ETV Bharat / state

সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় এনওসি'তে কেন দেরি ? মুখ্যসচিবকে নোটিশ হাইকোর্ট - HC NOTICE TO BP GOPALIKA - HC NOTICE TO BP GOPALIKA

HC Notice to BP Gopalika: প্রায় দু’বছর হয়ে গেলেও, নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার শুরু করতে এনওসি দিচ্ছেন না মুখ্যসচিব ৷ এ নিয়ে আজ কলকাতা হাইকোর্টে অভিযোগ জানাল সিবিআই ৷ যার পরেই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই সংক্রান্ত নোটিশ পাঠালেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 1:49 PM IST

কলকাতা, 22 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে নো অবজেকশন সার্টিকফিকেট বা এনওসি দাবি করে আসছে সিবিআই ৷ কিন্তু, তা নিয়ে নবান্নের সচিবালয়ের তরফে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না ৷ যা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানাল সিবিআই ৷ আর তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবের নামে একটি নোটিশ জারি করলেন বিচারপতি জয়মাল্য বাগচী ৷ সেখানে সিবিআইয়ের আবেদনে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ? তা জানতে চেয়ে রিপোর্ট চাইল আদালত ৷

উল্লেখ্য, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবের এনওসি প্রয়োজন হয় ৷ যেমনটা বিধায়কদের ক্ষেত্রে বিধানসভা ও সাংসদদের ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের এনওসি প্রয়োজন হয় ৷ তেমনি রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট নিম্ন আদালতে জমা দিয়েছে সিবিআই ৷ কিন্তু, 2022 সাল থেকে মুখ্যসচিবের এনওসি-র জন্য অপেক্ষা করছে তদন্তকারী সংস্থা ৷ তা না-পাওয়ায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না ৷

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদনের শুনানি ছিস ৷ সেখানেই সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হয় ৷ আর বিচার প্রক্রিয়া শুরু করতে না পারার কারণ হিসেবে, মুখ্যসচিবের তরফে এনওসি না আসার বিষয়টি জানায় সিবিআই ৷ এদিন আদালত প্রশ্ন তোলে, "সরকারি আধিকারিক যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের ট্রায়াল শুরুর জন্য কেন স্যাংশান দিচ্ছেন না মুখ্যসচিব ? এর জবাব রিপোর্ট আকারে জমা দিতে হবে মুখ্যসচিবকে ৷" আদালতের এই নির্দেশ মুখ্যসচিবের কাছে সিবিআই ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পৌঁছে দিতে বলা হয়েছে ৷

আজ সিবিআইয়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ সেখানেই তিনি বিষয়টি উত্থাপন করে বলেন, "আদালত সিবিআইয়ের রিপোর্ট চেয়েছিল ৷ আমরা সেই রিপোর্ট জমা দিতে চাই ৷ গভর্নরের তরফ থেকে স্যাংশান এসেছে পার্থ চ্যাটার্জির বিষয়টা ৷ তবে, অন্য পাব্লিক সার্ভেন্টের বিষয়ে চিফ সেক্রেটারিকে ডিসেম্বর 2022 থেকে মার্চ 2024 পর্যন্ত চিঠি দেওয়ার পরেও কোন স্যাংশান আসেনি ৷"

তবে, চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "অন্য একটি বেঞ্চে রাজ্য জানিয়েছে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চিফ সেক্রেটারির স্যাংশান দেওয়ার কোনও প্রয়োজন হয় না ৷" উল্লেখ্য রাজ্যের তরফে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এর আগে জানানো হয়েছিল, অনুমতি দেওয়ার বিষয়টি নিম্ন আদালতের এক্তিয়ার ভুক্ত ৷ সেখানেই অনুমতি সংক্রান্ত মামলাটি বিচারাধীন রয়েছে ৷ তারই মধ্যে এবার সরাসরি মুখ্যসচিবকে হাইকোর্ট নোটিশ পাঠাল ৷

আরও পড়ুন:

  1. মতুয়া মহাসংঘের দায়িত্ব হস্তান্তর মামলা: শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের
  2. বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির
  3. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ

কলকাতা, 22 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে নো অবজেকশন সার্টিকফিকেট বা এনওসি দাবি করে আসছে সিবিআই ৷ কিন্তু, তা নিয়ে নবান্নের সচিবালয়ের তরফে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না ৷ যা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানাল সিবিআই ৷ আর তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবের নামে একটি নোটিশ জারি করলেন বিচারপতি জয়মাল্য বাগচী ৷ সেখানে সিবিআইয়ের আবেদনে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ? তা জানতে চেয়ে রিপোর্ট চাইল আদালত ৷

উল্লেখ্য, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবের এনওসি প্রয়োজন হয় ৷ যেমনটা বিধায়কদের ক্ষেত্রে বিধানসভা ও সাংসদদের ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের এনওসি প্রয়োজন হয় ৷ তেমনি রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট নিম্ন আদালতে জমা দিয়েছে সিবিআই ৷ কিন্তু, 2022 সাল থেকে মুখ্যসচিবের এনওসি-র জন্য অপেক্ষা করছে তদন্তকারী সংস্থা ৷ তা না-পাওয়ায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না ৷

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদনের শুনানি ছিস ৷ সেখানেই সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হয় ৷ আর বিচার প্রক্রিয়া শুরু করতে না পারার কারণ হিসেবে, মুখ্যসচিবের তরফে এনওসি না আসার বিষয়টি জানায় সিবিআই ৷ এদিন আদালত প্রশ্ন তোলে, "সরকারি আধিকারিক যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের ট্রায়াল শুরুর জন্য কেন স্যাংশান দিচ্ছেন না মুখ্যসচিব ? এর জবাব রিপোর্ট আকারে জমা দিতে হবে মুখ্যসচিবকে ৷" আদালতের এই নির্দেশ মুখ্যসচিবের কাছে সিবিআই ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পৌঁছে দিতে বলা হয়েছে ৷

আজ সিবিআইয়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ সেখানেই তিনি বিষয়টি উত্থাপন করে বলেন, "আদালত সিবিআইয়ের রিপোর্ট চেয়েছিল ৷ আমরা সেই রিপোর্ট জমা দিতে চাই ৷ গভর্নরের তরফ থেকে স্যাংশান এসেছে পার্থ চ্যাটার্জির বিষয়টা ৷ তবে, অন্য পাব্লিক সার্ভেন্টের বিষয়ে চিফ সেক্রেটারিকে ডিসেম্বর 2022 থেকে মার্চ 2024 পর্যন্ত চিঠি দেওয়ার পরেও কোন স্যাংশান আসেনি ৷"

তবে, চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "অন্য একটি বেঞ্চে রাজ্য জানিয়েছে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চিফ সেক্রেটারির স্যাংশান দেওয়ার কোনও প্রয়োজন হয় না ৷" উল্লেখ্য রাজ্যের তরফে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এর আগে জানানো হয়েছিল, অনুমতি দেওয়ার বিষয়টি নিম্ন আদালতের এক্তিয়ার ভুক্ত ৷ সেখানেই অনুমতি সংক্রান্ত মামলাটি বিচারাধীন রয়েছে ৷ তারই মধ্যে এবার সরাসরি মুখ্যসচিবকে হাইকোর্ট নোটিশ পাঠাল ৷

আরও পড়ুন:

  1. মতুয়া মহাসংঘের দায়িত্ব হস্তান্তর মামলা: শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের
  2. বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির
  3. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.