারের বিরুদ্ধেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা ৷

Protest Against Bangladesh
বাংলাদেশে হিন্দু-সুরক্ষার দাবিতে নগেন্দ্র মঠ ও মিশনের মিছিল ৷ (ইটিভি ভারত)

প্রতিবাদ হাসনাবাদেও

এই একই ইস্যুতে প্রতিবাদ-মিছিল বের করা হয় উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তীতলা থেকে টাকি টেলিফোন এক্সচেঞ্জ মোড় পর্যন্ত ৷ সনাতনী ঐক্য মঞ্চের ডাকে এই মিছিলে পা-মেলালেন কয়েক হাজার মানুষ ৷ বাংলাদেশে ধৃত ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলা হয় মিছিল থেকে ৷ খোল, করতাল বাজিয়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ মিছিলে হাঁটলেন অসংখ্য মানুষ ৷

উত্তর কলকাতা

Protest Against Bangladesh
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মিছিল কুণাল ঘোষের ৷ (ইটিভি ভারত)

একই ভাবে রবিবার দুপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ও বাংলায় ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে মিছিল করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর সোশাল মিডিয়া পেজে এ নিয়ে একটি পোস্টও করেছেন কুণাল ৷ নগেন্দ্র মঠ ও মিশনের সহ-সভাপতি হিসেবে তিনি সেই মিছিলে ছিলেন বলে জানান ৷ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র ৷

কুণাল লেখেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে দিল্লির সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে ৷ কেন কেন্দ্র নিষ্ক্রিয় হয়ে বসে আছে ? এই বক্তব্যকে সামনে রেখে রবিবার উত্তর কলকাতায় নগেন্দ্র মঠ ও মিশনের মিছিল ৷ কুণাল জানান, সিটিজেন্স ফোরাম ও সব ধর্মের ধর্মগুরুরা এই মিছিলে উপস্থিত ছিলেন ৷ একই সঙ্গে কুণাল আবেদন করেছেন, পশ্চিমবঙ্গ সম্প্রীতির বার্তা বহন করে ৷ তাই বাংলাদেশ ইস্যুতে কোনও প্ররোচনায় পা না-দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.