ETV Bharat / state

ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dev on Hiran: ভোট প্রচারে বেরিয়ে ফের একবার হিরণকে একহাত নিলেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব ৷ ভোটের ময়দানে তাঁর জন্যই চাপে রয়েছেন হিরণ, দাবি তারকা প্রার্থীর ৷

Dev
ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 10:57 PM IST

হাওড়া, 21 এপ্রিল: ঘাটালে মুখোমুখি ভোটের লড়াইয়ে দুই যুযুধান তারকা ৷ একদিকে দেব অন্যদিকে হিরণ ৷ ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অপরকে আক্রমণের ঝাঁজ ৷ রবিবার বিকালে হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় গিয়ে ফের একবার দেবের টার্গেটে হিরণ ৷

হিরণের জায়গাতে অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন দেব ? এই প্রশ্ন শোনার পরেই পালটা ছোড়েন দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, "আপনাকে কে বলল হিরণ আমাকে চাপ দিচ্ছে, হিরণ তো নিজেই চাপে আছে বলে উলটো-পালটা বকছে বলেই আমার মনে হয়। আমি আগে যেটা নিশ্চিত করেছিলাম, ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো । আমি চাপে নেই, হিরণ চাপে আছে। আর ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছেন কাকে ভোট দেবেন, এখন শুধু সময়ের অপেক্ষা।"

এরপরই অসম্পূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব জানান, যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে সংবাদমাধ্যম কিছু বলছে না। রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বন্যার সময় মানুষের পাশে থাকা, এই কাজগুলো সংবাদমাধ্যমের চোখে পড়ে না। আমার মনে হয় সরকারের কাজের শেষ হয় না, সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। অনেক কাজ হয়েছে ৷ যে দল মানুষের প্রত্যাশা মতো কাজে টিকে থাকবে, মানুষ তাকেই ভালোবাসবে।

পাশাপাশি এদিনের সভায় দেব দাবি করেন, তাঁর বিরুদ্ধে হিরণ যে অভিযোগ এনেছেন সেগুলি না বললে সংবাদমাধ্যমের সামনে পাত্তা পাবেন না ৷ তাই হিরণ নিজেকে রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে দেবের নামে নানা অভিযোগ তুলে আসছে ৷

আরও পড়ুন

1. দ্বিতীয় দফার ভোটে বঙ্গের 12 জন প্রার্থী কোটিপতি, কারা রয়েছেন সেই তালিকায় ?

2. 'গো-ব্যাক শুনেও দমবেন না', বহরমপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী 'রবিনহুড' অধীর

3. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের

হাওড়া, 21 এপ্রিল: ঘাটালে মুখোমুখি ভোটের লড়াইয়ে দুই যুযুধান তারকা ৷ একদিকে দেব অন্যদিকে হিরণ ৷ ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অপরকে আক্রমণের ঝাঁজ ৷ রবিবার বিকালে হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় গিয়ে ফের একবার দেবের টার্গেটে হিরণ ৷

হিরণের জায়গাতে অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন দেব ? এই প্রশ্ন শোনার পরেই পালটা ছোড়েন দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, "আপনাকে কে বলল হিরণ আমাকে চাপ দিচ্ছে, হিরণ তো নিজেই চাপে আছে বলে উলটো-পালটা বকছে বলেই আমার মনে হয়। আমি আগে যেটা নিশ্চিত করেছিলাম, ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো । আমি চাপে নেই, হিরণ চাপে আছে। আর ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছেন কাকে ভোট দেবেন, এখন শুধু সময়ের অপেক্ষা।"

এরপরই অসম্পূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব জানান, যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে সংবাদমাধ্যম কিছু বলছে না। রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বন্যার সময় মানুষের পাশে থাকা, এই কাজগুলো সংবাদমাধ্যমের চোখে পড়ে না। আমার মনে হয় সরকারের কাজের শেষ হয় না, সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। অনেক কাজ হয়েছে ৷ যে দল মানুষের প্রত্যাশা মতো কাজে টিকে থাকবে, মানুষ তাকেই ভালোবাসবে।

পাশাপাশি এদিনের সভায় দেব দাবি করেন, তাঁর বিরুদ্ধে হিরণ যে অভিযোগ এনেছেন সেগুলি না বললে সংবাদমাধ্যমের সামনে পাত্তা পাবেন না ৷ তাই হিরণ নিজেকে রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে দেবের নামে নানা অভিযোগ তুলে আসছে ৷

আরও পড়ুন

1. দ্বিতীয় দফার ভোটে বঙ্গের 12 জন প্রার্থী কোটিপতি, কারা রয়েছেন সেই তালিকায় ?

2. 'গো-ব্যাক শুনেও দমবেন না', বহরমপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী 'রবিনহুড' অধীর

3. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.