ETV Bharat / state

সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত 3, বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ - MURSHIDABAD BOMB BLAST

বোমা বাঁধতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে ৷ মৃতরা আগে কখনও এই কাজ করেননি বলে দাবি স্থানীয়দের ৷

MURSHIDABAD BOMB BLAST
মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 12:36 PM IST

সাগরপাড়া, 9 ডিসেম্বর: বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল 3 জনের । ঘটনায় গুরুতর জখম আরও 2 জন বলে স্থানীয় সূত্রে খবর ৷ যদিও জখমদের হদিশ এখনও মেলেনি । বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে গিয়েছে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিরুল সরকার (29), মামন মোল্লা (21) ও মুস্তাকিন শেখ (35) । তাঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলা । মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশকর্মীরা । ঘটনাস্থলে পৌঁছন ডোমকল এসডিপিও শুভম বাজাজও । তিনি জানান, বাড়িতেই বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ সেই সময় কোনও কারণে ঘটনাটি ঘটে ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে । আর কেউ আহত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷

বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত 10টা নাগাদ মুস্তাকিন ও সাকিরুলকে মামনের বাড়তি ঢুকতে দেখেন কয়েকজন । সন্দেহ হলেও কেউ কারণ জিজ্ঞেস করতে যাননি । স্থানীয় বাসিন্দা ইসলাম মণ্ডল বলেন, "গভীর রাতে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় ৷ তখন বাইরে বেরিয়ে দেখি একজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে । একটা হাত নেই । চেনারও উপায় নেয় । তাকিয়ে দেখি মামন মোল্লার বাড়ির ছাদ ভেঙে গিয়েছে । রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ।"

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণত ফাঁকা জায়গা বা পরিত্যক্ত বাড়িতে বোমার বাঁধার কাজ হয় । কিন্তু, মামনের বাড়িতে কেন বোমা বাঁধা হচ্ছিল ? তা কেউ জানে না । মৃতরা আগে কখনও বোমা বাঁধার কাজ করেনি বলে দাবি গ্রামবাসীদের । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

পড়ুন: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1

সাগরপাড়া, 9 ডিসেম্বর: বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল 3 জনের । ঘটনায় গুরুতর জখম আরও 2 জন বলে স্থানীয় সূত্রে খবর ৷ যদিও জখমদের হদিশ এখনও মেলেনি । বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে গিয়েছে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিরুল সরকার (29), মামন মোল্লা (21) ও মুস্তাকিন শেখ (35) । তাঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলা । মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশকর্মীরা । ঘটনাস্থলে পৌঁছন ডোমকল এসডিপিও শুভম বাজাজও । তিনি জানান, বাড়িতেই বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ সেই সময় কোনও কারণে ঘটনাটি ঘটে ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে । আর কেউ আহত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷

বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত 10টা নাগাদ মুস্তাকিন ও সাকিরুলকে মামনের বাড়তি ঢুকতে দেখেন কয়েকজন । সন্দেহ হলেও কেউ কারণ জিজ্ঞেস করতে যাননি । স্থানীয় বাসিন্দা ইসলাম মণ্ডল বলেন, "গভীর রাতে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় ৷ তখন বাইরে বেরিয়ে দেখি একজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে । একটা হাত নেই । চেনারও উপায় নেয় । তাকিয়ে দেখি মামন মোল্লার বাড়ির ছাদ ভেঙে গিয়েছে । রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ।"

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণত ফাঁকা জায়গা বা পরিত্যক্ত বাড়িতে বোমার বাঁধার কাজ হয় । কিন্তু, মামনের বাড়িতে কেন বোমা বাঁধা হচ্ছিল ? তা কেউ জানে না । মৃতরা আগে কখনও বোমা বাঁধার কাজ করেনি বলে দাবি গ্রামবাসীদের । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

পড়ুন: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.