ETV Bharat / state

ভারত জোড়ো ন্যায় যাত্রায় পা মেলাল বামফ্রন্ট, জেলা নেতৃত্বকে স্বাগত কংগ্রেসের - Darjeeling

CPM on Bharat Jodo Nyay Yatra: আজ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে পৌঁছেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ কংগ্রেসের এই যাত্রায় সামিল হলেন দার্জিলিঙের সিপিএম নেতারা ৷ কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বাম নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ৷

ETV Bharat
জয়রাম রমেশের সঙ্গে সিপিএম জেলা নেতৃত্ব
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 8:42 PM IST

শিলিগুড়িতে সিপিএম নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ

শিলিগুড়ি, 28 জানুয়ারি: কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল দার্জিলিং জেলা সিপিএম ৷ রবিবার শিলিগুড়ি থানা মোড় থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় ৷ ওই ন্যায় যাত্রা শিলিগুড়ি হাসমি চকে পৌঁছয়। সেখান থেকে যাত্রায় অংশ নেন দার্জিলিং জেলা কমিটির নেতা, কর্মী ও সমর্থকরা ৷ ন্যায় যাত্রায় পা মেলাতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার থেকে শুরু করে জেলার এসএফআই ও ডিওয়াইএফআই নেতাদের ৷

শিলিগুড়িতে এসে এদিন রাহুল পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "বাংলা থেকে ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল ৷ তেমনই আজও বাঙালিদেরই পুরো দেশকে রাস্তা দেখাতে হবে ৷ তাদের ভাবতে হবে ৷" এদিন জীবেশ সরকারকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ফুল দিয়ে স্বাগত জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

সাধারণতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ 25 জানুয়ারি অসম থেকে বাংলায় প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ তবে সেদিনই জরুরিভিত্তিতে হাসিমারা সেনা ঘাঁটি থেকে বিমান ধরে দিল্লি চলে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে অন্য শীর্ষ নেতারাও রাজধানী যান ৷ যাত্রা স্থগিত হয়ে যায় ৷ এরপর রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হয় রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ন্যায় যাত্রা ৷

এই যাত্রা প্রসঙ্গে প্রবীণ বাম নেতা জীবেশ সরকার বলেন, "এই যাত্রা সাধারণ মানুষের জন্য ৷ সারাদেশে যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই রাহুল গান্ধির নেতৃত্বে এই ন্যায় যাত্রা ৷ দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, দেশের গণতন্ত্রকে রক্ষা করা, ভারতের পরম্পরা, ঐতিহ্যকে রক্ষা করারই এই যাত্রার লক্ষ্য ৷ এই যাত্রায় আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সামিল হয়েছি ৷ আমরা রাহুলকে স্বাগত জানাচ্ছি ৷ এই ন্যায় যাত্রার সাফল্য কামনা করছি ৷"

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
  2. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
  3. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !

শিলিগুড়িতে সিপিএম নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ

শিলিগুড়ি, 28 জানুয়ারি: কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল দার্জিলিং জেলা সিপিএম ৷ রবিবার শিলিগুড়ি থানা মোড় থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় ৷ ওই ন্যায় যাত্রা শিলিগুড়ি হাসমি চকে পৌঁছয়। সেখান থেকে যাত্রায় অংশ নেন দার্জিলিং জেলা কমিটির নেতা, কর্মী ও সমর্থকরা ৷ ন্যায় যাত্রায় পা মেলাতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার থেকে শুরু করে জেলার এসএফআই ও ডিওয়াইএফআই নেতাদের ৷

শিলিগুড়িতে এসে এদিন রাহুল পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "বাংলা থেকে ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল ৷ তেমনই আজও বাঙালিদেরই পুরো দেশকে রাস্তা দেখাতে হবে ৷ তাদের ভাবতে হবে ৷" এদিন জীবেশ সরকারকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ফুল দিয়ে স্বাগত জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

সাধারণতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ 25 জানুয়ারি অসম থেকে বাংলায় প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ তবে সেদিনই জরুরিভিত্তিতে হাসিমারা সেনা ঘাঁটি থেকে বিমান ধরে দিল্লি চলে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে অন্য শীর্ষ নেতারাও রাজধানী যান ৷ যাত্রা স্থগিত হয়ে যায় ৷ এরপর রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হয় রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ন্যায় যাত্রা ৷

এই যাত্রা প্রসঙ্গে প্রবীণ বাম নেতা জীবেশ সরকার বলেন, "এই যাত্রা সাধারণ মানুষের জন্য ৷ সারাদেশে যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই রাহুল গান্ধির নেতৃত্বে এই ন্যায় যাত্রা ৷ দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, দেশের গণতন্ত্রকে রক্ষা করা, ভারতের পরম্পরা, ঐতিহ্যকে রক্ষা করারই এই যাত্রার লক্ষ্য ৷ এই যাত্রায় আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সামিল হয়েছি ৷ আমরা রাহুলকে স্বাগত জানাচ্ছি ৷ এই ন্যায় যাত্রার সাফল্য কামনা করছি ৷"

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
  2. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
  3. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.