দার্জিলিং, 6 এপ্রিল: দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2024 সালের নির্বাচনে আলাদা স্ট্র্যাটেজি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ-এর চিফ এগজিকিউটিভ অনিত থাপার সঙ্গে জোট করে এবার প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল ।
এবারের নির্বাচনে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতির সাংবিধানিক স্বীকৃতিকে হাতিয়ার করে প্রচার শুরু করেছে বিজেপির দ্বিতীয়বারের প্রার্থী রাজু বিস্তা । অন্যদিকে, পৃথক রাজ্য, স্থায়ী রাজনৈতিক সমাধান কিংবা ষষ্ঠ তপশিল জাতির স্বীকৃতিকে দূরে সরিয়ে উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন গোপাল লামা ।
বিগত 15 বছর ধরে পাহাড় দখলে রয়েছে বিজেপির । প্রথমে যশবন্ত সিং, তারপর সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও শেষে রাজু বিস্তা । কিন্তু এবার অন্তত পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলেছে । পাহাড়ের রাশ এখন অনিত থাপার হাতে । আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা রাজ্য সরকারের উন্নয়নকেই প্রচারের ইস্যু করেছে । পৃথক রাজ্য, জনজাতির স্বীকৃতি নয় । পাহাড়ে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ-সহ সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন তিনি ।
পাহাড়ের উন্নয়নে ইতিমধ্যে 13টি পৃথক উন্নয়ন বোর্ড, শিক্ষক নিয়োগের কমিশন, জেলা বিদ্যালয় সংসদ গড়েছে রাজ্য সরকার । এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, সবুজসাথীর মতো রাজ্যের প্রকল্পগুলোকে প্রচারের আলোয় আনছেন তিনি । গোপাল লামার মতে, "পাহাড়ে এখন অনেক কাজ করা বাকি রয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে । কিন্তু কাজ করেনি । স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে পনেরোটা বছর নষ্ট করেছে । কিন্তু আমরা পাহাড়ের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি । পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পানীয় জল এসবকে গুরুত্ব দিচ্ছি আমরা ।"
আরও পড়ুন: