ETV Bharat / state

প্রতিশ্রুতি মতোই কাজ, জয়ের পর 10টি নার্সারিতে চারার বরাত দিলেন দেব - DEV TO KEEP HIS PROMISE - DEV TO KEEP HIS PROMISE

DEV TO PLANT LACS OF TREE: মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি ঘোষণা করেছিলেন এবারের যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন ঘাটাল লোকসভাজুড়ে। সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন দেব। গতকাল বুধবার জেতার পরই তিনি গাছ লাগানোর কাজ শুরু করলেন এবং অর্ডার দিলেন 10টি নার্সারিতে। তবে তিনি গাছ লাগাবেন মোট 8 লাখ 41 হাজার 195 গুলি।

TMC's Dev Won from Ghatal
জয়ের পর দেব (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 4:57 PM IST

ঘাটাল, 5 জুন: মানুষের রায়ে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী। জয়ের পর কথামতো বৃক্ষরোপণের জন্য গাছের অর্ডার দিলেন অভিনেতা ৷ এবার নির্বাচনের আগে দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করবেন ৷ শুধু তাই নয়, যত ভোটে তিনি জিতবেন তত গাছ তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রজুড়ে লাগাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতো গাছ অর্ডার দেওয়া হল নার্সারিতে। যদিও এবিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর আপ্তসহায়ক রামপদ মান্নার দেওয়া তথ্য অনুযায়ী দেব 2024 সালের নির্বাচনে ভোট পেয়েছে 8 লক্ষ 41 হাজার 195টি।

10টি নার্সারিতে চারার বরাত দিলেন দেব (ইটিভি ভারত)

বিজেপির সঙ্গে তাঁর ব্যবধান রয়েছে মোট 1 লক্ষ 83 হাজার 337 ভোটের। পাশাপাশি পোস্টাল ব্যালটে 408টি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 6 লাখ 47 হাজর 858। তবে সব থেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়। দেব কেশপুর থেকে আগামী 9 জুন বৃক্ষরোপণ শুরু করবেন। এই প্রোগ্রাম চলবে প্রায় 21 তারিখ পর্যন্ত। তিনি প্রতিটি বিধানসভাতেই গাছ লাগাবেন। সেই মতো দশটি নার্সারিতে 2 লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে।

গাছের মধ্যে রয়েছে আকাশমনি, শাল, সেগুন, শিশু, আম, কাঁঠাল, জাম ইত্যাদি। যদিও বুধবার বিশ্ব পরিবেশ দিবসের কথা মাথায় রেখে পরদিন অর্থাৎ, বৃহস্পতিবার কয়েকটি গাছ লাগিয়ে এই যাত্রার সূত্রপাত করেন অভিনেতা দীপক অধিকারী। দীপক অধিকারীর আপ্তসহায়ক রামপদ মান্না বলেন, "দেব যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এবারে যত ভোটে জিতবেন ততগুলি চারাগাছ লাগিয়ে এই বিশ্ব পরিবেশকে সুন্দর ও সতেজ করবেন ৷ সেই প্রতিশ্রুতি মতোই গাছের চারা গাছের বরাত দেওয়া হয়েছে দশটি নার্সারিতে।"

TMC's Dev Won from Ghatal
অভিনেতা দীপক অধিকারী (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "প্রত্যেক নার্সারিকে দু'লক্ষ করে গাছের বরাত দেওয়া হয়েছে। এই চারাগাছ রোপণ শুরু হবে কেশপুর থেকে। বাকি সাতটি বিধানসভাতে ও রোপণ করা হবে। আগামী 9 জুন থেকে এই কর্মসূচির নেওয়া হচ্ছে। তবে এদিন দীপক অধিকারী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের ঘরেও কয়েকটি চারাগাছ রোপণ করেছেন। নির্বাচনে জয় লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে তৃণমূল নেতৃত্ব।

ঘাটাল, 5 জুন: মানুষের রায়ে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী। জয়ের পর কথামতো বৃক্ষরোপণের জন্য গাছের অর্ডার দিলেন অভিনেতা ৷ এবার নির্বাচনের আগে দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করবেন ৷ শুধু তাই নয়, যত ভোটে তিনি জিতবেন তত গাছ তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রজুড়ে লাগাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতো গাছ অর্ডার দেওয়া হল নার্সারিতে। যদিও এবিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর আপ্তসহায়ক রামপদ মান্নার দেওয়া তথ্য অনুযায়ী দেব 2024 সালের নির্বাচনে ভোট পেয়েছে 8 লক্ষ 41 হাজার 195টি।

10টি নার্সারিতে চারার বরাত দিলেন দেব (ইটিভি ভারত)

বিজেপির সঙ্গে তাঁর ব্যবধান রয়েছে মোট 1 লক্ষ 83 হাজার 337 ভোটের। পাশাপাশি পোস্টাল ব্যালটে 408টি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 6 লাখ 47 হাজর 858। তবে সব থেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়। দেব কেশপুর থেকে আগামী 9 জুন বৃক্ষরোপণ শুরু করবেন। এই প্রোগ্রাম চলবে প্রায় 21 তারিখ পর্যন্ত। তিনি প্রতিটি বিধানসভাতেই গাছ লাগাবেন। সেই মতো দশটি নার্সারিতে 2 লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে।

গাছের মধ্যে রয়েছে আকাশমনি, শাল, সেগুন, শিশু, আম, কাঁঠাল, জাম ইত্যাদি। যদিও বুধবার বিশ্ব পরিবেশ দিবসের কথা মাথায় রেখে পরদিন অর্থাৎ, বৃহস্পতিবার কয়েকটি গাছ লাগিয়ে এই যাত্রার সূত্রপাত করেন অভিনেতা দীপক অধিকারী। দীপক অধিকারীর আপ্তসহায়ক রামপদ মান্না বলেন, "দেব যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এবারে যত ভোটে জিতবেন ততগুলি চারাগাছ লাগিয়ে এই বিশ্ব পরিবেশকে সুন্দর ও সতেজ করবেন ৷ সেই প্রতিশ্রুতি মতোই গাছের চারা গাছের বরাত দেওয়া হয়েছে দশটি নার্সারিতে।"

TMC's Dev Won from Ghatal
অভিনেতা দীপক অধিকারী (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "প্রত্যেক নার্সারিকে দু'লক্ষ করে গাছের বরাত দেওয়া হয়েছে। এই চারাগাছ রোপণ শুরু হবে কেশপুর থেকে। বাকি সাতটি বিধানসভাতে ও রোপণ করা হবে। আগামী 9 জুন থেকে এই কর্মসূচির নেওয়া হচ্ছে। তবে এদিন দীপক অধিকারী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের ঘরেও কয়েকটি চারাগাছ রোপণ করেছেন। নির্বাচনে জয় লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে তৃণমূল নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.