পাথরপ্রতিমা, 25 জুন: সুন্দরবন মানেই জলে কুমির, ডাঙায় বাঘ ৷ প্রতি মুহূর্তে অপেক্ষা করেছে মৃত্যু ৷ সোমবার বোধ হয় রকমই কিছু ঘটনা ঘটেছিল ৷ কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের পেটে গেল এক নাবালক ৷ দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা এলাকার ঘটনা ৷
জানা গিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমার জি প্লটের কাছে গোবদিয়া নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল 13 বছরের মানিক ভক্তা ৷ সে স্থানীয় সত্য দাসপুর এলাকার বাসিন্দা ৷ সেই সময় ঘটে অঘটন ৷ নদীর তীরে বসে মানিক যখন কাঁকড়া ধরতে ব্যস্ত, তখনই উঠে আসে একটি কুমির ৷ কিছু বুঝে ওঠার আগেই মানিককে জলে টেনে নিয়ে যায় ৷ মানিকের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হলেও, তাকে বাঁচাতে পারেনি ৷ তার আগেই কুমিরে গভীর জলে টেনে নিয়ে চলে যায় ওই নাবালককে ৷ প্রত্যক্ষদর্শীরাই খবর দেয় রামগঙ্গা রেঞ্জে ৷
খবর পেয়ই ঘটনাস্থলে আসে রামগঙ্গা রেঞ্জের বন কর্মীরা ও পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার পুলিশ ৷ নদীতে নাবালকের তল্লাশি শুরু করেন। যদিও এখনও পর্যন্ত নিখোঁজ ওই নাবালকের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন খাঁড়ি এলাকায় ফের তল্লাশি চালানো হচ্ছে । ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷
ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা হুকুম ভক্ত বলেন, "সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল মানিক । দোন দিয়ে কাঁকড়া ধরছিল ৷ সেই সময় হঠাৎ আর্তনাদ শুনতে পায় বাকিরা । স্থানীয়রা আর্তনাদ শুনে ঘটনাস্থলে পৌঁছয় । বহু চেষ্টা করেও ছেলেটিকে উদ্ধার করা গেল না । বনদফতর ও গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ নিখোঁজ নাবালককে খোঁজার চেষ্টা চালাচ্ছে ।