ETV Bharat / state

রাজ্য দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

CV Ananda Bose on Sandeshkhali: সন্দেশখালি নিয়ে রাজ্য সরকার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার সংবিধান মেনে পদক্ষেপ না করলে রাজ্যপাল হিসেবে তিনি নিজের ক্ষমতা প্রয়োগ করবেন ৷ সোমবার হুগলির ব্যান্ডেলে রেলের এক অনুষ্ঠানে হাজির হয়ে এই কথা বলেন তিনি ৷

CV Ananda Bose
CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 5:52 PM IST

Updated : Feb 26, 2024, 8:00 PM IST

রাজ্য দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের

ব্যান্ডেল, 26 ফ্রেব্রুয়ারি: রাজ্য সরকার সংবিধান মেনে কাজ না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করবে, সোমবার হুগলির ব্যান্ডেল থেকে সন্দেশখালি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস ৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সারা দেশে একাধিক মডেল স্টেশন, ফ্লাইওভার ও আন্ডারপাসের শিলান্যাস করেন ৷ সেই সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় হুগলির ব্য়ান্ডেলেও ৷ সেখানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানেই রাজ্যপাল সন্দেশখালি নিয়ে এই হুঁশিয়ারি দেন ৷

এ দিন সন্দেশখালি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল ৷ সেখানে উঠে আসে সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠছে, সেই বিষয়টি ৷ এই নিয়ে সিভি আনন্দ বোস জানান, কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।

CV Ananda Bose
রেলের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার হুগলির ব্য়ান্ডেলে৷

অন্যদিকে এ দিন সন্দেশখালি মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে শাহজাহানের গ্রেফতারে কোনও বাধা নেই পুলিশের ৷ সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, আদালত যা বলেছে, সেটাই শেষ কথা । অভিযুক্তকে ধরতে হবে । আদালতের রায় শেষ কথা ৷ তাঁকে না ধরার কোনও অজুহাত নেই । এই দেশে গণতন্ত্রে আদালতের একটা ভূমিকা আছে । দোষীকে ধরতেই হবে । রাজ্যপাল হিসেবে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে বিষয়টা দেখবেন বলেও তিনি জানিয়েছেন ।

PM Narendra Modi
হুগলির ব্যান্ডেলে রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণ৷ সোমবার৷

এদিকে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি হুগলির ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ জন্য শিলান্যাস করেন । ব্যান্ডেলে 307 কোটি, চন্দননগরে 18 কোটি ও ডানকুনিতে 15 কোটি টাকা খরচ হবে । তিন স্টেশনেই রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন । ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রাজ্যপাল কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রেলের কাছে ।

CV Ananda Bose
রেলের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার হুগলির ব্য়ান্ডেলে৷

পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে রাজ্যপালের অনুরোধ, দার্জিলিং-এ চা উৎসব হয় প্রতিবছর । সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতার রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন । তাঁদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়া হোক ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট, গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি
  2. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের
  3. মন্ত্রীরা ফিরতেই শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের পোস্টার সন্দেশখালিতে

রাজ্য দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের

ব্যান্ডেল, 26 ফ্রেব্রুয়ারি: রাজ্য সরকার সংবিধান মেনে কাজ না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করবে, সোমবার হুগলির ব্যান্ডেল থেকে সন্দেশখালি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস ৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সারা দেশে একাধিক মডেল স্টেশন, ফ্লাইওভার ও আন্ডারপাসের শিলান্যাস করেন ৷ সেই সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় হুগলির ব্য়ান্ডেলেও ৷ সেখানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানেই রাজ্যপাল সন্দেশখালি নিয়ে এই হুঁশিয়ারি দেন ৷

এ দিন সন্দেশখালি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল ৷ সেখানে উঠে আসে সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠছে, সেই বিষয়টি ৷ এই নিয়ে সিভি আনন্দ বোস জানান, কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।

CV Ananda Bose
রেলের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার হুগলির ব্য়ান্ডেলে৷

অন্যদিকে এ দিন সন্দেশখালি মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে শাহজাহানের গ্রেফতারে কোনও বাধা নেই পুলিশের ৷ সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, আদালত যা বলেছে, সেটাই শেষ কথা । অভিযুক্তকে ধরতে হবে । আদালতের রায় শেষ কথা ৷ তাঁকে না ধরার কোনও অজুহাত নেই । এই দেশে গণতন্ত্রে আদালতের একটা ভূমিকা আছে । দোষীকে ধরতেই হবে । রাজ্যপাল হিসেবে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে বিষয়টা দেখবেন বলেও তিনি জানিয়েছেন ।

PM Narendra Modi
হুগলির ব্যান্ডেলে রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণ৷ সোমবার৷

এদিকে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি হুগলির ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ জন্য শিলান্যাস করেন । ব্যান্ডেলে 307 কোটি, চন্দননগরে 18 কোটি ও ডানকুনিতে 15 কোটি টাকা খরচ হবে । তিন স্টেশনেই রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন । ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রাজ্যপাল কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রেলের কাছে ।

CV Ananda Bose
রেলের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার হুগলির ব্য়ান্ডেলে৷

পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে রাজ্যপালের অনুরোধ, দার্জিলিং-এ চা উৎসব হয় প্রতিবছর । সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতার রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন । তাঁদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়া হোক ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি মামলায় শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট, গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি
  2. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের
  3. মন্ত্রীরা ফিরতেই শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের পোস্টার সন্দেশখালিতে
Last Updated : Feb 26, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.