ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন ! বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চিঠি মুখ্যসচিবকে - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 4:47 PM IST

Patients Death without Treatment: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক ৷ মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে দাবি তাঁর ৷ তথ্য জানার অধিকার আইনে রোগী মৃত্যু নিয়ে একাধিক বিষয়ে তিনি জানতে চেয়েছেন ৷

Patients Death without Treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে চিঠি (ইটিভি ভারত)

রায়গঞ্জ, 18 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় রাজ্যে 29 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন ৷ তাঁর এই দাবির বিরোধিতা করে মুখ্যসচিব মনোজ পন্থের কাছে আরটিআই-এর দাবিতে চিঠি পাঠালেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ।

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে চিঠি মুখ্যসচিবকে (নিজস্ব ভিডিয়ো)

তথ্য জানার অধিকার আইনে তিনি জানতে চেয়েছেন, কী কারণে 29 জন রোগীর মৃত্যু হয়েছে, তাঁরা চিকিৎসকদের গাফিলতির জন্য মারা গিয়েছেন কি না ৷ যদি তাই হয়, তাহলে ওইসব চিকিৎসকদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সব যাবতীয় তথ্য জানতে চেয়েছেন তিনি ।

Patients Death without Treatment
আরটিআই চিঠি (নিজস্ব ছবি)

চিকিৎসক তথা অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সরকারিভাবে বলেছেন 29 জন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৷ রোগী মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যাচার করছেন ৷ রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে ৷ সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে রাজনৈতিক কারণে চেয়ারটার অপব্যবহার করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর পদে বসে এমন মিথ্যাচার করা অনুচিত ।"

Patients Death without Treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে আরটিআই চিকিৎসকের (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সমস্ত হাসপাতাল চলছে ৷ সেখানে চিকিৎসাও হচ্ছে ৷ এই পরিস্থিতিতে 29 জন রোগীর বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘোষণাকে আমি মেনে নিতে পারছি না ৷ তাই আরটিআই করে আমি জানতে চেয়েছি, এই রোগী মৃত্যু নিয়ে কোনও তদন্ত হয়েছি কি না ৷ তদন্তে হলেও তাঁর সম্পূর্ণ তথ্যটা কী ৷ কারা ঠিক করল রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৷ যে হাসপাতালগুলিতে রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে সেখানকার ডাক্তার ও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছি কি না আমি জানতে চাইছি ৷ আরটিআইয়ের উত্তর এলে এগুলো পরিষ্কার হয়ে যাবে ৷ প্রমাণ হয়ে যাবে কে সত্য ও মিথ্যা বলছে ৷"

Patients Death without Treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ অভিযোগ উঠছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে রোগীদের মৃত্যু হচ্ছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই দাবি করেন, আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির জেরে রাজ্যে এখনও পর্যন্ত মোট 29 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ সরকারিভাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে বলেন, মৃতদের পরিবারপিছু 20 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার । এর পরেই বিভিন্ন মহলে এই নিয়ে সমালোচনা শুরু হয় ৷ এবার সেই রোগী মৃত্যু সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে চাইলেন রায়গঞ্জের চিকিৎসক ৷ যদি 30 দিনের মধ্যে তিনি উত্তর না-পান, তবে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ।

রায়গঞ্জ, 18 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় রাজ্যে 29 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন ৷ তাঁর এই দাবির বিরোধিতা করে মুখ্যসচিব মনোজ পন্থের কাছে আরটিআই-এর দাবিতে চিঠি পাঠালেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ।

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে চিঠি মুখ্যসচিবকে (নিজস্ব ভিডিয়ো)

তথ্য জানার অধিকার আইনে তিনি জানতে চেয়েছেন, কী কারণে 29 জন রোগীর মৃত্যু হয়েছে, তাঁরা চিকিৎসকদের গাফিলতির জন্য মারা গিয়েছেন কি না ৷ যদি তাই হয়, তাহলে ওইসব চিকিৎসকদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সব যাবতীয় তথ্য জানতে চেয়েছেন তিনি ।

Patients Death without Treatment
আরটিআই চিঠি (নিজস্ব ছবি)

চিকিৎসক তথা অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সরকারিভাবে বলেছেন 29 জন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৷ রোগী মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যাচার করছেন ৷ রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে ৷ সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে রাজনৈতিক কারণে চেয়ারটার অপব্যবহার করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর পদে বসে এমন মিথ্যাচার করা অনুচিত ।"

Patients Death without Treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর তথ্য জানতে চেয়ে আরটিআই চিকিৎসকের (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সমস্ত হাসপাতাল চলছে ৷ সেখানে চিকিৎসাও হচ্ছে ৷ এই পরিস্থিতিতে 29 জন রোগীর বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘোষণাকে আমি মেনে নিতে পারছি না ৷ তাই আরটিআই করে আমি জানতে চেয়েছি, এই রোগী মৃত্যু নিয়ে কোনও তদন্ত হয়েছি কি না ৷ তদন্তে হলেও তাঁর সম্পূর্ণ তথ্যটা কী ৷ কারা ঠিক করল রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৷ যে হাসপাতালগুলিতে রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে সেখানকার ডাক্তার ও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছি কি না আমি জানতে চাইছি ৷ আরটিআইয়ের উত্তর এলে এগুলো পরিষ্কার হয়ে যাবে ৷ প্রমাণ হয়ে যাবে কে সত্য ও মিথ্যা বলছে ৷"

Patients Death without Treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট (নিজস্ব ছবি)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ অভিযোগ উঠছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে রোগীদের মৃত্যু হচ্ছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই দাবি করেন, আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির জেরে রাজ্যে এখনও পর্যন্ত মোট 29 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ সরকারিভাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে বলেন, মৃতদের পরিবারপিছু 20 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার । এর পরেই বিভিন্ন মহলে এই নিয়ে সমালোচনা শুরু হয় ৷ এবার সেই রোগী মৃত্যু সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে চাইলেন রায়গঞ্জের চিকিৎসক ৷ যদি 30 দিনের মধ্যে তিনি উত্তর না-পান, তবে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.