ETV Bharat / state

ঘূর্ণিঝড়ে পরিণত হল রেমাল, প্রভাব কোথায় কোথায়? - Cyclone Remal Update - CYCLONE REMAL UPDATE

Cyclone Remal Update: 120 থেকে 135 কিমি বেগে আছড়ে পড়তে চলেছে রেমাল ৷ রবিবার মধ্যারাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ৷ ফলে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া । সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সুন্দরবন এলাকা ৷

Cyclone Remal Update
রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে রেমাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 6:23 PM IST

Updated : May 25, 2024, 11:11 PM IST

কলকাতা, 25 মে: ঘূর্ণিঝড়ে পরিণত হল বঙ্গোপসাগরের উপরে থাকা গভীর নিম্নচাপ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও শক্তি বাড়িয়ে ক্রমেই বঙ্গে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল ৷ রবিবার সকালের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির ৷ এরপর রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 120 থেকে 135 কিমি ৷

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি ৷ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ এর প্রভাবে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সুন্দরবন এলাকা ৷ সেইসঙ্গে শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ৷ রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় । ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেইসঙ্গে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

আরও পড়ুন: রেমালের প্রভাব মালদাতেও, অতিভারী বৃষ্টির সঙ্গে বাড়ছে বজ্রপাতের শঙ্কাও

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, "সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় । অন্যদিকে, 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ।" তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই 24 পরগনাতেই দমকা হাওয়া-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ 24 পরগনাতে 100 থেকে 120 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতে 100 থেকে 110 কিমি পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস । কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে হুগলি ও পূর্ব বর্ধমানে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

অন্যদিকে, 28 মে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি ৷ মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ।

আরও পড়ুন: সাগরদ্বীপ থেকে 380 কিমি দূরে, সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল'

কলকাতাতে শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ৷ জলীয়বাষ্প থাকায় গরমে অস্বস্তি ক্রমশ বাড়বে। বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে । মধ্যরাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । সোমবারেও অতি ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে । মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

কলকাতা, 25 মে: ঘূর্ণিঝড়ে পরিণত হল বঙ্গোপসাগরের উপরে থাকা গভীর নিম্নচাপ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও শক্তি বাড়িয়ে ক্রমেই বঙ্গে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল ৷ রবিবার সকালের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির ৷ এরপর রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 120 থেকে 135 কিমি ৷

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি ৷ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ এর প্রভাবে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সুন্দরবন এলাকা ৷ সেইসঙ্গে শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ৷ রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় । ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেইসঙ্গে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

আরও পড়ুন: রেমালের প্রভাব মালদাতেও, অতিভারী বৃষ্টির সঙ্গে বাড়ছে বজ্রপাতের শঙ্কাও

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, "সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় । অন্যদিকে, 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ।" তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই 24 পরগনাতেই দমকা হাওয়া-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ 24 পরগনাতে 100 থেকে 120 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতে 100 থেকে 110 কিমি পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস । কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে হুগলি ও পূর্ব বর্ধমানে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

অন্যদিকে, 28 মে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি ৷ মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ।

আরও পড়ুন: সাগরদ্বীপ থেকে 380 কিমি দূরে, সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল'

কলকাতাতে শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ৷ জলীয়বাষ্প থাকায় গরমে অস্বস্তি ক্রমশ বাড়বে। বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে । মধ্যরাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । সোমবারেও অতি ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে । মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Last Updated : May 25, 2024, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.