ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি, রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার - North Bengal Medical College Scam

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 7:06 PM IST

Updated : Sep 10, 2024, 8:52 PM IST

North Bengal Medical College Scam: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি ও অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানালেন রাজু বিস্তা ৷ সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ ৷

North Bengal Medical College Scam
উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি, রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার (ইটিভি ভারত)

দার্জিলিং, 10 সেপ্টেম্বর: শুধু আরজিকর নয়, এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি, থ্রেট কালচার, মার্কশিট নয়ছয়ের তদন্ত করুক সিবিআই । এমনটাই দাবি তুলে সরব হলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । শুধু তাই নয়, সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন তিনি ।

উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি, রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার (ইটিভি ভারত)

সম্প্রতি আরজি কর-কাণ্ডের পর থ্রেট কালচার, দুর্নীতি, মার্কশিট হেরফের, শ্লীলতাহানির মতো অভিযোগ তুলে উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা-সহ রাজ্যের শাসকদলের প্রভাবশালী একাধিক প্রশাসনিক আধিকারিক, হাউজ স্টাফ, ইন্টার্ন ও পড়ুয়াদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলে সরব হন কলেজেরই জুনিয়র ডাক্তার, অধ্যাপক, পড়ুয়া ।

North Bengal Medical College Scam
উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে চিঠি রাজু বিস্তার (নিজস্ব চিত্র)

এরপর তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর কলেজ কাউন্সিল বৈঠকে বসে কলেজের ডিন, সহকারি ডিন, নোডাল অফিসার, হাউজ স্টাফ, ইন্টার্ন, পড়ুয়া মিলিয়ে 12 জনকে সাসপেন্ড করে ও মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানায় ৷ তবে এই দুর্নীতির শেষ কোথায় এবং এত অভিযোগে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে আশঙ্কা হাসপাতালেরই একটা বড় অংশের চিকিৎসকদের ।

North Bengal Medical College Scam
উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে চিঠি রাজু বিস্তার (নিজস্ব চিত্র)

এছাড়াও উত্তরবঙ্গ লবি ও আরজি করের ঘটনার মতো অনেকে জড়িত রয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন রাজু বিস্তা । যার কিনারা করতে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি । পাশাপাশি রাজ্যে এই ধর‍নের ঘটনার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেন তিনি ৷

North Bengal Medical College Scam
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধরনা৷ শিলিগুড়িতে৷ (নিজস্ব চিত্র)

রাজু বিস্তা বলেন, "শুধু সিবিআই নয়, যদি তার থেকেই বড় কোনও তদন্তকারী সংস্থা থাকতো তাকে তদন্তের দাবি জানাতাম । কলেজের অধ্যক্ষ অনেকে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে । রাজ্যের স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তিনি এখনও কিছু করে উঠতে পারছেন না । অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও কাকা-ভাইপোর খেলা চলছে । দুর্নীতি চলছে । সেজন্য আমি রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন করেছি যে সিবিআই দল আরজি করের তদন্ত করছে তাকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তদন্তে লাগানো হোক ।"

দার্জিলিং, 10 সেপ্টেম্বর: শুধু আরজিকর নয়, এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি, থ্রেট কালচার, মার্কশিট নয়ছয়ের তদন্ত করুক সিবিআই । এমনটাই দাবি তুলে সরব হলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । শুধু তাই নয়, সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন তিনি ।

উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি, রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার (ইটিভি ভারত)

সম্প্রতি আরজি কর-কাণ্ডের পর থ্রেট কালচার, দুর্নীতি, মার্কশিট হেরফের, শ্লীলতাহানির মতো অভিযোগ তুলে উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা-সহ রাজ্যের শাসকদলের প্রভাবশালী একাধিক প্রশাসনিক আধিকারিক, হাউজ স্টাফ, ইন্টার্ন ও পড়ুয়াদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলে সরব হন কলেজেরই জুনিয়র ডাক্তার, অধ্যাপক, পড়ুয়া ।

North Bengal Medical College Scam
উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে চিঠি রাজু বিস্তার (নিজস্ব চিত্র)

এরপর তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর কলেজ কাউন্সিল বৈঠকে বসে কলেজের ডিন, সহকারি ডিন, নোডাল অফিসার, হাউজ স্টাফ, ইন্টার্ন, পড়ুয়া মিলিয়ে 12 জনকে সাসপেন্ড করে ও মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানায় ৷ তবে এই দুর্নীতির শেষ কোথায় এবং এত অভিযোগে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে আশঙ্কা হাসপাতালেরই একটা বড় অংশের চিকিৎসকদের ।

North Bengal Medical College Scam
উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে চিঠি রাজু বিস্তার (নিজস্ব চিত্র)

এছাড়াও উত্তরবঙ্গ লবি ও আরজি করের ঘটনার মতো অনেকে জড়িত রয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন রাজু বিস্তা । যার কিনারা করতে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি । পাশাপাশি রাজ্যে এই ধর‍নের ঘটনার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেন তিনি ৷

North Bengal Medical College Scam
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধরনা৷ শিলিগুড়িতে৷ (নিজস্ব চিত্র)

রাজু বিস্তা বলেন, "শুধু সিবিআই নয়, যদি তার থেকেই বড় কোনও তদন্তকারী সংস্থা থাকতো তাকে তদন্তের দাবি জানাতাম । কলেজের অধ্যক্ষ অনেকে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে । রাজ্যের স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তিনি এখনও কিছু করে উঠতে পারছেন না । অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও কাকা-ভাইপোর খেলা চলছে । দুর্নীতি চলছে । সেজন্য আমি রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন করেছি যে সিবিআই দল আরজি করের তদন্ত করছে তাকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তদন্তে লাগানো হোক ।"

Last Updated : Sep 10, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.