আউশগ্রাম, 20 অক্টোবর: বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে মাওবাদীদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তুলনা করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের অনুষ্ঠান থেকে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হোক বলে মন্তব্য করেন । কিন্তু আলোচনায় সমাধান না মিটলে ডাক্তাররা যেভাবে হুমকি দিচ্ছেন সেটা মাওবাদীদের মতো বলে তার মত । এদিন দেবাংশু বলেন,"আমি তো চাইছি এই বিষয়টা আদালতে আসুক । 2001 ও 2003 সালে এসএফআই নেতা সুবর্ণ গোস্বামীদের নেতৃত্বে আরজি করে কী ঘটনা ঘটেছে, কেমন ভাবে পর্ন চক্র চলত আমরা চাই সেটা প্রকাশ্যে আসুক । আর উনি যদি নিজেই বিষয়টা আদালতের দরবারে নিয়ে যান এর থেকে খুশি আর কিছুতে হতে পারে না ।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসা প্রসঙ্গে তিনি বলেন, "শুভবুদ্ধির উদয় হোক । জুনিয়র ডাক্তাররা অনশন ত্যাগ করে আবার কাজে ফিরে আসুক এবং তাদের পিছনে থেকে যারা কলকাঠি নাড়ছে তাদেরকে চেনা উচিত ।"
এদিন তিনি আরও বলেন, "জুনিয়র ডাক্তাররা যে হুমকি দিয়েছেন তার অর্থ কী ? এর অর্থ এই যে আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করব । কারণ চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা । তাহলে মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তো মাওবাদীদের আমি কোনও তফাৎ দেখতে পাই না । মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য । এরাও বলছেন আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব । আমার কথা হচ্ছে চিকিৎসা একটা মহান পেশা । তাহলে ডাক্তারদের বুঝতে হবে তারা মানুষের প্রাণের বিনিময়ে কাউকে হুমকি দিতে পারেন না ।"