ETV Bharat / state

পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: 2009 সাল থেকে দার্জিলিং লোকসভা আসন বিজেপির দখলে ৷ এবারও ওই আসন নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি ৷ গেরুয়া শিবিরের সেই চেষ্টা রুখে দেওয়ার জন্য রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷

LOK SABHA ELECTION 2024
LOK SABHA ELECTION 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 8:39 PM IST

পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার

দার্জিলিং, 6 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2024 সালের নির্বাচনে আলাদা স্ট্র‍্যাটেজি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ-এর চিফ এগজিকিউটিভ অনিত থাপার সঙ্গে জোট করে এবার প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল ।

এবারের নির্বাচনে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতির সাংবিধানিক স্বীকৃতিকে হাতিয়ার করে প্রচার শুরু করেছে বিজেপির দ্বিতীয়বারের প্রার্থী রাজু বিস্তা । অন্যদিকে, পৃথক রাজ্য, স্থায়ী রাজনৈতিক সমাধান কিংবা ষষ্ঠ তপশিল জাতির স্বীকৃতিকে দূরে সরিয়ে উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন গোপাল লামা ।

বিগত 15 বছর ধরে পাহাড় দখলে রয়েছে বিজেপির । প্রথমে যশবন্ত সিং, তারপর সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও শেষে রাজু বিস্তা । কিন্তু এবার অন্তত পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলেছে । পাহাড়ের রাশ এখন অনিত থাপার হাতে । আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা রাজ্য সরকারের উন্নয়নকেই প্রচারের ইস্যু করেছে । পৃথক রাজ্য, জনজাতির স্বীকৃতি নয় । পাহাড়ে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ-সহ সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন তিনি ।

পাহাড়ের উন্নয়নে ইতিমধ্যে 13টি পৃথক উন্নয়ন বোর্ড, শিক্ষক নিয়োগের কমিশন, জেলা বিদ্যালয় সংসদ গড়েছে রাজ্য সরকার । এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, সবুজসাথীর মতো রাজ্যের প্রকল্পগুলোকে প্রচারের আলোয় আনছেন তিনি । গোপাল লামার মতে, "পাহাড়ে এখন অনেক কাজ করা বাকি রয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে । কিন্তু কাজ করেনি । স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে পনেরোটা বছর নষ্ট করেছে । কিন্তু আমরা পাহাড়ের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি । পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পানীয় জল এসবকে গুরুত্ব দিচ্ছি আমরা ।"

আরও পড়ুন:

  1. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  2. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
  3. বামেরাই বুর্জোয়াদের প্রধান বিরোধী, দেশ বাঁচাতে চাই লাল ঝান্ডা: মীনাক্ষী

পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার

দার্জিলিং, 6 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2024 সালের নির্বাচনে আলাদা স্ট্র‍্যাটেজি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ-এর চিফ এগজিকিউটিভ অনিত থাপার সঙ্গে জোট করে এবার প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল ।

এবারের নির্বাচনে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতির সাংবিধানিক স্বীকৃতিকে হাতিয়ার করে প্রচার শুরু করেছে বিজেপির দ্বিতীয়বারের প্রার্থী রাজু বিস্তা । অন্যদিকে, পৃথক রাজ্য, স্থায়ী রাজনৈতিক সমাধান কিংবা ষষ্ঠ তপশিল জাতির স্বীকৃতিকে দূরে সরিয়ে উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন গোপাল লামা ।

বিগত 15 বছর ধরে পাহাড় দখলে রয়েছে বিজেপির । প্রথমে যশবন্ত সিং, তারপর সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও শেষে রাজু বিস্তা । কিন্তু এবার অন্তত পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলেছে । পাহাড়ের রাশ এখন অনিত থাপার হাতে । আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা রাজ্য সরকারের উন্নয়নকেই প্রচারের ইস্যু করেছে । পৃথক রাজ্য, জনজাতির স্বীকৃতি নয় । পাহাড়ে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ-সহ সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন তিনি ।

পাহাড়ের উন্নয়নে ইতিমধ্যে 13টি পৃথক উন্নয়ন বোর্ড, শিক্ষক নিয়োগের কমিশন, জেলা বিদ্যালয় সংসদ গড়েছে রাজ্য সরকার । এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, সবুজসাথীর মতো রাজ্যের প্রকল্পগুলোকে প্রচারের আলোয় আনছেন তিনি । গোপাল লামার মতে, "পাহাড়ে এখন অনেক কাজ করা বাকি রয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে । কিন্তু কাজ করেনি । স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে পনেরোটা বছর নষ্ট করেছে । কিন্তু আমরা পাহাড়ের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি । পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পানীয় জল এসবকে গুরুত্ব দিচ্ছি আমরা ।"

আরও পড়ুন:

  1. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  2. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
  3. বামেরাই বুর্জোয়াদের প্রধান বিরোধী, দেশ বাঁচাতে চাই লাল ঝান্ডা: মীনাক্ষী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.