ETV Bharat / state

সাগরদ্বীপ থেকে 380 কিমি দূরে, সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল' - Cyclone Remal Update

Cyclone Remal to Hit West Bengal: এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ৷ অতি গভীর নিম্নচাপ থেকে শনি সন্ধেয় রেমাল পরিণত হবে ঘূর্ণিঝড়ে ৷ রেমাল এখন দক্ষিণ-দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার দূরে রয়েছে ৷ দক্ষিণ-দক্ষিণ-পূর্ব ক্যানিং থেকে 530 কিলোমিটার দূরে ও বাংলাদেশের দক্ষিণ খেপুপাড়া থেকে 490 কিলোমিটার দূরে রয়েছে 'বালি' ৷

Cyclone Remal Storm to Hit West Bengal
সাগরে জলোচ্ছ্বাস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 11:14 AM IST

কলকাতা, 25 মে: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে অতি গভীরে পরিণত হয়েছে ৷ এখনও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ৷ রবিবার মাঝরাতে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ তা সর্বোচ্চ 135 কিলোমিটারও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ গত ছয় ঘণ্টায় 15 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান ছিল। যা বাংলাদেশের দক্ষিণ খেপুপাড়া থেকে 490 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব ক্যানিং থেকে 530 কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর-সহ দুই জেলায়, 'রেমাল' এখন কোথায়?

এই গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে শনিবার সন্ধেয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। এরপর তা এগোতে থাকবে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যার প্রভাবে ঝড়ের শঙ্কার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। যার প্রভাব পড়বে কলকাতা হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও।

রবিবার এবং সোমবার দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে। তবে আজ লোকসভা নির্বাচনে এই দুর্যোগের কোনও প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিল হাওয়া অফিস

কলকাতা, 25 মে: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে অতি গভীরে পরিণত হয়েছে ৷ এখনও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ৷ রবিবার মাঝরাতে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ তা সর্বোচ্চ 135 কিলোমিটারও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ গত ছয় ঘণ্টায় 15 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান ছিল। যা বাংলাদেশের দক্ষিণ খেপুপাড়া থেকে 490 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব ক্যানিং থেকে 530 কিলোমিটার দূরে অবস্থান করছে।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর-সহ দুই জেলায়, 'রেমাল' এখন কোথায়?

এই গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে শনিবার সন্ধেয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। এরপর তা এগোতে থাকবে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যার প্রভাবে ঝড়ের শঙ্কার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। যার প্রভাব পড়বে কলকাতা হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও।

রবিবার এবং সোমবার দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে। তবে আজ লোকসভা নির্বাচনে এই দুর্যোগের কোনও প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিল হাওয়া অফিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.