ব্যান্ডেল, 26 ফ্রেব্রুয়ারি: রাজ্য সরকার সংবিধান মেনে কাজ না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করবে, সোমবার হুগলির ব্যান্ডেল থেকে সন্দেশখালি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস ৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সারা দেশে একাধিক মডেল স্টেশন, ফ্লাইওভার ও আন্ডারপাসের শিলান্যাস করেন ৷ সেই সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় হুগলির ব্য়ান্ডেলেও ৷ সেখানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানেই রাজ্যপাল সন্দেশখালি নিয়ে এই হুঁশিয়ারি দেন ৷
এ দিন সন্দেশখালি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল ৷ সেখানে উঠে আসে সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠছে, সেই বিষয়টি ৷ এই নিয়ে সিভি আনন্দ বোস জানান, কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।
অন্যদিকে এ দিন সন্দেশখালি মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে শাহজাহানের গ্রেফতারে কোনও বাধা নেই পুলিশের ৷ সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, আদালত যা বলেছে, সেটাই শেষ কথা । অভিযুক্তকে ধরতে হবে । আদালতের রায় শেষ কথা ৷ তাঁকে না ধরার কোনও অজুহাত নেই । এই দেশে গণতন্ত্রে আদালতের একটা ভূমিকা আছে । দোষীকে ধরতেই হবে । রাজ্যপাল হিসেবে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে বিষয়টা দেখবেন বলেও তিনি জানিয়েছেন ।
এদিকে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি হুগলির ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ জন্য শিলান্যাস করেন । ব্যান্ডেলে 307 কোটি, চন্দননগরে 18 কোটি ও ডানকুনিতে 15 কোটি টাকা খরচ হবে । তিন স্টেশনেই রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন । ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রাজ্যপাল কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রেলের কাছে ।
পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে রাজ্যপালের অনুরোধ, দার্জিলিং-এ চা উৎসব হয় প্রতিবছর । সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতার রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন । তাঁদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়া হোক ৷
আরও পড়ুন: