কলকাতা, 27 সেপ্টেম্বর: রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি রোগীর পরিবার-পরিজনদের। ঘটনায় আহত এক পুলিশ কর্মী-সহ দুই স্বাস্থ্যকর্মী।
রোগীর পরিজনদের দাবি, শুক্রবার তাঁরা রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু কোনওরকম চিকিৎসা হয়নি। এর ফলে মৃত্যু হয় রোগীর। বছর ছত্রিশের রঞ্জনা সাউকে এদিন বিকেল সাড়ে পাঁচটায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ভর্তির পর তাঁর কোনওরকম চিকিৎসা হয়নি। এদিকে, 4 থেকে 5 দিনের জ্বর ছিল তাঁর ৷ বেডের টিকিটে হাইরিস্ক কনসেন্ট সাইন করিয়ে নেওয়া হয় রোগীর আত্মীয়দের থেকে।
রোগীর অবস্থা খারাপ হওয়ায় সিসিইউ-তে রেফার করা হয় রোগীকে ৷ সিপিআর-ও দেওয়া হয়। ওই সময় যিনি সিপিআর দিচ্ছিলেন তাঁকে পরিবারের তরফে বাধা দেওয়া হয়। এই ঘটনায় 3 মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি এবং তাঁদের লক্ষ্য করে বোতল ছোড়ারও অভিযোগ উঠেছে রোগীর পরিজনদের বিরুদ্ধে। হাসপাতালে সেইসময় সিকিউরিটি ছিল কম। পুলিশের সামনেই চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ৷
আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগীর মৃত্যুর পরই পরিজনরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ৷ চিকিৎসকদের ধাক্কা দেওয়া হয়। যার কারণে দুই স্বাস্থ্যকর্মী আহত হন। এমনকী একজন পুলিশ কর্মীও আহত হন। পুলিশ সূত্রে খবর, উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাঁদের এক কর্মীর হাতে আঘাত লাগে ৷ এই ঘটনা শোনামাত্রই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের তরফ থেকে এক প্রতিনিধি দল যায় সাগর দত্ত হাসপাতালে। যাওয়ার আগে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "আবারও স্পষ্ট হয়ে গেল আমাদের দাবি। আমরা এই দাবি তুলেছিলাম।"