শিলিগুড়ি, 25 এপ্রিল: রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে শুক্রবার । রাত পোহালেই ভোট দার্জিলিং লোকসভা আসনে । যে কেন্দ্রে মোট ভোটার রয়েছে প্রায় সাড়ে 17 লক্ষ । শুক্রবার দ্বিতীয় দফায় এই কেন্দ্রের 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে । 15 জন প্রার্থীর মধ্যে ন'জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দলে । তৃণমূল, কংগ্রেস, বিজেপি, কেপিপি, এসইউসিআই, আমরা বাঙালির প্রার্থীরা মূলত দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । নির্বাচনে 212 জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে । খোলা হয়েছে নয়টি কন্ট্রোল রুম ।
বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল বুথে যাওয়ার আগে ভোটকর্মীদের তৎপরতা । এদিন সকাল থেকেই ডিসিআরসি সেন্টারে চরম ব্যস্ততার ছবি ধরা পড়েছে ।
দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ডিসিআরসিতে বৃহস্পতিবার সকাল 7টা থেকে বুথে বুথে ইভিএম ও ভিভিপ্যাট পাঠানো শুরু হয় ৷ কার্শিয়াংয়ের এসডিও বলেন, "পাহাড়ের কিছু জায়গায় যাতায়াত ও ইন্টারনেটের সমস্যা রয়েছে ৷ তবে আমরা বিষয়টা দেখছি ৷" দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটকর্মী রয়েছেন প্রায় দশ হাজার । এছাড়াও রিজার্ভে রয়েছেন আরও সাড়ে চার হাজার ভোটকর্মী । তাঁদের ও ভোটারদের নিরাপত্তার জন্য 51 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । প্রত্যেক বুথেই রাখা হবে কেন্দ্রীয়বাহিনী । দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 1,999টি । যার মধ্যে 945টি কেন্দ্র রয়েছে রয়েছে পাহাড়ে । বাকিগুলি শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে অবস্থিত ৷ এই কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে মোট চার জায়গায় ।
শিলিগুড়ি মহকুমার জন্য শিলিগুড়ি কলেজ, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং ও চোপড়ায় আলাদা আলাদা ডিসিআরসি করা হয়েছে । কেন্দ্রে মোট মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 54টি । যার মধ্যে পাঁচটি করে শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া নকশালবাড়ি, চোপড়া ও দার্জিলিংয়ে রয়েছে । 25টি মহিলা পরিচালিত কেন্দ্র রয়েছে কালিম্পং জেলায় । তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনে কোনওবারই হিংসার ঘটনা না ঘটায়, এবারও সেই সংস্কৃতি বজায় থাকবে বলে মনে করছে ভোটকর্মীরা । তবে নিরাপত্তার পাশাপাশি তীব্র গরমে সুস্থ থেকে ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই চ্যালেঞ্জ ভোটকর্মী ও জেলা প্রশাসনের ।
এই বিষয়ে ভোটকর্মী বৈদ্যনাথ দে বলেন, "আমার সামসিয়া হাইমাদ্রাসা স্কুলে ডিউটি পড়েছে । আমাদের সেরকম কোনও চিন্তা নেই । কারণ শিলিগুড়ি বা দার্জিলিংয়ে কোনওবারই ভোটে সংঘর্ষের ঘটনা ঘটে না । তবে কেন্দ্রীয় বাহিনী থাকছে । শান্তিপূর্ণ ভোট হবে বলে আমরা আশাবাদী । তবে এই প্রচণ্ড গরম একটা চ্যালেঞ্জ আমাদের কাছে ।"
প্রথমবার ভোটের ডিউটিতে আসা ভোটকর্মী শ্রাবন্তী রায়ের কথায়, "আমার এই প্রথমবার ভোটের ডিউটি পড়েছে । তবে দুশ্চিন্তা করছি না । গরমটা একটু চিন্তার কারণ । না-হলে এখানে সেরকম কোনও হিংসার ঘটনা ঘটে না ৷"
আরও পড়ুন :