ETV Bharat / state

বাজ পড়ে মৃত্যু চারজনের, পরপর 2 দিনের ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায় - Lightning Death in Purulia - LIGHTNING DEATH IN PURULIA

DEATH DUE TO LIGHTNING: মাঠের কাজে গিয়ে বাজ পড়ে প্রাণ গেল চারজনের ৷ শুক্র ও শনিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী পুরুলিয়ার দুই গ্রাম ৷

Purulia News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 10:38 PM IST

পুরুলিয়া, 10 অগস্ট: দু'দিনে বাজ পড়ে চারজনের মৃত্যু হল পুরুলিয়ায় । ঘটনায় আহত হয়েছেন আরও দুজন । শনিবার বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার । শনিবার বিকেলে পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামের ঘটনা ৷ একজনের নাম ছবিরানী রাজোয়াড় (46) ৷ অন্যজন, রূপসানা বিবি (24) ৷ দু'জনেরই বাড়ি দুমদুমি গ্রামে ৷ আহত দুই মহিলাও ওই গ্রামেরই বাসিন্দা ৷

এদিন ক্ষেতে ধান রোপণের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় দুই মহিলার । আহত হয়েছেন আরও দু'জন । এদিন ওই চারজনকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন । বাকি দু'জন পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি ।

তার আগের দিন অর্থাৎ, শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার কুশলডি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় নীলমোহন মাহাতো (30) নামে এক ব্যক্তির । অন্যদিকে, পুরুলিয়া মফস্বল থানার ধুরহি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় ভাগ্যবতী মাহাত (58) নামে এক মহিলার । শনিবার দেহদুটির ময়নাতদন্ত করা হয় । এরপর শনিবারেও ফের একই ঘটনা ।

এই বিষয়ে গ্রামের বাসিন্দা নঈম আনসারী বলেন, "উপার্জনের তাগিদে চাষের মরশুমে ধান রোপণের কাজে যাচ্ছেন সবাই । কিন্তু এমন ঘটনা ঘটল যে কিছু বলার নেই । প্রশাসনের কাছে আবেদন করব পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য । তিন দিন আগেও এই গ্রামেই বাজ পড়ে এক মহিলা আহত হয়েছিলেন ।" পুরুলিয়া 2 ব্লকের বিডিও বাপী ধর বলেন, "ঘটনার কথা শুনেছি । খুবই মর্মান্তিক খবর । সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলিকে আগামিকাল থেকেই জনগণকে সচেতন করার কাজ করতে বলা হয়েছে ।"

পুরুলিয়া, 10 অগস্ট: দু'দিনে বাজ পড়ে চারজনের মৃত্যু হল পুরুলিয়ায় । ঘটনায় আহত হয়েছেন আরও দুজন । শনিবার বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার । শনিবার বিকেলে পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামের ঘটনা ৷ একজনের নাম ছবিরানী রাজোয়াড় (46) ৷ অন্যজন, রূপসানা বিবি (24) ৷ দু'জনেরই বাড়ি দুমদুমি গ্রামে ৷ আহত দুই মহিলাও ওই গ্রামেরই বাসিন্দা ৷

এদিন ক্ষেতে ধান রোপণের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় দুই মহিলার । আহত হয়েছেন আরও দু'জন । এদিন ওই চারজনকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন । বাকি দু'জন পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি ।

তার আগের দিন অর্থাৎ, শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার কুশলডি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় নীলমোহন মাহাতো (30) নামে এক ব্যক্তির । অন্যদিকে, পুরুলিয়া মফস্বল থানার ধুরহি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় ভাগ্যবতী মাহাত (58) নামে এক মহিলার । শনিবার দেহদুটির ময়নাতদন্ত করা হয় । এরপর শনিবারেও ফের একই ঘটনা ।

এই বিষয়ে গ্রামের বাসিন্দা নঈম আনসারী বলেন, "উপার্জনের তাগিদে চাষের মরশুমে ধান রোপণের কাজে যাচ্ছেন সবাই । কিন্তু এমন ঘটনা ঘটল যে কিছু বলার নেই । প্রশাসনের কাছে আবেদন করব পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য । তিন দিন আগেও এই গ্রামেই বাজ পড়ে এক মহিলা আহত হয়েছিলেন ।" পুরুলিয়া 2 ব্লকের বিডিও বাপী ধর বলেন, "ঘটনার কথা শুনেছি । খুবই মর্মান্তিক খবর । সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলিকে আগামিকাল থেকেই জনগণকে সচেতন করার কাজ করতে বলা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.