ETV Bharat / state

দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব - DASPUR FIRE INCIDENT - DASPUR FIRE INCIDENT

Fire at Copper Factory: রাত দশটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলল কারখানা ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেব ৷ কথা বললেন দমকলবাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ৷

দাসপুরে কারখানায় আগুন , Fire in Factory
দাসপুরে ক্ষতিগ্রস্ত কারখানায় তৃণমূল প্রার্থী দেব
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 7:00 AM IST

Updated : Apr 16, 2024, 7:47 AM IST

দাসপুরে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে দেব

দাসপুর, 16 এপ্রিল: কাজ চলাকালীন তামার কারখানায় ভয়াবহ আগুন ৷ বরাতজোরে রক্ষা পেলেন কারখানার কর্মীরা । সোমবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসেনবাজারে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী দেব ।

দাসপুরের হোসনাবাজারে দ্বিতল বিল্ডিংয়ে থাকা একটি তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ও দমকলবাহিনী উপস্থিত হয় । দমকলের দু'টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা । মূলত, তামার কাজের জন্য ব্যবহৃত বর্জ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলবাহিনীকে। যদিও দমকলের চেষ্টায় কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে হঠাৎ তামার কারখানায় কাজ চলাকালীন আগুন লাগল, তা স্পষ্ট নয় । ঘটনা খতিয়ে দেখে কারণ সম্পর্কে বলা সম্ভব বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিকরা । যদিও এই আগুন লাগার ঘটনায় কারও কোনও হতাহতের খবর মেলেনি । কারখানার কর্মীরা সকলেই ঠিক রয়েছেন । এই আগুন লাগার ঘটনা টের পেতেই সকলে কারখানা থেকে বেরিয়ে আসেন বলে প্রাণহানি হয়নি ৷

অন্যদিকে, এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত দমকলবাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন,"আমি খবর পেয়েছিলাম । এখানে এসে পরিস্থিতি দেখলাম আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বললাম । স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । কর্মীদের বের করে আনা হয়েছে তারা ভালো আছে ৷ একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে পুরো আগুন ধরে গিয়েছে । সকাল না-হলে পুরো ব্যাপারটা জানা যাবে না ।"

জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও কারখানার ভিতরে থাকা জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন :

  1. চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই চার-পাঁচটি দোকান
  2. দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের
  3. ভস্মারতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, দগ্ধ 14 পুরোহিত

দাসপুরে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে দেব

দাসপুর, 16 এপ্রিল: কাজ চলাকালীন তামার কারখানায় ভয়াবহ আগুন ৷ বরাতজোরে রক্ষা পেলেন কারখানার কর্মীরা । সোমবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসেনবাজারে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী দেব ।

দাসপুরের হোসনাবাজারে দ্বিতল বিল্ডিংয়ে থাকা একটি তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ও দমকলবাহিনী উপস্থিত হয় । দমকলের দু'টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা । মূলত, তামার কাজের জন্য ব্যবহৃত বর্জ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলবাহিনীকে। যদিও দমকলের চেষ্টায় কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে হঠাৎ তামার কারখানায় কাজ চলাকালীন আগুন লাগল, তা স্পষ্ট নয় । ঘটনা খতিয়ে দেখে কারণ সম্পর্কে বলা সম্ভব বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিকরা । যদিও এই আগুন লাগার ঘটনায় কারও কোনও হতাহতের খবর মেলেনি । কারখানার কর্মীরা সকলেই ঠিক রয়েছেন । এই আগুন লাগার ঘটনা টের পেতেই সকলে কারখানা থেকে বেরিয়ে আসেন বলে প্রাণহানি হয়নি ৷

অন্যদিকে, এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত দমকলবাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন,"আমি খবর পেয়েছিলাম । এখানে এসে পরিস্থিতি দেখলাম আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বললাম । স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । কর্মীদের বের করে আনা হয়েছে তারা ভালো আছে ৷ একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে পুরো আগুন ধরে গিয়েছে । সকাল না-হলে পুরো ব্যাপারটা জানা যাবে না ।"

জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও কারখানার ভিতরে থাকা জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন :

  1. চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই চার-পাঁচটি দোকান
  2. দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের
  3. ভস্মারতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, দগ্ধ 14 পুরোহিত
Last Updated : Apr 16, 2024, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.